কারেন্ট অ্যাফেয়ার্স ২৯ জুলাই ২০২৩

210
0
29th July Current Affairs

আন্তর্জাতিক
  • মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবাসীরা স্থায়ী বসবাসের জন্য গ্রিন কার্ড পেয়ে থাকেন। এই গ্রিন কার্ডের জন্য আবেদন জানিয়ে নির্দিষ্ট সময় অপেক্ষা করতে হয়। ভারতীয়দের জন্য সেই অপেক্ষার সময়সীমা বর্তমানে বেড়ে হয়েছে ১৯৫ বছর। এই বিষয়টিকে বাস্তবসম্মত করার জন্য মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিংকেনকে চিঠি লিখলেন মার্কিন কংগ্রেসের সদস্য রাজা কৃষ্ণমূর্তি,ল্যারি বাকশন প্রমুখ ৫৬ জন।
  • আল্পস পর্বতমালা থেকে ৩৭ বছর পর উদ্ধার হল একজন পর্বতারোহীর মৃতদেহ। নাম ম্যাটারহর্ন। তিনি একজন জার্মান পর্বতারোহী। ৩৭ বছর আগে তিনি একটি পর্বত শৃঙ্গ অভিযানে গিয়েছিলেন। এরপর তিনি নিখোঁজ হয়ে যান। সম্প্রতি তীব্র গরমে সুইজারল্যান্ডে থিওডোল হিমবাহ গলে যাওয়ায় তাঁর মৃতদেহটি খুঁজে পাওয়া যায়।
জাতীয়
  • শিলং-এ শুরু হল কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলন। এই সম্মেলনের সভাপতিত্ব করছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা।
  • একসময় দত্ত সামন্ত হত্যা গোটা দেশকে কাঁপিয়ে দিয়েছিল। পেশায় চিকিৎসক দত্ত সামন্ত ছিলেন অত্যন্ত জনপ্রিয় একজন শ্রমিক নেতা। ১৯৯৭ সালের ১৬ জানুয়ারি মহারাষ্ট্রে পাওয়াই থেকে ঘাটকোপারে যাওয়ার পথে দুজন বাইক আরোহী গুলি চালিয়ে হত্যা করেছিল দত্ত সামন্তকে। তাঁর শরীর এফোঁড় ওফোঁড় করে দিয়েছিল ১৭টি গুলি। এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছিল কুখ্যাত দুষ্কৃতী ছোটা রাজনের বিরুদ্ধে। সিবিআই তার বিরুদ্ধে চার্জশিট পেশ করে। কিন্তু উপযুক্ত তথ্য-প্রমাণের অভাবে মুম্বইয়ের বিশেষ সিবিআই আদালত ছোটা রাজনকে বেকসুর খালাস করল।
  • মনিপুরের পরিস্থিতি নিয়ে উস্কানি মূলক মন্তব্য এবং সুপ্রিমকোর্টের বিপক্ষে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে বদ্রি শেষাদ্রি নামের একজন লেখককে গ্রেপ্তার করল তামিলনাড়ু পুলিশ।
খেলা
  • আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ইংল্যান্ডের ক্রিকেটার স্টুয়ার্ট ব্রড। ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাসেজ সিরিজের পঞ্চম টেস্ট চলার সময়ই এই ঘোষণা করলেন তিনি। এই সিরিজেও অসাধারণ খেলেছেন ৩৭ বছর বয়সী ব্রড। শুধু তাই নয় এই সিরিজে মোট ১৫১ উইকেট নিয়ে অ্যাসেজ সিরিজের সেরা উইকেট শিকারির সম্মান পেয়েছেন তিনি। ইংল্যান্ডের হয়ে ১৬৭ টেস্টে মোট ৬০২ টি উইকেট নিয়েছেন তিনি। গত আট বছর ধরে কেবল টেস্ট ক্রিকেটে খেলছেন ব্রড। তার আগে ১২১ টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ এবং ৫৬ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ইংল্যান্ডের হয়ে।
  • মেয়েদের বিশ্বকাপ ক্রিকেটে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে দিল ফ্রান্স। অন্য ম্যাচে সুইডেন ইতালিকে ৫-০ গোলে হারিয়ে দিল।
বিবিধ
  • বিশ্বে অরণ্যে বিচরণ করে এমন যতো বাঘ রয়েছে তার ৭৫ শতাংশই রয়েছে ভারতে, কেন্দ্রীয় সরকারের পরিবেশ অরণ্য ও জলবায়ু বিষয়ক মন্ত্রক এই বিষয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে। এই প্রতিবেদন তৈরি করেছে ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অব ইন্ডিয়া। তাদের তথ্য অনুযায়ী, ভারতে মোট বাঘের সংখ্যা ৩৯২৫। অর্থাৎ এক বছরে দেশে বাঘের বৃদ্ধি হয়েছে ৬.১ শতাংশ। রাজ্যগুলির মধ্যে সবথেকে বেশি বাঘ রয়েছে মধ্যপ্রদেশে। সেখানে বাঘের সংখ্যা বেড়ে হয়েছে ৭৮৫। ৪ বছর আগে ওই রাজ্যে ছিল ৫২৬ টি বাঘ। কর্নাটকে ৫৬৩, উত্তরাখণ্ডে ৫৬০ ও মহারাষ্ট্রে ৪৪৪ টি বাঘ রয়েছে বলে জানা গেছে। বাঘ শুমারির তথ্য অনুযায়ী করবেট ন্যাশনাল পার্কে বাঘের সংখ্যা সর্বোচ্চ, ২৬০ টি। বন্দিপুরে রয়েছে ১৫০ টি, সুন্দরবনে বাঘের সংখ্যা ঠিক ১০০।