Site icon জীবিকা দিশারী

কল্যাণী এইমসে সিনিয়র রেসিডেন্ট

aiims kalyani recruitment 2022

অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস কল্যাণীতে চুক্তির ভিত্তিতে ১১ জন সিনিয়র রেসিডেন্ট নিয়োগ করা হবে (aiims kalyani recruitment 2022)।

ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

যে সমস্ত দপ্তরে সিনিয়র রেসিডেন্ট নিয়োগ করা হবে সেগুলি হল- অ্যানেসথিসিয়া, ইএনটি, জেনারেল মেডিসিন,

জেনারেল সার্জারি, পেজিয়াট্রিক্স, ফার্মাকোলজি, অর্থোপেডিক্স, প্যাথলজি অ্যান্ড ল্যাব মেডিসিন, রেডিওলজি।

অধ্যাপনা ও ফেলোশিপের যোগ্যতা অর্জনের জন্য নেট-এর অনলাইন আবেদন শুরু

যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল ডিগ্রি বা সমতুল যোগ্যতার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বেতনক্রম: লেভেল ১১ অনুযায়ী ১৫৬০০-৩৯১০০ টাকা, সঙ্গে গ্রেড পে ৬৬০০ টাকা।

বয়সসীমা: ২ জুলাই ২০২২ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ৪৫ বছর, সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

প্রার্থী বাছাই পদ্ধতি: ওয়াক-ইন-ইন্টারভিউ এবং নথিপত্র যাচাইয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

আবেদনের ফি: ১০০০ টাকা। এনইএফটি-র মাধ্যমে আবেদনের ফি দিতে হবে। AIIMS Kalyani Internal Resources Account, Account No. 2691101012348, Canara Bank, IFSC Code- CNRB0002691, MICR Code: 700015047, Kalyani Branch.

তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে না।

আবেদনের ফি: https://forms.gle/PqiFY2yGHgEirVo36 পোর্টালে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ২০ জুলাই ২০২২ তারিখ সকাল ১০টা পর্যন্ত।

নার্সিং কলেজে প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের বিস্তারিত খবরটি দেখতে ক্লিক করুন

ইন্টারভিউয়ের তারিখ ও ঠিকানা: ইন্টারভিউ হবে ২৫ জুলাই ২০২২ তারিখ। রিপোর্টিং টাইম সকাল ৯.৩০ মিনিট (aiims kalyani recruitment 2022)।

ইন্টারভিউ কেন্দ্রের ঠিকানা: Administrative Building, 1st, Floor, Committee Room of AIIMS, Kalyani, Pin- 741245.

 

নোটিসটি দেখতে ক্লিক করুন

 

 

 

Exit mobile version