কারেন্ট অ‍্যাফেয়ার্স ২৩ আগস্ট ২০২১

580
0
daily current affairs

আন্তর্জাতিক
  •  চুক্তি অনুযায়ী ৩১ আগস্টের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রকে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের কথা বলল তালিবান। অন্যথায় তার ফল ভুগতে হবে বলে হুমকি দিল তারা। যদিও ব্রিটেন ও কানাডা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ওই সময়ের পরেও আফগান মুলুকে সেনা রাখার আবেদন জানিয়েছে। কাবুলের পরিস্থিতি নিয়ে জরুরি ভিত্তিতে ভার্চুয়াল বৈঠক ডাকল ফ্রান্স, ইতালি, ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি ,জাপান ও কানাডাকে নিয়ে গঠিত জি৭ গোষ্ঠী।
  • এশিয়া সফরের সূচনায় সিঙ্গাপুরে পৌছলেন মার্কিন উপরাষ্ট্রপতি কমলা হ্যারিস।
জাতীয়
  •  সেনাবাহিনীর কর্নেল পদে উন্নীত হলেন পাঁজন মহিলা সেনা অফিসার। এই প্রথম সেনাবাহিনীর সিগন্যাল কোর, ইলেকট্রনিক্স ও ইঞ্জিনায়ার্স কোর বিভাগে মহিলা সেনা অফিসাররা কর্নেল পদে উন্নীত হলেন।
  •  অক্টোবর মাসে দেশে করোনা সংক্রমণের তৃতীয় ঢেউ তুঙ্গে উঠতে পারে বলে সতর্ক করা হল। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা জাতীয় বিপর্যয় মোকাবিলা প্রতিষ্ঠানের রিপোর্টে। প্রসঙ্গত দেশে ৯৪.৭  কোটি প্রাপ্ত বয়স্ক নাগরিকের ৪৫ কোটি ৫০ লক্ষ জন করোনার প্রতিষেধকের প্রথম এবং ১৩ কোটির বেশি মানুষ দুটি ডোজই পেয়েছেন। এদিন নতুন করে সংক্রমিত হলেন ২৫০৭২ জন।
বিবিধ
  • নয়াদিল্লির কন্ট প্লেসে দেশের প্রথম স্মগ টাওয়ারের উদ্বোধন করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ২৪ মিটার উঁচু এই টাওয়ার থেকে প্রতি সেকেন্ডে হাজার ঘনমিটার বিশুদ্ধ বাতাস পরিশুদ্ধ করে সরবরাহ করা সম্ভব।
  •  মার্কিন কার্গো বিমানে উঠতে পেরেছেন, দুঃস্বপ্ন থেকে মুক্তি পেয়েছেন বলে জানালেন আফগান তারকা আরিয়ানা সইদ।
খেলা
  • শতাব্দীপ্রাচীন ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে লগ্নিকারী সংস্থা শ্রী সিমেন্টের সম্পর্কের নানা সমস্যা তৈরি হয়েছে। সংকট দূর করতে বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  • মার্সেই ও মিস দলের খেলোয়াড় সমর্থকদের মধ্যে হাতাহাতির জেরে ফরাসি লিগ ওয়ানের ম্যাচ স্থগিত হয়ে গেল।