কারেন্ট অ্যাফেয়ার্স ৩১ জানুয়ারি ২০২১

682
0

আন্তর্জাতিক
  • এতদিন করোনা ভাইরাস ঠেকাতে লক ডাউন করার পথ নিত বিভিন্ন দেশের প্রশাসন। এবার তা নেওয়া হল রাজনৈতিক কারণে। বিরোধী নেতা আলেক্সেই নাভালনির মুক্তির দাবিতে সপ্তাহান্তের বিক্ষোভ ঠেকাতে মস্কো সহ বিভিন্ন শহরে লক ডাউন ঘোষণা করে রাশিয়ার প্রশাসন।এর পরও অবশ্য বিভিন্ন স্থানে বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। নাভালনির ভাই ও আইনজীবীকেও গ্রেপ্তার করেছে পুলিশ।
  • চিনের উহানে `হুনান সি ফুড মার্কেট’, এ বিষয়ে তদন্ত চালালেন বিশ্ব স্বাস্থ সংস্থা `হু’এর বিশেষজ্ঞরা। তবে সেখানে সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হয়নি। এরই মধ্যে বিশ্বে ১০,৩৩,৩০,১৩১ জন করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন। প্রাণহানি হয়েছে ১২,৩৩,৩৯১ জনের। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রাণহানির সংখ্যা ৪ লক্ষাধিক।

 

জাতীয়
  • টিকাকরণে ভারত দ্রুততম বলে `মন কি বাত’ অনুষ্ঠানে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বললেন, ভারতে ১৫ দিনে ৩০ লক্ষাধিক টিকাকরণ হয়েছে, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র ১৮ দিনে ও ব্রিটেন ৩৬ দিন এই লক্ষ্যপূরণ করেছে. ভারতে করোনা ভাইরাসে সক্রিয় রোগীর সংখ্যা ১,৬৮,৭৮৪। মোট সংক্রমিত হয়েছেন ১,০৭,৪৪,১৮৩ জন।
  • স্ত্রী যদি স্বামীকে খুন করে থাকেন তাও স্বামীর চাকরির সূত্রে পাওয়া পারিবারিক পেনশন স্ত্রী ভোগ করতে পারবেন বলে রায় দিল পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট। আম্বালার জনৈক বলজিত কৌরের আবেদনের ভিত্তিতে এই রায় দেওয়া হল।

 

বিবিধ
  • জানুয়ারি মাসে জিএসটি সংগ্রহ ১ লক্ষ ১৯ হাজার ৮৪৭ কোটি টাকারও বেশি হয়েছে বলে জানানো হল। এটি বিগত বছরের জানুয়ারি মাসের থেকে ৮ শতাংশ বেশি। প্রসঙ্গত, গত চার মাস ধরেই জিএসটি সংগ্রহ হচ্ছে ১ লক্ষ কোটি টাকার বেশি।
  • রাষ্ট্রসঙ্ঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের নীতি পরামর্শদাতা হিসাবে নিয়োগ করা হল মোহিনী চট্টোপাধ্যায়কে। মোহিনীর বাবা বাঁকুড়ার সোনামুখী থেকে ১৯৭৮ সাল শিশু মোহিনীকে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছিলেন।

খেলা
  • সৈয়দ মুস্তাক আলি ট্রফি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল তামিলনাড়ু। এদিন ফাইনালে ভারত ৭ উইকেটে  হারিয়ে দিল বরোদাকে। তামিলনাড়ুর হয়ে ৪ ওভারে ২০ রান দিয়ে ৪ উইকেট নিলেন সিদ্ধার্থ  মণিমরণ।
  • কোপা লিবার্তোদোরেস প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল পালমেইরাস। এদিন ফাইনালে তারা ১-০ গোলে পরাস্ত করল স্যান্টোসকে।
  • আইএসএলে এটিকে মোহনবাগান ৩-২ গোলে হারাল কেরল ব্লাস্টার্সকে। ম্যাচের ৫১ মিনিট পর্যন্ত ০-২ গোলে পিছিয়ে ছিল মোহনবাগান। জোড়া গোল করলেন জয় কৃষ্ণ। অন্য ম্যাচে হায়দরাবাদ এফসি ২-০ গোলে হারাল চেন্নাইয়িন এফসি-কে।

আমাদের টেলিগ্রাম চ্যানেল ক্লিক করুন

লাইভ টিভি দেখুন: https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল