কারেন্ট অ্যাফেয়ার্স ৭ নভেম্বর ২০২১

438
0
Current Affairs 18th March

আন্তর্জাতিক
  • ব্রাজিলের সর্বোচ্চ সম্মান ত্যাগ করার সিদ্ধান্ত জানালেন সেদেশের ২১ জন বিজ্ঞানী। গত সপ্তাহেই ২৫ জন কৃতী বিজ্ঞানী ও জাতীয় ব্যক্তিত্বকে `ন্যাশনাল অর্ডার অব সায়েন্টিফিক মেরিট’ খেতাব দেওয়ার ঘোষণা করা হয়েছিল। রাষ্ট্রপতি জাইর বোলসোনারোর অপছন্দের ২ জন বিজ্ঞানীর নাম সেখান থেকে পাদ পড়ে। প্রতিবাদে খোলা চিঠি দিয়ে পুরস্কার না নেওয়ার কথা জানালেন ওই ২১ জন বিজ্ঞানী।
  • ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল কাদিমির সরকারি বাসভবনে ড্রোন বিস্ফোরণের চক্রান্ত বানচাল করে দিল সেদেশের সেনাবাহিনী।
জাতীয়
  • শ্রীনগর বিমানবন্দরকে `মেজর এয়ারপোর্ট’ এর স্বীকৃতি দিল কেন্দ্রীয় সরকার। ২০০৫ সালে এটি আন্তর্জাতিক বিমানবন্দরের স্বীকৃতি পেয়েছিল।
  • মেঘালয়ের পশ্চিম খাসি হিল জেলার মইরাং মহকুমা নতুন জেলা হিসাবে স্বীকৃতি পেল। এটি হল মেঘালয়ের দ্বাদশ জেলা।
  • প্রতি লিটার পেট্রোল ও ডিজেলে যথাক্রমে ১০ ও ৫ টাকা করে ভ্যাট কমাল পাঞ্জাব সরকার। বিজেপি শাসিত রাজ্যগুলি আগেই পেট্রোপণ্যে ভ্যাট কমিয়েছিল। অ-বিজেপি শাসিত রাজ্যগুলির মধ্যে পাঞ্জাবই প্রথম পেট্রোপণ্যের ওপর যুক্তমূল্য কর হ্রাস করল।

 

খেলা
  • টি টোয়েন্টি ক্রিকেটে পাকিস্তান ৭২ রানে পরাস্ত করল স্কটল্যাণ্ডকে। টি টোয়েন্টি ক্রিকেটে এক ক্যালেন্ডার বছরে সবথেকে বেশি রান (১৬৬৬) করার রেকর্ড করলেন পাকিস্তানের মহম্মদ রিজওয়ান। অন্য ম্যাচে নিউজিল্যান্ড ৮ উইকেটে পরাস্ত করল আফগানিস্তানকে। ফলে সেমিফাইনালে পৌঁছনোর কোনও আশা থাকল না ভারতের।
বিবিধ
  • বিশ্বের সবথেকে বড় নৌবহর রয়েছে চিনের। ৩৫৫ টি রনতরি ও ডুবোজাহাজ রয়েছে তাদের। এই তথ্য প্রকাশ করল পেন্টাগন।

৬ নভেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে ক্লিক করুন