কারেন্ট অ্যাফেয়ার্স ১৪ আগস্ট ২০২২

533
0
daily current affairs
Courtesy: The Indian Express

আন্তর্জাতিক 

  • শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে সলমন রুশদির । নিউইয়র্ক – এর হাসপাতাল -এ তাঁকে ভেন্টিলেশন ব্যবস্থা থেকে বের করা হয়েছে । তিনি কথাও বলেছেন ।  শতকা ইনস্টিটিউসনের মঞ্চে বক্তৃতা দেওয়ার সময় তিনি ছুরিবিদ্ধ হন গত শুক্রবার । এদিকে সলমন রুশদির শারীরিক অবস্থা নিয়ে টুইটারে উদ্বেগ প্রকাশ করেছিলেন ‘হ্যারি পটার’ স্রষ্টা জে কে রাওলিং। টুইটারে তাঁকেও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে ।
  • মিশরে কপটিক গির্জায় অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন ৪৩ জন ।

জাতীয় 

  • সিয়াচেনে বরফ ঢাকা বাঙ্কার থেকে উদ্ধার হল ৩৮ বছর আগে নিখোঁজ হওয়া একজন ভারতীয় সেনার দেহ । ১৯ নম্বর কুমায়ুন রেজিমেন্টের সদস্য ছিলেন  ল্যান্সনায়েক চন্দ্রশেখর । ১৯৮৪ সালে পাক হানাদারদের বিরুদ্ধে অপারেশন মেঘদূত চালাতে গিয়ে নিখোঁজ হয়ে যান তিনি । গত ১৩ আগস্ট ১৬ হাজার ফুট উচ্চতার এক বাঙ্কার থেকে তাঁর কঙ্কাল খুঁজে পাওয়া গেছে । ডিস্ক নম্বর থেকে তাঁকে চিহ্নিত করা গেছে ।
  • আদালতের মধ্যেই খুনের ঘটনা ঘটল। কর্ণাটকের হাসানে একটি পারিবারিক আদালতের শুনানি চলার অবসরে নিজের স্ত্রীকে কুপিয়ে হত্যা করলেন জনৈক শিবকুমার । বিবাহ বিচ্ছেদের মামলা চলছিল তাঁর সঙ্গে তাঁর স্ত্রী চিত্রার । আদালত কক্ষের বাইরেই তিনি ছুরি চালান স্ত্রীর শরীরে ।

খেলা 

  • সাঁতারে নতুন বিশ্বরেকর্ড গড়লেন ডেভিড পোপোভিচি । রোমে আয়োজিত ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার ফ্রিস্টাইলে ৪৬.৮৬ সেকেন্ড সময় করে তিনি ভাঙলেন ২৩ বছরের রেকর্ড । রোমানিয়ার ১৭ বছরের সাঁতারু ডেভিড পোপোভিচি ভাঙলেন ব্রাজিলের সিজার সিয়েলোর বিশ্বরেকর্ড । ২০০৯ সালে রোমের এই সুইমিং পুলেই বিশ্ব চ্যাম্পিয়নশিপে তিনি ৪৬.৯১ সেকেন্ড সময় নিয়ে ১০০ মিটার ফ্রিস্টাইলে বিশ্বরেকর্ড গড়েছিলেন।

 

বিবিধ 

  • প্রয়াত হলেন রাকেশ ঝুনঝুনওয়ালা । মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে মাত্র ৬২ বছর বয়সে তিনি প্রয়াত হন । তিনি ছিলেন ধনকুবের । ১৯৮৫ সালে ৫০০০ টাকা নিয়ে শেয়ার বাজারে বিনিয়োগ শুরু করেছিলেন তিনি । ২০১৮ সালে তা বেড়ে হয় ১১ হাজার কোটি টাকা ।  তাঁর আংশিক মালিকানাধীন  আকাশ এয়ারলাইন্সের সূচনা হয়েছে কেবল গত সপ্তাহেই । শেয়ার বাজার থেকে তিনি একদিনে ২২১ টাকা লাভ করেছেন, এমন ঘটনাও ঘটেছে ।

 

কারেন্ট অ্যাফেয়ার্স ১৩ আগস্ট ২০২২