ঝাড়গ্রাম জেলা ও দায়রা জজ আদালতে (অফিস অব দ্য ডিস্ট্রিক্ট অ্যান্ড সেসন জাজ, ঝাড়গ্রাম) ৫৫ জন ইংলিশ স্টেনোগ্রাফার, লোয়ার ডিভিশন ক্লার্ক, প্রসেস সার্ভার, (Jhargram district court recruitment 2022)
পিওন/ নাইট গার্ড এবং স্যুইপার (কর্মবন্ধু) নিয়োগ করা হবে।
নোটিফিকেশন নম্বর: 02/RC-21.
শূন্যপদ: ইংলিশ স্টেনোগ্রাফার (গ্রুপ বি): ১, লোয়ার ডিভিশন ক্লার্ক (গ্রুপ সি): ২২, প্রসেস সার্ভার (গ্রুপ সি): ১, পিওন/ নাইট গার্ড (গ্রুপ ডি): ২৮, স্যুইপার (কর্মবন্ধু): ৩।
বয়সসীমা: ইংলিশ স্টেনোগ্রাফার পদে বয়স হতে হবে ১৮-৩৯ বছরের মধ্যে। অন্যান্য পদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ৪০ বছর।
সিডিএস পরীক্ষার মাধ্যমে আর্মি, এয়ারফোর্স, নেভিতে নিয়োগের বিস্তারিত খবরটি দেখতে ক্লিক করুন
সবক্ষেত্রেই ১ জুলাই ২০২১ তারিখের হিসেবে বয়স সম্পূর্ণ হতে হবে এবং সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।
যোগ্যতা: ইংলিশ স্টেনোগ্রাফার: মাধ`মিক বা সমতুল পাশ সঙ্গে কম্পিউটার ট্রেনিং ও শর্টহ্যান্ডে সার্টিফিকেট থাকতে হবে।
প্রতি মিনিটে ৮০ শব্দের গতিতে শর্টহ্যান্ড এবং প্রতি মিনিটে ৩০ শব্দের গতিতে টাইপ করতে হবে।
লোয়ার ডিভিশন ক্লার্ক: মাধ্যমিক বা সমতুল পাশ সঙ্গে কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট থাকতে হবে, কম্পিউটারে কাজ চালানোর মতো দক্ষতা এবং টাইপিং জানতে হবে।
প্রসেস সার্ভার: অষ্টম শ্রেণি বা সমতুল পাশ সঙ্গে কম্পিউটারের বেসিক জ্ঞান বাঞ্ছনীয়।
পিওন/ নাইট গার্ড (গ্রুপ ডি): অষ্টম শ্রেণি পাশ। কম্পিউটারের বেসিক জ্ঞান বাঞ্ছনীয়।
স্যুইপার (কর্মবন্ধু): বাংলা লিখতে ও পড়তে জানতে হবে।
আবেদনের ফি: ইংলিশ স্টেনোগ্রাফার পদে আবেদনের ফি ৮০০ টাকা, তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ৬০০ টাকা।
লোয়ার ডিভিশন ক্লার্ক ও প্রসেস সার্ভার পদে আবেদনের ফি ৭০০ টাকা, তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে ৫০০ টাকা।
পিওন/ নাইট গার্ড ও স্যুইপার/ কর্মবন্ধু পদে আবেদনের ফি ৬০০ টাকা, তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ৪০০ টাকা।
ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ ইন্টারনেট ব্যাঙ্কিং/ ইউপিআইয়ের মাধ্যমে আবেদনের ফি দেওয়া যাবে।
আবেদনের পদ্ধতি: https://districts.ecourts.gov.in/jhargram অথবা https://jhargram.gov.in/
ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।
অনলাইন আবেদন করা যাবে ১০ জুন ২০২২ তারিখ রাত ১১টা পর্যন্ত। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে (Jhargram district court recruitment 2022)।