কারেন্ট অ্যাফেয়ার্স ৫ ডিসেম্বর ২০২০

887
0
daily current affairs

আন্তর্জাতিক

  • চাঁদের বুকে অবতরণ করল চিনের মহাকাশ যান। সেখান থেকে নমুনা সংগ্রহ করে নিজেদের দেশের পতাকা পুঁতে দিল যন্ত্রচালিত যানটি। এর আগে ১৯৬৯ সালে প্রথমবার মার্কিন মহাকাশযান ‘অ্যাপোলো’-র অভিযানে সে দেশের পতাকা পোঁতা হয়েছিল চাঁদের মাটিতে। চিনের এই মহাকাশযান ‘ছাংওয় ৫’ গত ২৫ নভেম্বর অরবিটার, ল্যান্ডার, অ্যাসেল্ডার, রিটার্নার নিয়ে রওনা দিয়েছিল। ১ ডিসেম্বর সেটি চাঁদের ‘মনস রুকমার’ অঞ্চলে অবতরণ করেছে। এখানকার সংগৃহীত পাথরের বয়স ১৩০ কোটি বছর হতে পারে বলে মনে করা হচ্ছে।
  • ব্রিটেনের পর বাহারিনও জরুরি ভিত্তিতে ফইজার বায়োএনটেক জুটির প্রতিষেধককে ছাড়পত্র দিল। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ২ লক্ষ ২৯ হাজার জন করোনায় আক্রান্ত হয়েছেন। সেখানে এই সংক্রমণে মোট প্রাণহানির সংখ্যা ২ লক্ষ ৮৫ হাজার। বিশ্বে ১৫,২৭,৯০১ জন করোনায় প্রাণ হারিয়েছেন।

 

জাতীয়

  • করোনার সম্ভাব্য প্রতিষেধক গ্রহণের পরও করোনায় সংক্রমিত হলেন হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ। গত ২৭ নভেম্বর একজন স্বেচ্ছাসেবক হিসাবে ভারত বায়োটেক সংস্থার কোভাক্সিন টিকার মানবদেহে তৃতীয় দফার পরীক্ষামূলক প্রয়োগের কর্মসূচিতে টিকা নিয়েছিলেন তিনি। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি, এই টিকার দুটি ডোজ। দ্বিতীয় টিকা নেওয়ার ১৪ দিন পর থেকে প্রতিষেধক কার্যকর হয়। এদিকে দেশে মোট সংক্রমিত হয়েছেন ৯৬,০৮,২১২ জন। সক্রিয় রোগী ৪ লক্ষ ১০ হাজার। গত ৪ মাসের মধ্যে তা সর্বনিম্ন।

 

বিবিধ

  • ঘূর্ণিঝড় বুরেভি নিম্নচাপে পরিবর্তিত হল। এই প্রাকৃতিক বিপর্যয়ের জেরে তামিলনাড়ুতে ৭ জনের মৃত্যু হল।
  • সুন্দরবনে বাঘ গণনার প্রাথমিক কাজ শুরু হল। ১১৬৪টি ক্যামেরা বসানো হবে। এরপর সামনের জানুয়ারি মাসের ৮ থেকে ১৪ তারিখ পর্যন্ত সময়ের ছবিগুলি বিশ্লেষণ করে বাঘ গণনা হবে।

 

খেলা

  • আইএসএলে নর্থ-ইস্ট ইউনাইটেড ২-০ গোলে হারিয়ে দিল এসসি ইস্টবেঙ্গলকে। এই নিয়ে প্রতিযোগিতার তিনটি ম্যাচেই হার মানল ইস্টবেঙ্গল।
  • ইতালির নাপোলির সাও পাওলো স্টেডিয়ামের নাম বদলে দিয়েগো মারাদোনার নামে রাখা হল আনুষ্ঠানিক ভাবে। ১৯৮৪ সালে নাপোলিতে আসেন দিয়েগো। তারপর ১৯৮৬-৮৭ এবং ১৯৮৯-৯০ মরসুমে সিরিএ, ১৯৮৯ সালে উয়েফা কাপ জিতেছিল নাপোলি।

 

 

লাইভ টিভি দেখুন: https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল