কারেন্ট অ্যাফেয়ার্স ১৬ অক্টোবর ২০২১

444
0
Current Affairs 26th January

আন্তর্জাতিক
  • বাংলাদেশে ১২টি জেলায় মৌলবাদীদের তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে হল ৬। ঘটনার ষড়যন্ত্রকারী ও দুষ্কৃতীদের কঠোর শাস্তি দেওয়া হবে বলে আশ্বাস দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
  • তালিবান গোষ্ঠীর প্রধান নেতা হিবাতুল্লা আখুন্দজাদা অন্তত এক বছর আগেই নিহত হয়েছেন বলে জানিয়েছে তালিবান নেতৃবৃন্দ। ২০১৬ সাল থেকে তালিবানের শীর্ষ পদে ছিলেন তিনি। গতবছর পাকিস্তানে আত্মঘাতী বিস্ফোরণে তিনি নিহত হয়েছেন বলে জানালো তালিবানেরই একটি সূত্র।
  • ব্রিটেনে কনজারভেটিভ সাংসদ ডেভিড অ্যামেসের খুনের ঘটনার তদন্ত শুরু করল স্কটল্যান্ড ইয়ার্ড।

 

জাতীয়
  • ক্ষুধা সূচকের মৃল্যায়ন `অবৈজ্ঞানিক’ ও `বাস্তব তথ্যের ওপর নিভর্রশীল’ নয় বলে মন্তব্য করল কেন্দ্রীয় সরকার। প্রসঙ্গত, `২০২১ গ্লোবাল হাঙ্গার ইনডেক্স’ প্রকাশিত হওয়ার পর দেখা গেছে ১১৬ দেশের মধ্যে ভারতের ক্রম ১০১। গত বছর তা ছিল ৯৪। এবছর ভারত পাকিস্তান, বাংলাদেশ, নেপালের থেকেও পিছনে রয়েছে ভারতের ক্রম। প্রসঙ্গত, `কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড’ ও `ওয়েস্ট হাঙ্গার হিলফ’ সংস্থা এই সূচক প্রকাশ করে।

 

বিবিধ
  • ওয়াশিংটন ডিসি-তে বিশ্ব ব্যাঙ্কের সদর দপ্তরে সংস্থার প্রেসিডেন্ট ডেভিড মালপাসের সঙ্গে বৈঠক করলেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

 

খেলা
  • সাফকাপে চ্যাম্পিয়ন হল ভারত। এই নিয়ে অষ্টমবার। মালদ্বীপের মাঠে এদিন ফাইনালে ভারত ৩-০ গোলে ভারত পরাস্ত করল নেপালকে। ভারতের অধিনায়ক সুনীল ছেত্রীর এটি তৃতীয় সাফ খেতাব। দেশের হয়ে তাঁর গোল সংখ্যা হল ৮০।
  • মাত্র ২৯ বছর বয়সে প্রয়াত হলেন প্রতিশ্রুতিময় ক্রিকেটার অভি বারোত। তিনি অনূর্দ্ধ ১৯ জাতীয় দলের অধিনায়ক ছিলেন।