কারেন্ট অ্যাফেয়ার্স ১৫ এপ্রিল ২০২৪

186
0
Current Affairs 15th April

আন্তর্জাতিক
  • ইজরায়েলে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার প্রতিবাদে রাষ্ট্রসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের কাছে অভিযোগ জানাল ইজরায়েল। তাদের দেশে এই হামলার সময় প্রযুক্তিগত ও সামরিকগত দিক থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। তবে এই দেশগুলিও চাইছে না যে, একটি হামলার বিরোধিতা করে পুনরায় ইজরায়েলও সামরিক হামলার পথে হাঁটুক। প্রসঙ্গত, দামাস্কাসে ইরানের দূতাবাসে ইজরায়েলের ক্ষেপণাস্ত্র হানার বদলা নিতেই সেখানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান।
  • গত ২৬ মার্চ রাতে মার্কিন যুক্তরাষ্ট্রের বাল্টিমোরের ফ্রান্সিস স্কট কি ব্রিজে এম ভি দালি ধাক্কা মেরেছিল। এই ঘটনায় জাহাজের তরফে কোন ত্রুটি ছিল কিনা তা জানতে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই তদন্ত শুরু করল।
জাতীয়
  • হরমুজ প্রণালীতে ইজরায়েলের একটি জাহাজ আটক করেছে ইরান। ওই জাহাজে মোট ২৫ জন কর্মীর মধ্যে ১৭ জন ভারতীয়। তাদের মধ্যে একজন মহিলাও রয়েছেন। তাদের সকলকেই আটক করা হয়েছে। তবে এই কর্মীদের সঙ্গে ভারতের প্রতিনিধিদের দেখা করতে দেওয়া হবে বলে ইরান জানিয়েছে। বিষয়টি নিয়ে দৌত্য চালাচ্ছেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শংকর। তিনি ইরান এবং ইজরায়েল, দুই দেশের বিদেশ মন্ত্রীর সঙ্গেই এদিন ফোনে কথা বলেছেন। তিনি মনে করিয়ে দিয়েছেন, পশ্চিম এশিয়া অত্যন্ত স্পর্শকাতর একটি অঞ্চল, সেখানে এক কোটির বেশি ভারতীয় নাগরিক বসবাস করেন।
  • তামিলনাড়ুর নীলগিরিতে আর্টস অ্যান্ড সায়েন্স কলেজের মাঠে রাহুল গান্ধির হেলিকপ্টারে তল্লাশি চালালেন নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়ার্ডের আধিকারিকরা। মহীশূর থেকে কেরলে প্রচার কর্মসূচিতে যাচ্ছিলেন রাহুল গান্ধি।
  • মুম্বইয়ের বান্দ্রায় সলমান খানের বাড়ি গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় দুই কুখ্যাত দুষ্কৃতিকে গ্রেপ্তার করল মুম্বই পুলিশ।
খেলা
  • আই এস এল প্রতিযোগিতায় লিগ পর্বের শেষ ম্যাচে মোহনবাগান ২-১ গোলে হারিয়ে দিল মুম্বই সিটিকে। ২২ ম্যাচে তাদের সংগ্রহ ৪৮ পয়েন্ট। যার ফলে লিগ পর্বে পয়েন্টের বিচারে শীর্ষস্থানে পৌঁছে গেল তারা। আর তার ফলে লিগ শিল্ড জিতল মোহনবাগান। এই প্রথমবার লিগ শিল্ড মোহনবাগান। এর আগে তারা আই এস এল চ্যাম্পিয়ন হলেও লিগ শিল্ড জেতেনি। এ বছর ডুরান্ড কাপের পর এটি মোহনবাগানের দ্বিতীয় ট্রফি।
বিবিধ
  • ২০২২ সালের ১২ আগস্ট নিউইয়র্কে একটি প্রেক্ষাগৃহে বিশ্ব বিখ্যাত উপন্যাসিক সলমান রুশদিকে ১২ বার ছুরির আঘাত করেছিল এক যুবক। তার নাম হাদি মাতার। এদিন সেই ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিলেন রুশদি স্বয়ং। প্রসঙ্গত, চলতি মাসেই প্রকাশিত হবে তাঁর নতুন উপন্যাস ‘নাইফ’। রুশদিকে যারা প্রাণে রক্ষা করেছেন তাদেরকেই এই বইটি উৎসর্গ করেছেন তিনি।