ইউপিএসসির মাধ্যমে নার্সিং অফিসার নিয়োগ

255
0
UPSC Nursing Officer Recruitment

মিনিস্ট্রি অব লেবার অ্যান্ড এমপ্লয়মেন্টের অধীন এমপ্লয়িজ স্টেট ইনস্যুরেন্স কর্পোরেশনে ১৯৩০ শূন্যপদে নার্সিং অফিসার নিয়োগ করা হবে।

বিজ্ঞপ্তি নম্বরছ ৫২/২০২৪। প্রার্থী বাছাই করবে ইউনিয়ম পাবলিক সার্ভিস কমিশন।

শূন্যপদের বিন্যাসঃ অসংরক্ষিত ৮৯২, ইডব্লুএস ১৯৩, ওবিসি ৪৪৬, তপশিলি জাতি ২৩৫, তপশিলি উপজাতি ১৬৪।

স্নাতক যোগ্যতায় রাজ্যে সাব-ইনস্পেক্টর

যোগ্যতাঃ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে নার্সিংয়ে বিএসসি (অনার্স)

অথবা বিএসসি নার্সিংয়ে রেগুলার কোর্স অথবা পোস্ট বেসিক বিএসসি নার্সিং। স্টেট নার্সিং কাউন্সিলে নার্স হিসেবে নাম নথিভুক্ত থাকতে হবে।

বয়সঃ বয়স হতে হবে ১৮-৩০ বছরের মধ্যে।

সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

আবেদনের পদ্ধতিঃ https://www.upsconline.nic.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।

অনলাইন আবেদন করা যাবে ২৭ মার্চ ২০২৪ তারিখ সন্ধ্যা ৬টা পর্যন্ত।

নোটিসটি দেখতে ক্লিক করুন