কারেন্ট অ্যাফেয়ার্স ৪ নভেম্বর ২০২৩

156
0
Current Affairs 4th November

আন্তর্জাতিক
  • তীব্র ভূমিকম্প অনুভূত হলো নেপালে। পশ্চিম নেপালের দুটি জেলা জাজোরকোট ও পশ্চিম রুকুম জেলায় এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেল অনুযায়ী কম্পনের তীব্রতা ছিল ৬.৪। জাজোরকোটের কুশে , নালগড়, ভেরি প্রভৃতি জায়গা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাহাড়ি জায়গায় ধ্বস নেমেছে। নেপালের ন্যাশনাল আর্থ কোয়েক মনিটরিং এন্ড রিসার্চ সেন্টার সূত্র জানানো হয়েছে জাজোরকোট জেলা ছিল কম্পন এর উৎস। নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কুমার দহল জানিয়েছেন, অন্তত ১৫৭ জনের মৃত্যুর খবর জানা গেছে। প্রসঙ্গত ২০১৫ সালে মধ্য নেপালে প্রবল ভূকম্পন অনুভূত হয়েছি।ল তখন কম্পনের তীব্রতা রিখটার স্কেল অনুযায়ী ছিল ৭.৮। তখন ৯০০০ মানুষের মৃত্যু হয়েছিল।
  • পাকিস্তানের বায়ু সেনাঘাঁটিতে সশস্ত্র হামলা চালালো জঙ্গিরা। পাঞ্জাব প্রদেশের মিয়াওয়ালিতে পাক বায়ুসেনার ওই ঘাঁটিতে হামলা চালায় জঙ্গিগোষ্ঠী তেহরিক ই জেহাদ পাকিস্তান। এই হামলায় ৯ জন জঙ্গি নিহত হয়েছে। এর আগে ৩ নভেম্বর তারিখে পাকিস্তানের বালুচিকিস্তানের গদর জেলায় পাক সামরিক বাহিনীর কনভয়ে এক জঙ্গি হামলায় মৃত্যু হয়েছিল ১৪ জন পাক সেনার। বালুচ লিবারেশন আর্মি এই হামলায় জড়িত বলে মনে করা হচ্ছে।
  • গাজার আল শিফা হাসপাতালে একটি অ্যাম্বুলেন্সে বোমা ছুঁড়লো ইজরায়েলের বাহিনী। এই ঘটনায় ১৫ জন নিহত এবং ৬০ জন জখম হলেন। ইজরায়েল বাহিনীর দাবি, ওই অ্যাম্বুলেন্সকে হামাস জঙ্গিরা ঢাল হিসেবে ব্যবহার করত। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র গাজায় ত্রাণ বিলির জন্য যে সাময়িক সংঘর্ষ বিরতির আবেদন জানিয়েছিল তা খারিজ করে দিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইজরায়েল গাজায় লাগাতার হামলা চালানোর প্রতিবাদে ইজরায়েল থেকে নিজেদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নিল তুরস্ক সরকার। তারা ইজরায়েলের সঙ্গে যাবতীয় কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল।
জাতীয়
  • আগামী ১৯ নভেম্বর ভারতে নাশকতা ঘটানোর হুমকি দিলেন নিষিদ্ধ সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ এর প্রধান গুরপত সিং পান্নুন। রেকর্ড করা একটি ভিডিওতে তিনি ওই দিন এয়ার ইন্ডিয়ার বিমানে হামলা চালানো এবং দিল্লির ইন্দিরা গান্ধি বিমানবন্দর বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন। প্রসঙ্গত, উনিশ নভেম্বর ভারতে বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
  • শিল্পপতি মুকেশ অম্বানিকে টাকা চেয়ে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ দুজনকে গ্রেপ্তার করল। গ্রেপ্তার করা হয়েছে তেলেঙ্গানার ১৯ বছর বয়সি গণেশ রমেশ পারতি এবং গুজরাটের ২১ বছর বয়সি সাদাব খানকে। । ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ব্যবহার করে ইমেইল পাঠানোয় আপাতভাবে তাদের খুঁজে পাওয়া কঠিন হচ্ছিল। প্রসঙ্গত, মুকেশ অম্বানিকে কেন্দ্রীয় সরকার জেড প্লাস নিরাপত্তা দেয়। এর বাইরেও ব্যক্তিগত বেসরকারি নিরাপত্তা রক্ষী রয়েছে তাঁর ।

 

খেলা
  • বিশ্বকাপ ক্রিকেটের ম্যাচে পাকিস্তান ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে জয় পেল। নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করে ৪০১ রান তুলেছিল। এই বিপুল রান করেও বৃষ্টি বিঘ্নিত ম্যাচে তাদের ২১ রানে হার মানতে হল। নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র এদিন শতরান করলেন (৯৪ বলে ১০৮রান)। চলতি বিশ্বকাপে এটি রাচিনের তৃতীয় শতরান। ম্যান অফ দ্য ম্যাচ হলেন পাকিস্তানের ফখর জমান। তিনি ৮১ বলে ১২৬ রান করেছেন। অন্যদিকে বাংলাদেশের পর চলতি বিশ্বকাপের দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে যাওয়ার সুযোগ হারালো ইংল্যান্ড। গত বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল ইংল্যান্ড সাতটি ম্যাচ খেলে ছটিতে পরাজিত হয়েছে। এদিন তাদের ৩৩ রানে হারিয়ে দিল অস্ট্রেলিয়া।
বিবিধ
  • আনুষ্ঠানিকভাবে আত্মজীবনী প্রকাশ এর জায়গা থেকে সরে এলেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এর প্রধান এস সোমনাথ। তাঁর লেখা বইটির নাম ‘নিলাবু কুডিচা সিমহংল’।