কারেন্ট অ্যাফেয়ার্স ৭ অক্টোবর ২০২৩

174
0
Current Affairs 7th October
Courtesy: NPR

আন্তর্জাতিক
  • বেশ কিছুদিন শান্ত পরিস্থিতি ছিল গাজা সীমান্তে। কিন্তু ৭ অক্টোবর একদিনের মধ্যে সেখানে অন্তত ৪০০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এদিন প্রথমে গাজা সীমান্তে প্যালেস্টাইনি সন্ত্রাসবাদী গোষ্ঠী হামাস হামলা চালায়। তারা কুড়ি মিনিটের মধ্যে অন্তত ৫০০০ ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে বলে জানা গেছে। ইজরায়েলের দাবি, সমুদ্রপথে এবং সড়ক পথেও অসংখ্য হামাস গোষ্ঠীর জঙ্গি তাদের ভূখন্ডে প্রবেশ করেছে। এই হামলার কথা স্বীকার করেছে হামাস। তারা জানিয়েছে এই অভিযানের নাম ‘অপারেশন অল আকসা ফ্লাড’। এর জবাব দিতে দেরি করেনি ইজরায়েলের সেনা। তারা ‘অপারেশন আয়রন সোর্ড’ নামে পাল্টা হামলা শুরু করে। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হামাসের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করলেন। ২০০৭ সালে হামাস  গোষ্ঠী প্যালেস্টাইনের গাজার দখল নেওয়ার পর থেকে এটাই সবথেকে বড় সংঘর্ষের ঘটনা গাজায়। এই সংঘর্ষে প্যালেস্টাইনের পাশে দাঁড়ানোর ঘোষণা করেছে ইরান । অন্যদিকে ফ্রান্স, জার্মানি, ব্রিটেন ও রাশিয়া এই সংঘর্ষের নিন্দা করেছে।
  • আফগানিস্তানে প্রবল ভূমিকম্পে প্রাণ হারালেন অন্তত একশো কুড়ি জন। পশ্চিম আফগানিস্তানের হিরাট শহরের ৪০ কিলোমিটার উত্তর পশ্চিমের একটি স্থান ছিল ভূমিকম্পের উৎকেন্দ্র। পরপর তিনবার তীব্র ভূমিকম্প হয়। এর মধ্যে রিখটার স্কেল অনুযায়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় কম্পনের তীব্রতা ছিল যথাক্রমে ৬.১, ৫.৬ ও ৬.২। এরপরেও বার বার কম্পনের খবর পাওয়া গেছে। এই কম্পনে প্রভূত ক্ষয়ক্ষতির হয়েছে বলে জানা গেছে।
  • প্রত্যাশিতভাবেই ইরানের কারাবন্দি মানবাধিকার কর্মী নার্গিস মহাম্মদির নোবেল শান্তি পুরস্কার পাওয়ার ঘোষণার তীব্র সমালোচনা করল ইরানের প্রশাসন। তাদের দাবি, এই পুরস্কার রাজনৈতিক পক্ষপাতদুষ্ট। ইরানের সংবাদ মাধ্যমেরও দাবি, এই পুরস্কার পাওয়ার যোগ্যতাই নেই নার্গিসের।
জাতীয়
  • দীর্ঘ প্রচেষ্টার পর মার্কিন যুক্তরাষ্ট্রের হিউস্টন শহরে মোহনদাস করমচাঁদ গান্ধির নামাঙ্কিত একটি সংগ্রহশালার উদ্বোধন হয়েছে। এটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে।
  • ২০২৪ সালের প্রস্তাবিত মহাকাশ অভিযানে জন্য প্রস্তাবিত গগনযান – এর ছবি প্রকাশ করলো ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। অন্যদিকে ইসরোর তরফে জানানো হয়েছে, চন্দ্রযান তিন এর ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রোজ্ঞান চিরঘুমে ঘুমিয়ে পড়েছে। গত ২৩ আগস্ট চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেছিল এই মহাকাশযান। টানা দুই সপ্তাহ তারা ইসরোর সঙ্গে যোগাযোগ রেখে ছবি ও তথ্য পাঠিয়েছে। এরপর চাঁদের ওই অংশে রাত নামলে তাদের ঘুমিয়ে পড়ানো হয়। এই সময় চাঁদের পৃষ্ঠের তাপমাত্রা নেমে যায় মাইনাস ২০০ ডিগ্রি সেলসিয়াসে।
খেলা
  • এশিয়ান গেমসে নিজেদের নতুন রেকর্ড তৈরি করলো ভারত। এদিন ভারত ছটি সোনা সহ বারোটি পদক জিতল। ফলে এখনই প্রতিযোগিতায় ভারতের পদক সংখ্যা বেড়ে হয়েছে ২৮টি সোনাসহ ১৬৭ টি পদক। এই প্রথম এশিয়ান গেমসে ভারত একশোর বেশি পদক জিতল। এতদিন পর্যন্ত ২০১৮ সালে ৭০ টি পদক ছিল ভারতের সর্বশ্রেষ্ঠ সাফল্য। ২৮ সোনা ৩৮ রুপো এবং ৪১ টি ব্রোঞ্জসহ ১০৭ টি পদক জিতে ভারত রয়েছে চতুর্থ স্থানে। ২০০ টি সোনা সহ ৩৮১ টি পদক জিতে শীর্ষস্থানে রয়েছে চিন। অন্যদিকে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে    যথাক্রমে জাপান এবং দক্ষিণ কোরিয়া। এদিন তিরন্দাজিতে মহিলাদের কম্পাউন্ড ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতলেন জ্যোতি সুরেখা ভেনাম। এই বিভাগের রূপো জিতলেন ভারতের অভিষেক ভার্মা। ছেলেদের কম্পাউন্ড ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতলেন ওজাস দেউতালে। জ্যোতি এবং ওজাসের এটি চলতি এশিয়ান গেমসে তৃতীয় সোনা। পুরুষদের কবাডিতে ভারত ইরানকে হারিয়ে সোনা জিতল, মহিলাদের কবাডিতে ভারত চাইনিজ তাইপেকে হারিয়ে সোনা জিতল। ব্যাডমিন্টনে ইতিহাস গড়লেন সাত্ত্বিক সাইরাজ রানকি রেড্ডি এবং চিরাগ শেট্টি জুটি। ব্যাডমিন্টনে পুরুষদের ডাবলসে তারাই সর্বপ্রথম দেশকে এশিয়ান গেমস থেকে সোনার পদক এনে দিলেন। মহিলাদের হকিতে ভারত জিতল ব্রোঞ্জ পদক। অন্যদিকে মহিলাদের মত ভারতের পুরুষ ক্রিকেট দলও এশিয়ান গেমসের আসর থেকে সোনার পদক জিতল। এদিন ফাইনালে ভারত হারিয়ে দিল আফগানিস্তানকে।
  • আইসিসি একদিনের ম্যাচে ক্রিকেট বিশ্বকাপের একটি ম্যাচেই উঠল সাড়ে সাতশ রান। এই ম্যাচে কোটলায় দক্ষিণ আফ্রিকা ১০২ রানে হারিয়ে দিল শ্রীলঙ্কাকে। এদিন প্রথমে ব্যাট করে ৪২৮ রান তোলে দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপে এটাই সর্বোচ্চ স্কোর তাদের। একই দলের তিনজন ব্যাটার শতরান করলেন। এটাও বিশ্বকাপে রেকর্ড। কুইন্টন ডি কক, আইডেন মার্করাম, রাসি ফন ডার ডুসেন করলেন যথাক্রমে ১০০, ১০৬ ও ১০৮ রান। বিশ্বকাপে ৪৭ বলে অর্ধ  শতরান  করে বিশ্বকাপে সবথেকে কম বলে অর্ধ  শত রানের রেকর্ড করলেন অন্যদিকে শ্রীলংকার সব থেকে বেশি , দশ ওভারে মোট ৯০ রান দিয়েছেন অন্য ম্যাচে বাংলাদেশ ৬ উইকেটে হারিয়ে দিল আফগানিস্তানকে।
বিবিধ
  • দেশে এক বছরে ৮ থেকে ১০ কোটি মানুষ ৫ জি প্রযুক্তির স্মার্টফোন ব্যবহার করছেন। আগামী তিন মাসের মধ্যে আরও তিন কোটি মানুষ এই প্রযুক্তির পরিষেবার আওতায় আসবেন। এই তথ্য জানালো টেলিকম পরিষেবা ক্ষেত্রে উপদেষ্টা সংস্থা এরিকসন।
  • করোনা ভাইরাসের বাড়াবাড়ির সময় চিনে পর্যটন ব্যবসা চরম ক্ষতির মুখে পড়েছিল। চলতি মরশুমে বেজিং প্রশাসন জানিয়েছে, এ বছর পর্যটন ক্ষেত্র থেকে আয় হয়েছে ১০৩০০ কোটি ডলার। এই অংক করোনার আগের সময়ের তুলনায় ১০৩ শতাংশ বেশি।