আফগানিস্তানের হেরাট প্রদেশে প্রবল ভূকম্পনে মৃতের সংখ্যা ২০০০ অতিক্রম করে গেল। মার্কিন জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী মোট ৭ বার জোরালো কম্পন অনুভূত হয়েছে। তালিবান সরকারের বিপর্যয় মোকাবিলা দপ্তরের মুখপাত্র জানিয়েছেন, এখনো পর্যন্ত ২০৫৩ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে, আহত হয়েছেন ৯৯৪০ জন। কার্যত ধূলিসাৎ হয়ে গিয়েছে ১২টি গ্রাম।
পশ্চিম এশিয়ায় ইজরায়েল ও প্যালেস্টাইনের মধ্যে সংঘর্ষে মৃতের সংখ্যা ১০০০ পেরিয়ে গেল। এর মধ্যে ইজরায়েলে প্রাণহানি হয়েছে ৭০০ জনের, অন্তত ৪০০ জন নিহত হয়েছেন প্যালেস্টাইনে। গত ৬ অক্টোবর ইহুদিদের পবিত্র দিবস সিমহাত টোরায় এই হামলা শুরু করে জঙ্গি গোষ্ঠী হামাস। তারা কুড়ি মিনিটের মধ্যে প্রায় পাঁচ হাজার রকেট ছোড়ে ইজরায়েলের অসামরিক এলাকায়। ঘটনার পর হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ইজরায়েল। এদিন বারটি ইজরায়েলি যুদ্ধবিমান গাজায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানীয়াহু বলেছেন, শত্রুদের চরম মূল্য দিতে হবে। তিনি হামাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সেনাবাহিনীকে যাবতীয় ছাড়পত্র দিয়েছেন। এদিকে হামাসের এই হামলাকে ‘কৌশলগত বিশাল জয়’ বলে ব্যাখ্যা করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লা আলি খামেইনি। ইরান প্যালেস্টাইনের পাশে দাঁড়ানোর ঘোষণা করেছে। এদিকে এই ঘটনার পর মিশরে একদল ইজরায়েলি পর্যটকের ওপর এলোপাতাড়ি গুলি চালায় মিশরের এক পুলিশ কর্মী। এই ঘটনায় দুজন ইজরায়েলি নাগরিকের মৃত্যু হয়েছে। এই সংঘর্ষ চলার সময় জেরুজালেমে তীর্থযাত্রায় গিয়ে আটকে পড়েছিলেন রাজ্যসভার সাংসদ, মেঘালয়ের অধিবাসী ওয়ানউইরয় খানলুকি এবং তার পরিবা।র এই ২৪ জনের দলটিকে ভারতীয় মিশন উদ্ধার করেছে।
জাতীয়
পালিত হল ৯১ তম ভারতীয় বায়ুসেনা দিবস। এই বিশেষ দিনে বায়ুসেনার নতুন পতাকার উদ্বোধন করলেন এয়ার চিফ অব স্টাফ এয়ার মার্শাল বিবেক রাম চৌধুরী। এদিন প্রয়াগরাজে ভারতীয় বায়ুসেনা দিবস উদযাপনের কুচকাওয়াজে একটি অভিনব ঘটনা ঘটলো। এদিন কুচকওয়াজে নেতৃত্ব দিলেন গ্রুপ ক্যাপ্টেন শালিজা ধামি। বায়ু সেনার ইতিহাসে এই প্রথম কোন মহিলা সেনা কর্মী কুচকাওয়াজে নেতৃত্ব দিলেন। প্রসঙ্গত ২০০৩ সালে হেলিকপ্টার চালক হিসাবে ভারতীয় বায়ুসেনা বাহিনীতে যোগ দিয়েছিলেন শালিজা।
ভারত সফরে এলেন তানজানিয়া রাষ্ট্রপতি সামিয়া সুলহু হাসান আট বছর পর তানজানিয়ার কোন রাষ্ট্রপতি ভারত সফরে এলেন।
খেলা
সমাপ্ত হলো ১৯ তম এশিয়ান গেমস। বর্ণাঢ্য সমাপ্তি অনুষ্ঠানে কুচকাওয়াজে ভারতের পতাকা বহন করলেন পি আর শ্রীজেশ। চিনের হ্যাং ঝাউতে আয়োজিত এই এশিয়ান গেমসে ভারত নিজেদের রেকর্ড সমৃদ্ধ করল। এবার ভারত পেল চতুর্থ স্থান এবং সব মিলিয়ে রেকর্ড ১০৭ টি পদক। ভারতের ৬৬০ জন প্রতিযোগী ৩৯ টি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ২২ টি ডিসিপ্লিন থেকে পদক জিতেছে ভারত। অ্যাথলেটিক্স থেকে এসেছে ২৯ টি পদক। ২০৩৬ সালে ভারতে অলিম্পিক প্রতিযোগিতার আয়োজন করার ইচ্ছা প্রকাশ করলেন ভারতীয় অলিম্পিক কমিটির সভাপতি পিটি ঊষা।
চেন্নাইয়ে বিশ্বকাপ ক্রিকেটের প্রথম ম্যাচে ভারত ছয় উইকেটে হারিয়ে দিল অস্ট্রেলিয়াকে। ম্যান অফ দ্য ম্যাচ হলেন কে এল রাহুল।
বিবিধ
নয়া দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সাইন্সেস বা এমসে স্পিরিচুয়াল মেডিসিন কেন্দ্র খোলার প্রস্তাব করলেন হাসপাতালের অধ্যক্ষ এম শ্রীনিবাস। এই জন্য তিনি একটি পাঁচ সদস্যের কমিটি গঠন করেছেন। এই কমিটি আলোচ্য বিভাগটি খোলার বাস্তবতা খতিয়ে দেখবে।।