প্রাইমারি টেট, ২০১৭ পরীক্ষার সব বিভাগের প্রশ্নপত্র সহ আনসার কি প্রকাশ

1467
0
Primary Tet

প্রাইমারি টেট ২০১৭ (Primary Tet 2017) পরীক্ষার আনসার কি প্রকাশ করলো রাজ্য  পর্ষদ। প্রাইমারি বোর্ডের ওয়েবসাইটে সমস্ত প্রশ্নপত্র সহ আনসার কি এর তালিকা আপলোড  হয়েছে।

টেট ২০১৭ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল গত ৩১ জানুয়ারি, ২০২১। মোট ১৫০ নম্বরের পরীক্ষা  ছিল, এমসিকিউ টাইপ প্রশ্ন, পরীক্ষার সময় ছিল মোট ১৫০ মিনিট। বাংলা/হিন্দি/ওড়িয়া/তেলেগু/ নেপালি/উর্দু/নেপালি ভাষার ৩০ নম্বর, ইংলিশ ভাষা ৩০ নম্বর, চাইল্ড ডেভেলপমেন্ট ও পেডাগগি ৩০ নম্বর, ম্যাথামেটিক্স ৩০ নম্বর, এনভায়রমেন্টাল সায়েন্স ৩০ নম্বরের পরীক্ষা ছিল। প্রতিটি বিভাগেরই সব কয়টি সেটের প্রশ্নপত্র এবং আনসার কি ওয়েবসাইট থেকে পরীক্ষার্থীরা দেখে নিতে পারবেন।

আরও খবর :  স্নাতক যোগ্যতায় নিউ ইন্ডিয়া অ্যাসিওরেন্স কোম্পনিতে ৩০০ অফিসার

আনসার কি সম্বন্ধে কোন অভিযোগ থাকলে প্রাইমারি দপ্তরে জানানো যাবে। প্রাথমিক শিক্ষা পর্ষদের দপ্তরে গিয়ে অভিযোগ পত্র জমা দিতে হবে। প্রাথমিক শিক্ষা পর্ষদের ঠিকানা –DK-7/1, Sector –II, Salt Lake, Kolkata – 700091, যে কোনওদিন সকাল ১১ টা থেকে বিকেল ৫ টার মধ্যে।

আনসার কি দেখা যাবে : ক্লিক করুন এখানে