কারেন্ট অ্যাফেয়ার্স ১৭ অক্টোবর ২০২১

450
0
daily current affairs
Courtesy: ANI News

আন্তর্জাতিক

  • বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নিপীড়ন চলছেই। এদিন ফেনিতে দুষ্কৃতীদের হামলায় জখম হয়েছেন ১৩ জন। ঢাকায় আওয়ামি লিগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করে ভারতের উদ্বেগের কথা জানালেন ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। বাংলাদেশ পুলিশের সন্দেহ আইএসআই-এর মদতে জামাতে ইসলামি পরিকল্পনা করেই এই হামলা চালিয়েছে।
  • রাশিয়ায় করোনা সংক্রমণে একদিনে ১০০২ জনের প্রাণহানি হল। এই প্রথম সেখানে দৈনিক সংক্রমণে এতজন প্রাণ হারালেন। বিশ্বে করোনায় প্রাণহানির নিরিখে প্রথম ৫টি দেশ হল মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারত, মেক্সিকো ও রাশিয়া।
    কাবুলের শেষ ইহুদি জেবুলন সিমেনটউ আফগানিস্তান ত্যাগ করে পাকিস্তান হয়ে ইজরায়েলের উদ্দেশে রওনা দিলেন।

জাতীয়

  • দেশে করোনা ভাইরাসে সংক্রমিত হলেন ১৪১৪৬ জন, যা গত ২ মাসের পর সবথেকে কম। সক্রিয় রোগীর সংখ্যা কমে হল ১,২৫,৮৪৬। দেশে সুস্থতার হার হল ৯৮.১০ শতংশ যা গত বছরের মার্চের পর সবথেকে বেশি।
    কাশ্মীরে জঙ্গিদের গুলিতে মৃত্যু হল ২ জন শ্রমিকের। তাঁরা বিহারের বাসিন্দা। চলতি মাসে ভিনরাজ্যের ১১ জন শ্রমিককে এইভাবে গুলি করে হত্যা করা হল কাশ্মীরে।

 

খেলা

  • টি টোয়েন্টি বিশ্বকাপের যোগ্যতা অর্জনের ম্যাচে বাংলাদেশকে ৬ রানে হারাল স্কটল্যান্ড এদিন মাইকেল লিস্ককে আউট করে সর্বোচ্চ উইকেট শিকারের (১০৭) নজির গড়লেন শাকিব-আল-হাসান। অন্য ম্যাচে ওমান ১০ উইকেটে হারাল পাপুয়া নিউ গিনিকে।
    ৭ বছর পর ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচের পদ থেকে সরে যাচ্ছেন রবি শাস্ত্রী।
    ১৯ বছর পর টমাস কাপে চ্যাম্পিয়ন হল ইন্দোনেশিয়া, রানার আপ হল চিন। আগে ১৪ বার খেতাব জিতেছিল ইন্দোনেশিয়া।
    বিবিধ
    গত দুদশকে দেশে যত অরণ্য ধ্বংস হয়েছে তার ১৪ শতাংশই ঘটেছে অসমে। গত বছর উত্তর-পূর্ব ভারতে ৭৯ শতাংশ সবুজ হ্রাস পেয়েছে। মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের একটি সমীক্ষায় এই তথ্য জানা গেছে।