কারেন্ট অ্যাফেয়ার্স ২৮ জুলাই ২০২২

497
0
daily current affairs

আন্তর্জাতিক
  • মহাকাশে যতদিন পর্যন্ত না রাশিয়া নিজস্ব অরবিটাল আউটপোস্ট তৈরি করছে ততদিন তারা আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র থেকে সরে আসবে না । এদিন রুশ মহাকাশ সংস্থা এই কথা জানালো । ফলে ২০২৮ সাল পর্যন্ত তারা নাসার সঙ্গে যুক্ত থাকবে বলে মনে করা হচ্ছে ।
  • মার্কিন কংগ্রেসের স্পিকার ন্যান্সি পোলোসি আগস্ট মাসে তাইওয়ান সফরে যাবেন । মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেসেন্টিভ এর স্পিকার ন্যান্সি । ১৯৯৭ সালের পর ফের কোনও মার্কিন কংগ্রেসের স্পিকার তাইওয়ান যাচ্ছেন । এই ঘটনা জানতে পেরেই ক্ষোভ প্রকাশ করল চিন । প্রসঙ্গত , তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে চিন । অন্যদিকে এদিনই ফোনে ২ ঘন্টা ১৭ মিনিট কথা বললেন চিন ও মার্কিন যুক্তরাষ্ট্রের দুই রাষ্ট্রপতি ।
  • মৃত্যুদণ্ড কার্যকর করার দৃশ্য সরাসরি টেলিকাস্ট করার নির্দেশ দিল মিশরের একটি আদালত । মহম্মদ আদেল নামে এক যুবক তাঁর সহপাঠী নায়রা আশরাফকে গত জুন মাসে কুপিয়ে হত্যা করেছিল । মানুসরা বিশ্ববিদ্যালয়েরপড়ুয়া ছিলেন দুজনেই । বিয়ের প্রস্তাব খারিজ করায় নায়রাকে  খুন করা হয় । এই ঘটনায় মহম্মদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত ।
জাতীয়
  • পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হল পার্থ চট্টোপাধ্যায়কে । তিনি শিল্প – বাণিজ্য দপ্তর, তথ্য প্রযুক্তি দপ্তর এবং পরিষদীয় দপ্তর , এই তিনটিদপ্তরের মন্ত্রী ছিলেন । এই তিনটি দপ্তরের দায়িত্ব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতে রেখেছেন । পার্থ চট্টোপাধ্যায়কে তৃণমূল কংগ্রেসের সব পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলেও জানানো হল ।
  • বিতর্কে জড়িয়ে পড়লেন কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরী । লোকসভায় তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপত্নি বলে সম্বোধন করেন । পরে সাংসদ জানালেন, তাঁর কথায় দ্রৌপদী মুর্মু যদি আঘাত পান, তাহলে ব্যক্তিগত ভাবে তাঁর সঙ্গে দেখা করে ক্ষমা চাইবেন ।
  • ঝাড়খন্ডে একজন বিধায়কের একটি জাহাজ বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের ‘ঘনিষ্ঠ’ পঙ্কজ মিশ্রের ৩০ কোটি টাকার জাহাজটি বাজেয়াপ্ত করা হয়েছে । এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সম্প্রতি মিশ্রকে অবৈধ খনন মামলায় গ্রেপ্তারও করেছে । এমভি ইনফ্রালিঙ্ক-৩ নামে জাহাজটি  কসেটি সুকরগড় ঘাট থেকে সাহিবগঞ্জ পর্যন্ত স্টোনচিপস পরিবহন করত ।

 

খেলা
  •  শুরু হল ২২তম কমনওয়েলথ গেমস । উদ্বোধন করলেন ব্রিটেনের যুবরাজ প্রিন্স চার্লস । উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করলেন ভারতীয় শিল্পী রঞ্জনা ঘটক ।  বার্মিংহামের আলেকজান্ডার স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে মার্চ পাস্টে হাঁটলেন ভারতের ১৬৪ জন আ্যথলিট । গেমসে অংশ নেবেন ২১৫ জন । উদ্বোধনী  মার্চ পাস্টে ভারতের জাতীয় পতাকা বহন করলেন পি ভি সিন্ধু । প্রসঙ্গত , ২০১৮ সালে গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে ২৬ সোনাসহ ৬৬টি পদক জিতে ভারত তৃতীয় স্থান পেয়েছিল । কমনওয়েলথ গেমসে এযাবৎ ভারতের প্রাপ্তি ৫০৩টি পদক । কমনওয়েলথ গেমসে ভারতের হয়ে প্রথম পদক জেতেন কুস্তিগির রশিদ আনোয়ার (১৯৩৪) ।  প্রথম সোনার পদক জেতেন মিলখা সিং (১৯৫৮) । ২০০২ সাল থেকে ভারত প্রতিবার প্রথম পাঁচে থাকছে । ২৮ জুলাই থেকে ৮ অগস্ট ৭২টা দেশ থেকে ৫ হাজারের বেশি অ্যাথলিট অংশগ্রহণ করবেন ১৯ রকম খেলার ২৮০ইভেন্ট-এর কমনওয়েলথ গেমসে ।
  • ভারতে ৪৪তম দাবা অলিম্পিয়াড প্রতিযোগিতার উদ্বোধন হল । চেন্নাইয়ে তার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । ভারতে প্রথম বার এই প্রতিযোগিতার আসর বসল।  দাবা অলিম্পিয়াড প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য পৌঁছে গিয়েছিলেন পাকিস্তানের দাবাড়ুরা । কিন্তু তারপরও রাজনীতির অভিযোগ তুলে অলিম্পিয়াড থেকে দল প্রত্যাহার করে নিল পাকিস্তান ।
  • ফর্মুলা ওয়ানের গতির দুনিয়া থেকে এবার বিদায় নিতে চলেছেন সেবাস্টিয়ান ভেটেল । চলতি মরসুমের পরেই এই জার্মান ফর্মুলা ওয়ান চালক অবসর নেবেন বলে জানালেন । সেবাস্টিয়ান ভেটেল চার বারের চ্যাম্পিয়ন ।
  • বাংলার মহিলা ক্রিকেটার দের মেন্টর নিযুক্ত হলেন ঝুলন গোস্বামী ।
  • গলে দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ২৬১ রানে হারিয়ে দিল শ্রীলঙ্কা । টেস্ট সিরিজ শেষ হল ১-১ ফলে ।

 

বিবিধ
  •  ফাইভ জি স্পেকট্রাম – এর নিলামে চতুর্থ দিনের শেষে কেন্দ্রীয় সরকারের প্রাপ্তি হল ১,৪৯, ৬২৩ কোটি টাকা ।
  • নবান্নে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন নোবেল পুরস্কার জয়ী কৈলাশ সত্যার্থী ।

 

কারেন্ট অ্যাফেয়ার্স ২৭ জুলাই ২০২২