কারেন্ট অ্যাফেয়ার্স ২৭ ফেব্রুয়ারি ২০২১

501
0
Sports
Courtesy: Sportstar

আন্তর্জাতিক
  • মার্কিন যুক্তরাষ্ট্রে সাংবাদিক হিসাবে কর্মরত খাশোগির হত্যাকাণ্ড সৌদির যুবরাজ মহম্মদ সলমনের নির্দেশে হয়েছে বলে দাবি করল মার্কিন গোয়েন্দা বিভাগ। এই খুনের সঙ্গে যুক্ত ৭৬  জন কর্তাব্যক্তি ও তাঁদের পরিবারের সদস্যদের ওপর ভিসা নিষেধাজ্ঞা জারি করল মার্কিন প্রশাসন। ২০১৮ সালের অক্টোবর মাসে তুরস্কের ইস্তানবুলে সৌদির দূতাবাসে প্রবেশের পরেই খুন হন খাশোগি। মিত্র দেশের বিরুদ্ধে মুখ খোলেননি তখনকার মার্কিন রাষ্ট্রপতি ডোনা্ল্ড ট্রাম্প। জো বাইডেন অবশ্য প্রচারপর্ব থেকেই বিষয়টি নিয়ে সরব হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন।

জাতীয়
  • ভারতীয় রেলে এতদিন বিভিন্ন পরিষেবার আলাদা হেল্প লাইন ছিল এবার একটিই সুসংহত হেল্প লাইন নম্বর (১৩৯) চালুর কথা জানাল ভারতীয় রেল কর্তৃপক্ষ।
  • করোনা প্রতিষেধক সংক্রান্ত নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় সরকার। বেসরকারি হাসপাতালগুলি সর্বোচ্চ ২৫০ টাকা নিতে পারবে প্রতি ডোজের জন্য। বর্তমানে মহারাষ্ট্র, কেরল, কর্নাটক, পাঞ্জাব, তামিলনাড়ু ও গুজরাটে সংক্রমণ বৃদ্ধি নিয়ে উদ্বেগ রয়েছে।

বিবিধ
  • বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হিসেবে চূড়ান্ত স্বীকৃতি জানাল রাষ্ট্র সঙ্ঘ। এতদিন তা ছিল স্বল্পোন্নত বা লিস্ট ডেভেলপড কান্ট্রিজের তালিকায়। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতেই তারা এই সাফল্যে উত্তীর্ণ হল। উন্নয়নশীল দেশ হয়ে ওঠার অন্যতম শর্ত দেশের মাথাপিছু আয় হতে হবে ১২৩০ ডলার যা ভারতীয়  যা বাংলাদেশে ২০২০ সালে ছিল ১৮২৭ ডলার। মানব সম্পদ সূচকের নির্ধারিত মান ৬৬, যা বাংলাদেশে ৭৫.৪। ২০০৮-০৯ সালেও বাংলাদেশের জিডিপি ছিল ১০৩.৫ বিলিয়ন ডলার যা ২০১৯-২০ সালে হয়েছে ৩৩০.২ বিলিয়ন ডলার। ঢাকায় এক ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে এই তথ্য জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

খেলা
  • আইএসএলে ওড়িশা এফসি ৬-৫ গোল হারাল এসসি ইস্টবেঙ্গলকে। লিগ টেবলে নবম স্থানে থেকে প্রতিযোগিতা শেষ করল ইস্টবেঙ্গল। শতবর্ষ প্রাচীন ইস্টবেঙ্গল এর আগে মাত্র দুবার এত গোল হজম করেছিল। ১৯৬১ সালে রোভার্স কাপে সেন্ট্রাল পুলিশ লাইন হায়দরাবাদ ৬-১ গোলে হারিয়েছিল ইস্টবেঙ্গলকে। ১৯২৮ সালে কলকাতা লিগে ডালহৌসি ৭-১ গোলে হারিয়েছিল তাদের।
  • স্ট্রান্দিয়া বক্সিং মিট থেকে রুপো জিতলেন ভারতের দীপক কুমার। এর আগে ব্রোঞ্জ জিতেছিলেন নীবন বুরা।