কারেন্ট অ্যাফেয়ার্স ১৪ জানুয়ারি ২০২৪

169
0
Current Affairs 25th March

আন্তর্জাতিক
  • ইয়েমেনে হুথি জঙ্গিদের ২৮টি ঘাঁটি ধ্বংস করা হয়েছে বলে দাবি করল ব্রিটিশ ও মার্কিন যৌথ সেনাবাহিনী। লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজগুলির উপর বারবার হামলা চালিয়েছিল হুথি জঙ্গিরা। তা প্রতিরোধ করতে যৌথ বাহিনী এই হামলা চালায়। এবার হুথি জঙ্গিরা মার্কিন যুক্তরাষ্ট্রকে জবাব দেওয়ার হুমকি দিল।
  • গাজায় হামাস ও ইজরায়েলের যুদ্ধ ১০০ দিন পেরিয়ে গেছে। এদিন যুদ্ধের প্রতিবাদে এবং গাজায় ইজরায়েলের হামলা বন্ধের দাবিতে জাপান, থাইল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ইতালি, গ্রিস, ব্রিটেন, মালয়েশিয়া প্রভৃতি দেশে সাধারণ মানুষ মিছিলে হাঁটেন।
  • পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই তাদের নির্ধারিত প্রতীক ‘ব্যাট’ ব্যবহার করতে পারবে না। এই নির্দেশ দিয়েছে পাকিস্তানের নির্বাচন কমিশন।
জাতীয়
  • রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী আসনের জন্য দীর্ঘদিন দাবি জানিয়ে আসছে ভারত। এবার সেই দাবিকে সমর্থন করল বেলজিয়াম। বেলজিয়ামের প্রাক্তন প্রধানমন্ত্রী ইভিউস লেটারমে বলেছেন, একবিংশ শতকের বাস্তবতা মানতে হলে ব্রাজিল এবং ভারত উভয় দেশকেই নিরাপত্তা পরিষদে স্থায়ী আসনে দিতে হবে।
  • আরো অবনতি হলো ভারত ও মলদ্বীপের মধ্যে সম্পর্কের। আগামী ১৫ মার্চের মধ্যে মলদ্বীপ থেকে ভারতকে সেনা সরিয়ে নেওয়ার কথা বললেন সেখানকার নতুন রাষ্ট্রপতি মহম্মদ মুই। চিন সফর সেরে নিজের দেশে ফিরেই তিনি কঠোর বক্তব্য পেশ করেছেন ভারতের বিরুদ্ধে।
খেলা
  • আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি ক্রিকেট সিরিজে ২-০ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করলো ভারত। এদিন ইন্দোরের হোলকার স্টেডিয়ামে ভারত ৬ উইকেটে হারিয়ে দিল আফগানিস্তানকে। ভারতের অধিনায়ক রোহিত শর্মা ১৫০তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেললেন। এই প্রথম কোন ক্রিকেটার ১৫০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলার নজির স্থাপন করলেন।
  • সুপার কাপে জয় পেল কলকাতার দুই প্রধান। এদিন ইস্টবেঙ্গল ২-১ গোলে হারিয়ে দিল ডেকান এফসিকে, অন্য ম্যাচে মোহনবাগান ২-১ ব্যবধানে হারিয়ে দিল হায়দরাবাদ এফসিকে। প্রসঙ্গত, হায়দরাবাদের ১১ জনই ভারতীয় ফুটবলার। তাদের খেলা মানুষের মন জয় করেছে। ইস্টবেঙ্গলের বিরুদ্ধেও তারা চমৎকার ফুটবল খেলেও পরাজিত হয়েছিল।
বিবিধ
  • আইসল্যান্ডের দক্ষিণ দিকে অবস্থিত রেকিয়াজানেস উপদ্বীপে অবস্থিত একটি আগ্নেয়গিরিতে শুরু হল প্রবল অগ্নুৎপাত। এর ফলে গ্রিন্ডাভিক শহরের বাসিন্দাদের দূরে সরিয়ে দেওয়া হল। এই শহর থেকে ৫০ মিটারের মধ্যে পৌঁছে গেছে লাভা স্রোত।
  • উত্তরপ্রদেশের প্রতাপগড়ে প্রতীক সিনহা নামে এক ব্যক্তির জমিতে বুলডোজার চালানো হয়েছিল। একটি সংবাদপত্র তাঁকে জমি মাফিয়া বলে সংবাদ প্রকাশ করে। এর প্রতিবাদে মানহানির মামলা করেছেন প্রতীক। এবার তিনি দুপুরে দুঘন্টা সংবাদপত্র দপ্তরের বাইরে মাইক নিয়ে বার্তা সম্পাদকের বিরুদ্ধে অপমানকর বক্তব্য পেশের জন্য নাগরিক প্রশাসনের কাছে অনুমতি চাইলেন।