অধ্যাপনা ও ফেলোশিপের যোগ্যতা অর্জনের জন্য নেট-এর অনলাইন আবেদন শুরু

1843
0
UGC NET June 2024 Registration

কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ ও ইউজিসি নেট-এর জুন ২০২২ পরীক্ষার জন্য অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে (csir ugc net june 2022)।

আবেদন করা যাবে ১০ আগস্ট ২০২২ তারিখ বিকাল ৫টা পর্যন্ত।

এই পরীক্ষার মাধ্যমে দেশের সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ও জুনিয়র রিসার্চ ফেলোশিপের জন্য আবেদন করার যোগ্যতা নির্ধারিত হয়।

শুধুমাত্র অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের জন্য কিংবা একই সঙ্গে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ও জুনিয়র রিসার্চ ফেলোশিপের জন্য এই পরীক্ষা দিতে পারেন। কিসের জন্য পরীক্ষা দিতে চান তা দরখাস্তে জানাতে হবে।

প্রথম ক্ষেত্রে পরীক্ষায় সফল হলে সংশ্লিষ্ট বিষয়ে শুধুমাত্র অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের জন্য কোথাও আবেদন করতে পারবেন,

দ্বিতীয় ক্ষেত্রে কোনো কলেজ-বিশ্ববিদ্যালয়ে একই বা সম্পৃক্ত বিষয়ে গবেষণা বা পিএইচডি/এমফিলের সুযোগ পেলে ৩ বছরের জন্য

(ইউজিসির ফল বেরোনোর পর বা গবেষণায় যোগ দেওয়ার সময় থেকে) ইউজিসির ফেলোশিপ পাবেন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের জন্যও তাঁরা আবেদন করতে পারবেন।

নেট আবশ্যিক নয় কাদের: ২০০৯ সালের ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন (মিনিমাম স্ট্যান্ডার্ডস অ্যান্ড প্রসিডিওর ফর দ্য অ্যাওয়ার্ড অব দ্য

পিএইচডি ডিগ্রি) রেগুলেশন অনুযায়ী পিএইচডি পেয়েছেন তাঁদের কোথাও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে আবেদনের জন্য নেট/ স্লেট/ সেট দেওয়া বাধ্যতামূলক নয়।

যাঁরা ১৯৮৯-এর আগেই ইউজিসি / সিএসআইআর জেআরএফ পরীক্ষা পাশ করেছেন তাঁদেরও এই পরীক্ষা দেওয়ার দরকার নেই।

২০০২-এর ১ জুন-এর আগেই ইউজিসির অ্যাক্রেডিটেড সেট পরীক্ষায় সফল হয়েছেন তাঁরাও অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের পদের জন্য সারা দেশের যে-কোনো জায়গায় আবেদন করতে পারেন নেট না দিয়েও।

ওই তারিখের পরে সেট পাশ হলে শুধু সেই রাজ্যের কোনো কলেজ-বিশ্ববিদ্যালয়ে আবেদন করা যাবে, অন্য রাজ্যে করতে হলে নেট সফল হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে এমএসসি বা সমতুল ডিগ্রি/ ইন্টিগ্রেটেড বিএস-এমএস/ বিএস-৪ বছরের/ বিই/ বিটেক/ বি ফার্মা/ এমবিবিএস।

তপশিলি জাতি/ উপজাতি, ওবিসি, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে ৫০ শতাংশ নম্বর থাকলে আবেদন করতে পারবেন।

বয়সসীমা: ১ জুলাই ২০২১ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ২৮ বছর, সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

রেলে গ্রুপ ডি নিয়োগ পরীক্ষার তারিখ

আবেদনের ফি: ফি বাবদ দিতে হবে ১০০০ টাকা। ওবিসি (নন-ক্রিমি লেয়ার) ও অর্থনৈতিক ভাবে দুর্বল সম্প্রদায়ের (ইডব্লুএস) ক্ষেত্রে ৫০০ টাকা

এবং তপশিলি জাতি, তপশিলি উপজাতি ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে ২৫০ টাকা।

শারীরিক প্রতিবন্ধী প্রার্থঈএধর আএভধএ্রর ফি দিতে হবে না। ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ নেট ব্যাঙ্কিং/ ইউপিআইয়ের মাধ্যমে

বা ডাউনলোড করা ই-চালানের মাধ্যমে এসবিআই-এর যে-কোনো শাখায় ক্যাশ ডিপোজিট হিসাবে ফি দেওয়া যাবে।

আবেদনের পদ্ধতি: www.ntanet.nic.in এবং www.ugcnet.nta.nic.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।

পরীক্ষা কেন্দ্রের তালিকা ও কোড, সাবজেক্ট কোড, রাজ্য কোড, সেন্টার কোড এবং মিডিয়াম কোড ইত্যাদি পাবেন উপরোক্ত ওয়েবসাইটে।

আবেদন করা যাবে ১০ আগস্ট ২০২২ তারিখ বিকাল ৫টা পর্যন্ত। অন্যান্য প্রাসঙ্গিক বিষয় উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে (csir ugc net june 2022)।

অনলাইন আবেদন করতে ক্লিক করুন

 

 

নোটিসটি দেখতে ক্লিক করুন