এনটিপিসিতে ৪৯৫ ট্রেনি

493
0
NTPC Recruitment 2023

ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেডে (এনটিপিসি) ৪৯৫ শূন্যপদে ইঞ্জিনিয়ারিং এগজিকিউটিভ ট্রেনি নিয়োগ করা হবে। NTPC Recruitment 2023

শূন্যপদ: ইলেক্ট্রিক্যাল: ১২০ (অসংরক্ষিত ৫৬, ইডব্লুএস ৪, ওবিসি ৩২, তপশিলি জাতি ১৮, তপশিলি উপজাতি ১০)।

মেকানিক্যাল: ২০০ (অসংরক্ষিত ৮৭, ইডব্লুএস ১৯, ওবিসি ৫৯, তপশিলি জাতি ২২, তপশিলি উপজাতি ১৩)।

ইলেক্ট্রনিক্স/ ইনস্ট্রুমেন্টেশন: ৮০ (অসংরক্ষিত ৫৪, ইডব্লুএস ৪, ওবিসি ৯, তপশিলি জাতি ৫, তপশিলি উপজাতি ৮)।

সিভিল: ৩০ (অসংরক্ষিত ১৩, ইডব্লুএস ৩, ওবিসি ৮, তপশিলি জাতি ৪, তপশিলি উপজাতি ২)।

মাইনিং: ৬৫ (অসংরক্ষিত ২৭, ইডব্লুএস ৬, ওবিসি ১৮, তপশিলি জাতি ৯, তপশিলি উপজাতি ৫)।

বয়স: ২০ অক্টোবর ২০২৩ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ২৭ বছর। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

ভারত ইলেক্ট্রনিক্সে অফিসার নিয়োগ

যোগ্যতা: ন্যূনতম ৬৫ শতাংশ নম্বর নিয়ে পূর্ণ সময়ের ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি ব্যাচেলর ডিগ্রি। বৈধ গেট ২০২৩ স্কোর থাকতে হবে।

গেট পেপার কোড– ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং- ইই, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং- এমই, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং- ইসি, ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং- আইএন, সিভিল ইঞ্জিনিয়ারিং- সিই, মাইনিং- এমএন।

আবেদনের ফি: ৩০০ টাকা। ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি দেওয়া যাবে।

ডিভিসিতে ট্রেনি নিয়োগ

তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী, প্রাক্তন সেনাকর্মী ও মহিলা প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে না।

আবেদনের পদ্ধতি: www.ntpc.co.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ২০ অক্টোবর ২০২৩ তারিখ পর্যন্ত। NTPC Recruitment 2023

নোটিসটি দেখতে ক্লিক করুন