স্নাতক যোগ্যতায় রাজ্য পুলিশে সাব-ইনস্পেক্টর

808
0
WBP SI Recruitment 2024

ওয়েস্ট বেঙ্গল পুলিশে ৪৬৪ শূন্যপদে সাব-ইনস্পেক্টর (আনআর্মড/ আর্মড ব্র্যাঞ্চ) নিয়োগ করা হবে। WBP SI Recruitment 2024

প্রার্থী বাছাই করবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটেমন্ট বোর্ড।

বয়সঃ ১ জানুয়ারি ২০২৪ তারিখের হিসেবে বয়স হতে হবে ২০-৩০ বছরের মধ্যে।

সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

রাজ্য পুলিশে কনস্টেবল নিয়োগ

যোগ্যতাঃ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে যে কোনো শাখায় স্নাতক।

বাংলা লিখতে, পড়তে ও কথা বলতে জানতে হবে (দার্জিলিং এবং কালিম্পংয়ের বাসিন্দাদের ক্ষেত্রে বাংলা জানার বিষয়টি প্রযোজ্য নয়)।

প্রার্থী বাছাই পদ্ধতিঃ লেখা পরীক্ষা, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ফাইনাল কম্পাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা,

পার্সোন্যালিটি টেস্ট, মেডিক্যাল টেস্ট এবং নথিপত্র যাচাইয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

ভারতীয় রেলে টেকনিশিয়ান

আবেদনের ফিঃ ২৭০ টাকা (আবেদনের ফি ২৫০ টাকা+ প্রসেসিং ফি ২০ টাকা)।

পশ্চিমবঙ্গের তপশিলি জাতি/উপজাতি প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে না, শুধুমাত্র প্রসেসিং ফি বাবদ ২০ টাকা দিতে হবে।

ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি দেওয়া যাবে।

আবেদনের পদ্ধতিঃ https://prb.wb.gov.in অথবা www.wbpolice.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।

অনলাইন আবেদন করা যাবে ৭ এপ্রিল ২০২৪ তারিখ রাত ২৩.৫৯ মিনিট পর্যন্ত। WBP SI Recruitment 2024

নোটিসটি দেখতে ক্লিক করুন