কারেন্ট অ্যাফেয়ার্স ২৫ জুলাই ২০২৩

221
0
10th August Current Affairs

আন্তর্জাতিক
  • ২০১৮ সালে মাদক পাচারের অভিযোগে ধরা পড়েছিলেন সিঙ্গাপুরের বাসিন্দা, সারি দেবী জামানি (৪৫)। আগামী ২৬ জুলাই এই মহিলার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে বলে জানালো সিঙ্গাপুর প্রশাসন। কুড়ি বছর পর ফের কোন মহিলার মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছে সেখানে। একই দিনে একই অভিযোগে দোষী সাব্যস্ত আরও এক পুরুষকেও ফাঁসিতে ঝোলাবে সিঙ্গাপুর।
  • কানাডায় সাংসদ হিসাবে নির্বাচিত হলেন আরও একজন অনাবাসী ভারতীয়। ক্যালগেরি হেরিটেজ কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছেন শুভালয় মজুমদার। তিনি বাঙালি। তিনি কনজারভেটিভ দলের প্রার্থী। এর আগে আন্তর্জাতিক ক্ষেত্রে মানব পাচার রোধে কাজ করার জন্য ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের স্বর্ণ জুবিলি ও প্ল্যাটিনাম জুবিলি পদক পেয়েছেন তিনি। কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী স্টিফেন হারপার-এর বিদেশ নীতি উপদেষ্টা হিসেবে কাজ করেছিলেন শুভালয়। তাঁকে নিয়ে কানাডার হাউস অফ কমন্সে ভারতীয় বংশোদ্ভূত সদস্যের সংখ্যা হল কুড়িজন। কানাডা মন্ত্রিসভার তিনজন গুরুত্বপূর্ণ সদস্য ভারতীয় বংশদ্ভূত। সেখানকার প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে কাজ করছেন অনিতা আনন্দ।
জাতীয়
  • গত ১৪ জুলাই শ্রীহরিকোটা থেকে চাঁদের অভিমুখে যাত্রা শুরু করেছিল ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র (ইসরো) প্রেরিত চন্দ্রযান ৩। চাঁদে পৌঁছানোর আগে পৃথিবীকে পাঁচ বার পাক খাওয়ার কথা এই যানটির। সেটি নির্ধারিত সূচি মেনে পৃথিবীর চারিদিকে চূড়ান্ত তথা পঞ্চম কক্ষপথে প্রবেশ করল। আগস্ট মাসের ২৩ অথবা ২৪ তারিখে এই যানের ল্যান্ডার ও রোভার- এর চাঁদে অবতরণের কথা।
  • দেশের ৭৫ তম স্বাধীনতা দিবস পালনে ‘মেরি মাটি মেরা দেশ’ কর্মসূচি গ্রহণ করলো কেন্দ্রীয় সরকার। ‘আজাদীর অমৃত মহোৎসব’ পালনে দেশের প্রতিটি গ্রাম থেকে মাটি সংগ্রহ করে দিল্লিতে এনে ‘অমৃত বাটিকা’ নামে একটি উদ্যান তৈরি করা হবে বলে জানানো হলো। এছাড়াও দেশের সব গ্রামের একটি জলাশয়ের পাশে ‘অমৃত সরোবর’ নাম ফলক বসানো হবে এবং প্রতি গ্রামে পচাত্তরটি করে গাছ বসানো হবে।
  • শর্তসাপেক্ষে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা চালু হলো মণিপুরে। তবে মোবাইল ফোনে ইন্টারনেট পরিষেবা বন্ধই থাকছে। কুকি ও মেইতেইদের মধ্যে সংঘর্ষের কারণে গত ৮৪ দিন ধরে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে মণিপুরে।
খেলা
  • ১৩২ তম ডুরান্ড কাপের উদ্বোধন হলো কলকাতায়। উদ্বোধনী অনুষ্ঠানে কলকাতার ৬২ তলা উঁচু একটি বহুতলের ছাদ থেকে প্যারাসুট নিয়ে ঝাঁপ দিয়ে নজর কাড়লেন সেনাবাহিনীর ২ সদস্য।
  • আইসিসি বিশ্ব টেস্ট রেঙ্কিংয়ে ভারত প্রথম স্থান থেকে নেমে গেল দ্বিতীয় স্থানে। প্রথম, তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে পাকিস্তান, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড।
  • শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ভারতের মহিলা ক্রিকেটার হরমনপ্রীত কৌরকে দুটি ম্যাচের জন্য নির্বাসিত করলো আই সি সি। সম্প্রতি বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারদের সিদ্ধান্তে বিরক্তি প্রকাশ করে মাঠের মধ্যেই ব্যাট দিয়ে উইকেট ভেঙে দেন তিনি।
বিবিধ
  • এতদিন ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক বাণিজ্য চলত ডলার-এর মাধ্যমে। এদিন থেকে ভারতীয় টাকার মাধ্যমে এই দ্বিপাক্ষিক বাণিজ্য শুরু হল। এদিন দেশের বৃহত্তম স্থল বন্দর পেট্রাপোল থেকে এই ব্যবস্থায় পণ্য রপ্তানি শুরু হলো, পরে বাংলাদেশের টাকাতেও লেনদেন শুরু হবে।