কারেন্ট অ্যাফেয়ার্স ৫ মে ২০২৪

83
0
Current Affairs 5th May

আন্তর্জাতিক
  • ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চলছে দীর্ঘদিন ধরেই, তার মধ্যেই রাশিয়া ইউক্রেনের রাষ্ট্রপতি ভালোদিমির জেলেনস্কির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল। প্রসঙ্গত এর আগে আন্তর্জাতিক অপরাধ দমন আদালত রাশিয়ার রাষ্ট্রপতি ব্লাদিমির অধীনের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।
  • মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় তাঁবু খাটিয়ে লাগাতার বিক্ষোভ জানাচ্ছেন ছাত্র-ছাত্রীরা। গাজায় ইজরায়েলের তীব্র হানাদারী নীতির প্রতিবাদেই তাদের এই আন্দোলন। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, এই পড়ুয়াদের মধ্যে কতজন প্রকৃত ছাত্রছাত্রী সে বিষয়ে সন্দেহ আছে। এদিকে ইজরায়েলের মধ্যেও তীব্র হয়ে উঠেছে আন্দোলন। আন্দোলনকারীদের দাবি যে কোন শর্তে অপহৃত ইজরায়েলিদের গাজা থেকে মুক্ত করে আনতে হবে। অন্যদিকে ইজরায়েলের তথ্য ও সম্প্রচার মন্ত্রক আল জাজিরা নিউজ চ্যানেলের সম্প্রচার নিষিদ্ধ করে তাদের সব সরঞ্জাম বাজেয়াপ্ত করার নির্দেশ দিল।
জাতীয়
  • সিবিআইয়ের অনুরোধ মেনে ভারতের সাংসদ প্রজ্জ্বল রেভান্না সম্পর্কে তথ্য চেয়ে ব্লু কর্নার নোটিশ জারি করল ইন্টারপোল। ভারতে প্রজ্জ্বলের বিরুদ্ধে নারী হেনস্থার গুচ্ছগুচ্ছ অভিযোগ উঠেছে। তিনি গত ২৬ এপ্রিল জার্মানি পালিয়ে যান বলে অভিযোগ। প্রসঙ্গত প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার নাতি হলেন প্রজ্জ্বল। তিনি কর্ণাটকের হাসান কেন্দ্রের জেডিএস দলের সাংসদ।
  • পাঞ্জাবের ফিরোজপুরে একটি গুরুদ্বারে ধর্মগ্রন্থ অবমাননা করার অভিযোগে পিটিয়ে খুন করা হল বকশিস সিং নামে একজন কিশোরকে। পরিবারের দাবি সে মানসিকভাবে অসুস্থ ছিল।
খেলা
  • মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট অক্টোবর মাসে আয়োজিত হবে বাংলাদেশে। এই প্রতিযোগিতায় খেলবে মোট দশটি দেশ। তারা হলো ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা। এবং আরো দুটি দল আসবে যোগ্যতা অর্জন করে।
  • উবের কাপ ব্যাডমিন্টন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল চীন তারা ফাইনালে ৩-০ ব্যবধানে হারিয়ে দিল ইন্দোনেশিয়াকে।
বিবিধ
  • ভারতে ইউনিসেফের নতুন দূত নিযুক্ত হলেন মুম্বইয়ের অভিনেত্রী করিনা কাপুর। তিনি এর আগে ইউনিসেফের ভারতীয় শাখার সেলিব্রিটি অ্যাডভোকেট হিসেবে কাজ করেছিলেন।