সুপ্রিম কোর্টে ৭ অফিসার, অ্যাসিস্ট্যান্ট

1481
0
Court Clerk Job 2024

সুপ্রিম কোর্ট অব ইন্ডিয়ায় ৭ জন ব্র্যাঞ্চ অফিসার ও জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর: F.6/2020-SCA (RC).

শূন্যপদ: ব্র্যাঞ্চ অফিসার (নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর): ১, ব্র্যাঞ্চ অফিসার (ওয়েব সার্ভার অ্যাডমিনিস্ট্রেটর): ১, ব্র্যাঞ্চ অফিসার (ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর): ২, জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট (হার্ডওয়্যার মেন্টেন্যান্স): ৩।

পারিশ্রমিক: ব্রাঞ্চ অফিসার পদে লেভেল ১১ অনুযায়ী বেসিক পে ৬৭৭০০ টাকা। জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট পদে লেভেল ৬ অনুযায়ী বেসিক পে ৩৫৪০০ টাকা।

যোগ্যতা: ব্র্যাঞ্চ অফিসার (নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর): কম্পিউটার সায়েন্সে বা ইনফরমেশন টেকনোলজিতে ইঞ্জিনিয়ারিং/ টেকনোলজি মাস্টার ডিগ্রি অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশনে মাস্টার ডিগ্রি/ কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজিতে ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজিতে ব্যাচেলর বা সমতুল সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত তিন বছরের অভিজ্ঞতা।

ব্র্যাঞ্চ অফিসার (ওয়েব সার্ভার অ্যাডমিনিস্ট্রেটর):  কম্পিউটার সায়েন্সে বা ইনফরমেশন টেকনোলজিতে ইঞ্জিনিয়ারিং/ টেকনোলজি মাস্টার ডিগ্রি অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশনে মাস্টার ডিগ্রি/ কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজিতে ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজিতে ব্যাচেলর বা সমতুল সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত তিন বছরের অভিজ্ঞতা। সঙ্গে ল ডিগ্রি থাকলে অগ্রাধিকার পাবেন।

ব্র্যাঞ্চ অফিসার (ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর): কম্পিউটার সায়েন্সে বা ইনফরমেশন টেকনোলজিতে ইঞ্জিনিয়ারিং/ টেকনোলজি মাস্টার ডিগ্রি অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশনে মাস্টার ডিগ্রি/ কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজিতে ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজিতে ব্যাচেলর বা সমতুল সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত তিন বছরের অভিজ্ঞতা। সঙ্গে  ল ডিগ্রি থাকলে অগ্রাধিকার পাবেন।

জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট (হার্ডওয়্যার মেন্টেন্যান্স): ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজিতে বিই/ বিটেক/ বিএসসি সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা।

বয়সসীমা: ব্র্যাঞ্চ অফিসার পদের ক্ষেত্রে বয়স হতে হবে ৩০-৪৫ বছরের মধ্যে এবং জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট পদে ২১-৩০ বছরের মধ্যে। সবক্ষেত্রেই বয়স ধরা হবে ৩১ জুলাই ২০২০ তারিখের হিসেবে এবং সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

আবেদনের পদ্ধতি: এ-ফোর মাপের কাগজে নির্দিষ্ট বয়ানে আবেদন করতে হবে। খামের উপরে লিখতে হবে ‘Application for the post of …….’। পূরণ করা আবেদনপত্র সহ অন্যান্য নথি পাঠাতে হবে The Branch Officer (Recruitment Cell), Supreme Court of India, Tilak Marg, New Delhi-110001 ঠিকানায়। পৌঁছতে হবে আগামী ৬ নভেম্বরের মধ্যে।

https://main.sci.gov.in/pdf/recruitment/15102020_153235.pdf লিঙ্ক থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করা যাবে।

 

লাইভ টিভি দেখুন:   https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল