কারেন্ট অ্যাফেয়ার্স ৩ নভেম্বর ২০২৩

164
0
Current Affairs 3rd November

আন্তর্জাতিক
  • গাজায় বেশ কিছু হাসপাতাল বন্ধ হয়ে গেছে। সেখানে বিদ্যুৎ, পানীয় জল ও চিকিৎসা সামগ্রীর চূড়ান্ত অভাব। এরই মধ্যে লাগাতার চলছে ইজরায়েলের বিমান হানা। এদিনও অন্তত ১৫০ জন মানুষের মৃত্যু হয়েছে বিমান হানায়। একই পরিবারের অন্তত ৪০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। তিন সপ্তাহের যুদ্ধে প্যালেস্টাইনে ৯ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। তাঁদের অর্ধেকের বেশি মহিলা ও শিশু। আহত হয়েছেন ৩২ হাজারের বেশি মানুষ। এরই মধ্যে জঙ্গিগোষ্ঠী হামাসের সব রকম কার্যকলাপ নিষিদ্ধ ঘোষণা করল জার্মানি।
  • গত এক বছরে বেআইনিভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের দায়ে ধরা পড়েছেন ৯৭ হাজার ৯১৭ জন ভারতীয়। কানাডা সীমান্ত দিয়ে এবং মেক্সিকো সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করতে গিয়ে তাঁরা ধরা পড়েন।
জাতীয়
  • ভারত সফরে এলেন ভুটানের রাজা জিগমে খেসর নামিগিয়েল ওয়াংচুক। তিনি আট দিনের ভারত সফরের মধ্যে তিন দিন কাটাবেন অসমে। প্রসঙ্গত ভুটানের সঙ্গে অসমের সীমান্ত ২৬৫ কিলোমিটার দীর্ঘ। এদিন অসমের কামাখ্যা মন্দিরে পুজো দেন তিনি। পরে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সঙ্গে বৈঠক হয় তাঁর।
  • পুনরায় দূষণ বৃদ্ধি পেল দিল্লিতে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পরিষদের তথ্য, এদিন দিল্লির গড় বাতাসের গুণমানের সূচক অর্থাৎ এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল ৪৬৮। একে অত্যন্ত ভয়ংকর বলে মনে করা হয়। দূষণের জেরে ধোঁয়ার চাদর গ্রাস করেছিল দিল্লিকে।
খেলা
  • বিশ্বকাপ ক্রিকেটের ম্যাচে আফগানিস্তান সাত উইকেটে হারিয়ে দিল নেদারল্যান্ডসকে। ৭ ম্যাচে এটি আফগানিস্তানের চতুর্থ জয়। এর আগে তারা পাকিস্তান, ইংল্যান্ড ও শ্রীলঙ্কাকে পরাস্ত করেছে।
  • মহিলাদের ফুটবলে জাতীয় গেমসের সেমিফাইনাল থেকে বিদায় নিল বাংলা। এদিন সেমিফাইনালে বাংলা ও ওড়িশার ম্যাচ প্রথমে অমীমাংসিত ছিল। পরে সাডেন ডেতে পাঁচ চার গোলে হার মানতে হয় বাংলাকে।
বিবিধ
  • প্রয়াত হলেন নাট্য নির্দেশক তথা চলচ্চিত্র পরিচালক গৌতম হালদার। তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। তাঁর পরিচালিত ‘ভালো থেকো’ ছবি থেকেই বড়পর্দায় অভিনয় শুরু করেছিলেন বিদ্যা বালান।
  • ফোন নম্বর বিচ্ছিন্ন করার পর বা অব্যবহৃত থাকার পর অন্তত ৯০ দিন সময় হাতে রেখে তারপর নতুন কোন ব্যক্তিকে ওই নম্বরে সংযোগ দেওয়া হয়। সুপ্রিম কোর্টে এই তথ্য জানালো ট্রাই।