আন্তর্জাতিক
- ব্রাজিলের রাষ্ট্রপতি নির্বাচনে প্রথম দফায় দুজন প্রার্থীর কেউই সংখ্যা গরিষ্ঠতা পেলেন না। বর্তমান রাষ্ট্রপতি জাইর বোলসনেরো এবং বামপন্থী নেতা লুলা ডি সিলভা নির্বাচনে পেয়েছেন যথাক্রমে ৪৩.৯ ও ৪৭.৬শতাংশ ভোট । ফলে দ্বিতীয় দফায় নির্বাচনের ব্যবস্থা করেছে ব্রাজিলের নির্বাচন কমিশন ।
জাতীয়
- ভারতীয় বায়ুসেনায় অন্তর্ভুক্ত হল দেশীয় প্রযুক্তিতে নির্মিত লাইট কমব্যাট হেলিকপ্টার প্রচণ্ড। হিন্দুস্থান আরোনেটিক্স লিমিটেড এর তৈরি এই হেলিকপ্টারটি ১৬৪০০ ফুট উচ্চতা পর্যন্ত এলাকায় অস্ত্র পৌঁছতে পারবে।
- ইরানের রাজধানী তেহরান থেকে চিনের গুয়াংঝাউ গামী একটা বিমানের পিছু তাড়া করল ভারতীয় বায়ুসেনার সুখোই বিমান। বিমানটিতে বোমা রাখা আছে বলে পাইলট দিল্লিতে অবতরণ করতে চেয়েছিলেন। তাঁকে চন্ডীগড় বিমানবন্দরে অবতরণ করতে বলা হলেও তিনি তা করেননি। পরে অবশ্য বিমানটি নিরাপদে গুয়াংঝাউ বিমানবন্দরে অবতরণ করেছে বলে জানা গেছে।
খেলা
- বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে ভারতের পুরুষ দল ৩-২ব্যবধানে হারিয়ে দিল কাঝাকস্তানকে। অন্যদিকে মহিলাদের ম্যাচে ভারত ৩-১ ব্যবধানে হারিয়ে দিল মিশরকে।
- তেল আবিব ওপেনে চ্যাম্পিয়ন হলেন নোভাক জোকোভিচ।
বিবিধ
- শারীরবিদ্যা বা চিকিৎসাশাস্ত্রে ২০২২ সালের নোবেল পুরস্কার প্রাপকের নাম ঘোষিত হল। সুইডেনের বিজ্ঞানী সোয়ানটে পেবো এই পুরস্কার পাচ্ছেন। আজ থেকে ঠিক ৪০ বছর আগে ১৯৮২ সালে তাঁর বাবা সুনে বার্গস্ট্রম এই চিকিৎসাশাস্ত্রেই নোবেল পুরস্কার পেয়েছিলেন। সোয়ানটে পেবোর গবেষণা পৃথিবীতে মানুষের আবির্ভাব বিষয়ে। তিনি আদিম মানব নিয়ানডারথালের জেনেটিক বিশ্লেষণ করেছেন।