কারেন্ট অ্যাফেয়ার্স ২৩ এপ্রিল ২০২৪

145
0
Current Affairs 23rd April

আন্তর্জাতিক
  • মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহ্যাটনে জেলা আদালতে বিচার শুরু হল প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের। ২০১৬ সালের মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনের আগে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলকে এক লক্ষ তিরিশ হাজার ডলার ঘুষ দিয়ে মুখ বন্ধ রাখার চেষ্টা করেছিলেন, এই অভিযোগ উঠেছে ট্রাম্পের বিরুদ্ধে। প্রসঙ্গত, এই প্রথম কোন প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারি মামলার শুনানি শুরু হল।
  • সলিডারিটি ওয়াকআউট এ অংশ নিলো মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। এই পদযাত্রায় তারা সরব হল প্যালেস্টাইনের সমর্থনে এবং ইজরায়েলের বিরুদ্ধে। কিছু কিছু ক্ষেত্রে বিক্ষোভ এবং অনশন আন্দোলন শুরু হয়েছে। প্রসঙ্গত, গাজায় নির্বিচার গণহত্যায় ইজরায়েলের ভূমিকাকে প্রথম থেকেই সমর্থন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তারা বিপুল অর্থ সহায়তাও দিচ্ছে ইজরায়েলকে।
  • পুনরায় ভূমিকম্প অনুভূত হল তাইওয়ানে। রিখটার l স্কেল অনুসারে এই কম্পনের তীব্রতা ছিল ৬.১। এ মাসের শুরুতেই বড় ভূমিকম্পে কেঁপে উঠেছিল তাই ওয়ানের হুয়ালিয়েন প্রদেশ।
জাতীয়
  • ২০২৩ সালে মে মাসে মণিপুরে গোষ্ঠী সংঘর্ষে অন্তত ১৭৫ জন নিহত হয়েছিলেন। ঘরছাড়া হয়েছিলেন অন্তত ষাট হাজার মানুষ। সেই ঘটনায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তোলা হল মার্কিন যুক্তরাষ্ট্রের একটি রিপোর্টে।
  • চলতি লোকসভা নির্বাচনে প্রার্থীদের মধ্যে সবথেকে ধনী কে? এখনো পর্যন্ত যে সকল প্রার্থী মনোনয়নপত্র পেশ করেছেন তাঁদের মধ্যে সবথেকে ধনী হলেন তেলেগু দেশম পার্টির প্রার্থী প্রেম্মাসানি চন্দ্রশেখর। তাঁর সম্পত্তির পরিমাণ ৫৭৮৫ কোটি টাকা।
  • পুনরায় সুপ্রিমকোর্ট থেকে কড়া ভর্ৎসনা শুনতে হল পতঞ্জলি সংস্থাকে। তারা বিভ্রান্তিকর বিজ্ঞাপন দেওয়ার সময় বিশাল বড় করে বিজ্ঞাপন দিয়েছিল, কিন্তু তার ভুল শোধন হয়েছে সংক্ষিপ্ত আকারে। এই বিষয়ের কড়া সমালোচনা করে সুপ্রিম কোর্ট।
খেলা
  • আইএসএল প্রতিযোগিতার সেমিফাইনালের প্রথম পর্বে ওড়িশা এফসি ২-১ গোলে হারিয়ে দিল মোহনবাগানকে। এদিন খেলা শুরুর তিন মিনিটের মধ্যেই গল্পে এগিয়ে গিয়েছিল মোহনবাগান। কিন্তু সেই সুবিধা তারা ধরে রাখতে পারেনি। এরপর তাদের পুনরায় মুখোমুখি হতে হবে ওড়িশা এফসির।
বিবিধ
  • ইতিহাস তৈরি হল আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে। এদিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের চেয়ারে বসলেন নাইমা খাতুন। বিশ্ববিদ্যালয়ের ১২৩ বছরের ইতিহাসে এই প্রথম কোন মহিলা উপাচার্য হলেন সেখানে । ১৯২০ সালে এই বিশ্ববিদ্যালয়ের আচার্য হয়েছিলেন বেগম সুলতান জাহান।
  • বিমান যাত্রায় ১২ বছর বা তার কমবয়সী শিশুদের বাবা বা মা  বা কোনোও অভিভাবকের সঙ্গে আসন দিতে হবে বলে একটি নির্দেশিকা জারি করল ডিজিসিএ।