কারেন্ট অ্যাফেয়ার্স ৪ সেপ্টেম্বর ২০২৩

236
0
16th September Current Affairs

আন্তর্জাতিক
  • আরোও একজন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন রাজনীতিক মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন। তিনি হলেন রিপাবলিকান দলের পরিচিত মুখ নিকি হ্যালি। তবে চূড়ান্ত পর্বে প্রার্থী মনোনীত হওয়ার জন্য নিকির সঙ্গে লড়াই হবে খোদ প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। রিপাবলিকান দলের রস ডিস্টান্টিসও প্রতিযোগিতায় রয়েছেন।
  • প্রবল শক্তিধর মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ছোট্ট দেশ ভিয়েতনামের যুদ্ধ ইতিহাসে ঠাঁই পেয়েছে। শত চেষ্টা করেও ভিয়েতনামের যুদ্ধে জিততে পারেনি মার্কিনীরা। অর্ধশতাব্দীর অধিক দু’দেশের সম্পর্ক তলানিতে। তবে বেশ কিছুদিন ধরেই ভিয়েতনামের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক মেরামতের চেষ্টা করছে মার্কিন যুক্তরাষ্ট্র। এবার মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন ভিয়েতনাম সফরে যাওয়ার সিদ্ধান্ত জানালেন। আগামী ১০ সেপ্টেম্বর তিনি হ্যানয়ে পৌঁছবেন। এই ঘটনা গভীর তাৎপর্যপূর্ণ।
জাতীয়
  • পৃথিবীর ক্যালেন্ডার অনুযায়ী ৭ সেপ্টেম্বর থেকে রাত শুরু হবে চাঁদের সেই অংশে যেখানে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো প্রেরিত ল্যান্ডার বিক্রম অবতরণ করেছে। চোদ্দ দিন ধরে চলবে চাঁদের রাত। এই সময়ে বিক্রমকেও ঘুম পাড়িয়ে দেওয়া হবে বলে জানিয়েছে ইসরো। এদিন বিক্রমের ‘হপ এক্সপেরিমেন্ট’ বা পরীক্ষামূলক লম্ফন সফল হয়েছে বলে জানিয়েছে ইসরো। বিক্রম এদিন চল্লিশ সেন্টিমিটার উপরে উঠে ৩০ সেন্টিমিটার এগিয়ে গিয়ে পুনরায় ল্যান্ডিং করেছে। একেই বলা হয়েছে হপ এক্সপেরিমেন্ট। পৃথিবী থেকে পাঠানো নির্দেশ এভাবে সফল হওয়ায় দৃশ্যই খুশি ইসরো।
  • ভারতে অনুষ্ঠিতব্য আসন্ন জি ২০ শীর্ষ সম্মেলনে উপস্থিত থাকবেন না চীনের রাষ্ট্রপতি শি জিংপিং। পরিবর্তে চীনের প্রধানমন্ত্রী লি চিয়াং উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে। প্রসঙ্গত রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনও এই শীর্ষ সম্মেলনে উপস্থিত থাকবেন না বলে আগেই জানিয়েছিলেন। পরিবর্তে উপস্থিত থাকবেন রাশিয়ার বিদেশ মন্ত্রী সার্গেই লাভরব।

 

খেলা
  • এশিয়া কাপে ভারত ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে নেপালের বিরুদ্ধে ১০ উইকেটে জয়ী হলো। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ভারত ২০ ওভারে বিনা উইকেটে তোলে ১৪৫ রান। নেপাল ৪৮.২ ওভারে ২৩০ রান তুলেছিল।
  • ভারতের বিশিষ্ট অ্যাথলিট নীরজ চোপড়াকে ‘বন্ধু দূত’ হিসাবে সম্মান জানালো সুইজারল্যান্ডের পর্যটন দপ্তর। জ্যাভলিন থ্রোয়ার নীরজ অলিম্পিক, বিশ্ব চ্যাম্পিয়নশিপ এবং ডায়মন্ড লিগে সোনা জয় করেছেন।

 

বিবিধ
  • ভারতের সভাপতিত্বে জি ২০ শীর্ষ সম্মেলনের মূল অনুষ্ঠানে অতিথি অভ্যাগতদের স্বাগত জানানোর জন্য প্রতীক হিসেবে বেছে নেওয়া হলো প্রাচীন সিন্ধু সভ্যতার নারী মূর্তিকে। কোমরে হাত দেওয়া ওই মূর্তি ভারতের প্রতীক হয়ে অভ্যাগতদের স্বাগত জানাবে। ইন্ডিয়া ট্রেড প্রমোশন অর্গানাইজেশন কমপ্লেক্সের মধ্যে পাঁচ ফুট লম্বা ১২০ কিলো ওজনের এই মূর্তিটির প্রতিরূপ বানানো হয়েছে। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের মত, এই মূর্তির মধ্যে দৃঢ়ভাবে গোটা বিশ্বের সঙ্গে চোখ মিলিয়ে দাঁড়ানোর স্বাধীন ও মুক্ত মনের ভঙ্গি রয়েছে। এর পাশাপাশি থাকবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহারকারী এক আধুনিক নারীর রোবট। এক্ষেত্রে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক একটি প্রদর্শনীর আয়োজন করেছে, যার থিম- “ভারত: দা মাদার অফ ডেমোক্রেসি”।
  • পশ্চিমবঙ্গে নতুন একটি সিমেন্ট কারখানার উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভার্চুয়াল ব্যবস্থায় তিনি এর উদ্বোধন করেন। পুরুলিয়া জেলার রঘুনাথপুরে ‘জঙ্গলসুন্দরী কর্মনগরী’ শিল্পনগরীতে শ্রী সিমেন্টের এই কারখানা তৈরি হয়েছে। এর উৎপাদন ক্ষমতা বছরে ৩০ লক্ষ টন সিমেন্ট। ৬৫ একর জমির উপর এই তৈরি এই নতুন কারখানায় কর্মসংস্থান হবে ১২৫০ জনের। এখানে লগ্নী করা হয়েছে ৭৫০ কোটি টাকা। শ্রী সিমেন্ট সংস্থা দেশের ১১টি রাজ্যে ১৫টি সিমেন্ট কারখানা নির্মাণ করেছে।