কারেন্ট অ্যাফেয়ার্স ২৩ সেপ্টেম্বর ২০২৩

292
0
23rd September Current Affairs

আন্তর্জাতিক
  • এখনই ন্যাটোর সদস্য হতে পারবেনা ইউক্রেন। নিউইয়র্কে কাউন্সিল অন ফরেন রিলেশনসে বক্তৃতা দেওয়ার সময় ন্যাটোর সেক্রেটারি জেনারেল জেনস স্টলটেনবার্গ জানিয়েছেন এই মুহূর্তে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ চলছে। ন্যাটোর নিয়ম অনুযায়ী এই সময় কেউ ন্যাটোর সদস্য হতে পারেন না।
  • ঢাকায় বাংলাদেশ সরকারের বিরুদ্ধে অনশন আন্দোলনে বসলেন সেদেশের সংখ্যালঘুদের বৃহত্তম সংগঠন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা কর্মীরা। ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী  লিগ সংখ্যালঘুদের জন্য যে সাতটি প্রতিশ্রুতি দিয়েছিল তার একটিও পালন করেনি বলে অভিযোগ এই সংগঠনের। বিশেষ করে সংখ্যালঘু কমিশন গঠন করা নিয়ে নিজেদের দাবি জানাতে এই আন্দোলনে বসেছিলেন তাঁরা। শেষ পর্যন্ত শেখ হাসিনা সরকারের প্রতিশ্রুতিতে এই আন্দোলন প্রত্যাহার করা হলো।
জাতীয়
  • দীর্ঘ ১০০ দিন পর মোবাইল ইন্টারনেট পরিষেবা চালু হলো মনিপুরে। মে মাসের শুরুতে বিভিন্ন অপ্রীতিকর ঘটনার পর থেকে মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল।
  • বেরিয়াম নাইট্রেট ব্যবহার করা বাজির ছাড়পত্র দিল না সুপ্রিম কোর্ট। পরিবেশ দূষণের জন্য বাজিতে বেরিয়াম নাইট্রেট ব্যবহার আগেই নিষিদ্ধ করা হয়েছিল। বাজি ব্যবসায়ীরা বিশেষভাবে ওই উপাদান ব্যবহার করে কম দূষণ হবে বলে আরজি জানালেও তা খারিজ হয়ে গিয়েছে।
খেলা
  • চিনের হ্যানঝাউয়ে আনুষ্ঠানিকভাবে এশিয়ান গেমসের উদ্বোধন হলো। উদ্বোধনী অনুষ্ঠানের থিম ছিল ‘টাইডস সার্জিং ইন এশিয়া’। চিন তাদের নিজের সংস্কৃতির সঙ্গে বিশ্ব সংস্কৃতিকেও তুলে ধরল এই বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন ৪৫ টি দেশের ১২০০০ এর বেশি অ্যাথলিট। বিগত জাকার্তা এশিয়ান গেমস এমনকি প্যারিস অলিম্পিকের থেকেও বেশি সংখ্যক প্রতিযোগী এইবারের এশিয়ান গেমসে অংশ নিচ্ছেন। এদিন কুচকাওয়াজে অংশ নিলেন ১০০ জন ভারতীয় প্রতিনিধি। ভারতের জাতীয় পতাকা বহন করলেন দুজন ভারতীয় প্রতিযোগী, হরমনপ্রীত সিং এবং লাভলিনা বড়গোহাই। এবার ভারতের ৬৬৫ জন প্রতিযোগী বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেবেন। ২০১৮ সালে জাকার্তায় অনুষ্ঠিত সর্বশেষ এশিয়ান গেমসে ভারত ১৬ টি সোনা সহ ৭০ টি পদক জিতেছিল।
  • আইএসএল প্রতিযোগিতায় মোহনবাগান ৩-১ গোলে হারিয়ে দিল পাঞ্জাব এফসিকে।
বিবিধ
  • দেশে নির্বাচন বিষয়ে বিভিন্ন প্রচারে ব্যবহার করার জন্য ভারতের নির্বাচন কমিশন বেছে নিল কালজয়ী কমিক চরিত্র চাচা চৌধুরীকে। প্রাণ কুমার শর্মার তৈরি এই চরিত্র গত ৫০ বছরের বেশি সময় ধরে শিশুদের মনোরঞ্জন করে আসছে। এবার চাচা চৌধুরীকে নিয়ে নির্বাচন বিষয়ে একটি বইও প্রকাশ করেছে ভারতের নির্বাচন কমিশন। তার নাম ‘চাচা চৌধুরী আউর চুনাভি দঙ্গল’।
  • ২০২৩ সালে পাবলিক রিলেশন্স কাউন্সিল অফ ইন্ডিয়া আয়োজিত চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন্স অ্যাওয়ার্ড জিতল ন্যাশনাল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন।