কারেন্ট অ্যাফেয়ার্স ৪ অক্টোবর ২০২২

270
0
daily current affairs
Courtesy: Youtube

আন্তর্জাতিক 
  • বাংলাদেশের রাজধানী ঢাকা, কুমিল্লা,চট্টগ্রাম, শ্রীহট্টসহ বিস্তীর্ণ এলাকা ডুবে গেল অন্ধকারে। পাওয়ার গ্রিডে সমস্যার কারণে প্রায় চার ঘণ্টা নিষ্প্রদীপ থাকে ওই সব স্থান। নবমীর দিনে এই বিদ্যুৎ বিভ্রাট ঘটল বাংলাদেশের ৮০ % এলাকায়। জ্বালানী সমস্যায় গত ১৯ জুলাই থেকে পালা করে লোডশেডিং হচ্ছে বাংলাদেশ জুড়ে। এদিনের সমস্যায় ভুগতে হয়েছে১৩ কোটি মানুষকে।
  • জাপান সাগরের ওপর দিয়ে ৪৫০০ কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া। এই ঘটনায় উত্তেজনা তৈরি হয়েছে। এই ক্ষেপণাস্ত্রটির পাল্লায় রয়েছে মার্কিন দ্বীপ গুয়ামও।
জাতীয় 
  • উত্তরাখণ্ডের উত্তরকাশিতে তুষার ঝড় ও তুষার ধসে প্রাণহানি হল ১০ জনের। পাহাড়ে চড়ার প্রশিক্ষণ নিতে দলটি গিয়েছিল সেখানে। প্রশিক্ষক ও শিক্ষানবিশদের ওপর হুড়মুড়িয়ে ধস নেমে আসে।
  • জম্মু ও কাশ্মীর পুলিশের ডি জি ( কারাগার ) হেমন্ত কুমার লোহিয়াকে খুন করা হয়েছে। এই ঘটনায় তাঁর গৃহ সহায়ক ইয়াসের আহমদকে গ্রেপ্তার করা হয়েছে।
খেলা 
  • ইন্দোরে সিরিজের শেষ টি টোয়েন্টি ম্যাচে ভারত ৪৯ রানে পরাস্ত হল দক্ষিণ আফ্রিকার কাছে। সিরিজে অবশ্য ভারত ২-১ ব্যবধানে জয় লাভ করেছে।
  • মুমতাজ খানকে এবারের শ্রেষ্ঠ উদীয়মান খেলোয়াড়ের সম্মান জানালো ভারতের মহিলা হকির নিয়ামক সংস্থা ।  মহিলাদের জুনিয়র হকি বিশ্বকাপে ৬ ম্যাচে ৮ গোল করেছিলেন তিনি।
বিবিধ
  • ২০২২ সালে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেলেন তিন জন বিজ্ঞানী । তাঁরা হলেন ক্যালিফর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির অধ্যাপক জন ফ্রান্সিস ক্লাউসার, প্যারিসের ইকোল পলিটেকনিকের প্রফেসর অ্যালান আসপেক্ট এবং ভিয়েনা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী অ্যান্টন জ়াইলিঙ্গার। ওঁরা তিন জন সমান ভাবে ভাগ করে নেবেন এক কোটি সুইডিশ ক্রোনরের (প্রায় ১০ লক্ষ ডলারের) পুরস্কার। তাঁরা কোয়ান্টাম মেকানিক্সের গবেষক, বিশেষ করে ‘এন্ট্যাঙ্গলড্‌ পার্টিক্‌ল’ বিষয়ে তাঁদের গবেষণা।

কারেন্ট অ্যাফেয়ার্স ৩ অক্টোবর ২০২২