কারেন্ট অ্যাফেয়ার্স ২ অক্টোবর ২০২২

213
0
daily current affairs

আন্তর্জাতিক
  • বিশ্ব ফুটবলের ইতিহাসে সবথেকে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে গেল। ইন্দোনেশিয়ায় দুটি প্রতিদ্বন্দ্বী দলের মধ্যে খেলা চলার সময় এই ঘটনা ঘটেছে। পূর্ব জাভার মালং কানজুরুহান স্টেডিয়ামে এই দুর্ঘটনায় ১২৫ জনের প্রাণহানি হয়েছে। একসময় প্রচুর দর্শক মাঠে ঢুকে পড়েন। পুলিশের সঙ্গে তাদের খণ্ডযুদ্ধ শুরু হয়। দুজন পুলিশ কর্মী মারা যান। এরপরই পুলিশ কাঁদানে গ্যাস ছোঁড়ে। তখন পদপিষ্ট হয়ে এত জনের প্রাণহানি হয়। এর আগে পেরুতে  ১৯৬২ সালে  আর্জেন্টিনা ও পেরুর খেলা চলার সময় দাঙ্গায় ৩২৮ জন প্রাণ হারিয়েছিলেন।
  • মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লরিডায় ঘূর্ণিঝড়ের দাপটে প্রাণ গেল অন্তত ৪৪ জনের। এই ঝড়ের নাম দেওয়া হয়েছে ইয়ান।
জাতীয়
  • দেশে বিকল্প শক্তির অন্যতম পুরোধা তুলসি মাঝি (৬৪) প্রয়াত হলেন। তাঁকে বলা হয় হওয়া মানব বা উইন্ড ম্যান। তাঁর তৈরি করা সুজলন এনার্জি এখন ভারতের বৃহত্তম বায়ু বিদ্যুৎ সংস্থা।
  • পাঞ্জাব পুলিশের হাত থেকে পালিয়ে গেল কুখ্যাত অপরাধী দীপক টিনু। পাঞ্জাবি গানের শিল্পী সিধু মুসওয়ালা খুনে মূল অভিযুক্ত সে। আদালতে নিয়ে যাওয়ার পথে পালিয়ে যায় সে।

 

খেলা
  • গুয়াহাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি ম্যাচে ১৬ রানে জয়ী হল ভারত । একইসঙ্গে এই সিরিজেও ভারত জয়লাভ করল।
বিবিধ
  • মোহনদাস করমচাঁদ গান্ধির ১৫৩তম জন্মদিবস পালিত হল যথাযোগ্য মর্যাদায়। রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব  আন্তরিও গুতেরেস একটি বার্তায় গান্ধির অহিংস মতাদর্শ অনুসরণের কথা বললেন।

 

কারেন্ট অ্যাফেয়ার্স ১ অক্টোবর ২০২২