কারেন্ট অ্যাফেয়ার্স ১৯ ডিসেম্বর ২০২০

600
0

আন্তর্জাতিক

  • মর্ডানা সংস্থার তৈরি প্রতিষেধক ব্যবহারে ছাড়পত্র দিল মার্কিন যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ’। এই প্রথম বিশ্বের কোনো দেশ করোনা প্রতিরোধে মর্ডানার টিকা ব্যবহারে সম্মত হল। মার্কিন যুক্তরাষ্ট্রে অবশ্য ফাইজার সংস্থার টিকা ব্যবহারে আগেই ছাড়পত্র দেওয়া হয়েছিল। এদিকে ব্রাজিলের রাষ্ট্রপতি জাইর বোলসোনারো টিকা নেওয়ার বিরুদ্ধেই প্রচার শুরু করলেন। তিনি বললেন, ‘টিকা নেওয়ার পর মহিলাদের দাড়িগোঁফ গজালে বা পুরুষদের কন্ঠ মহিলাদের মতো হয়ে গেলে বা কেউ কুমির হয়ে গেলে সরকার তার দায় নেবে না।’
  • মার্কিন যুক্ত রাষ্ট্রে জোবাইডেন প্রশাসনে হোয়াইট হাইসের সহকারী প্রেস সচিব নিযুক্ত হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত বেদান্ত প্যাটেল। ফার্স্টলেডি জিল বাইডেনের নীতিনির্ধারক হিসাবে ভারতীয় বংশোদ্ভূত মালা আদিগাকে নিযুক্ত করা হয়েছিল।

 

জাতীয়

  • দেশে মোট করোনা সংক্রমণ পৌঁছল ১ কোটির ঘরে (১,০০,০৪,৫৯৯ জন)। বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্রের পরেই ভারতের স্থান। দেশে ১০০ জন সংক্রমিতের সংখ্যা অতিক্রম করেছিল ১৫ মার্চ। ২৯ মার্চ তা ১০০০ অতিক্রম করে। ১৪ এপ্রিল করোনা আক্রান্তের সংখ্যা হয় ১০ হাজার। ১৯ মে ১ লক্ষ, ১৭ জুলাই ১০ লক্ষ এবং ১৬ সেপ্টেম্বর ৫০ লক্ষের সীমা অতিক্রম করেছিল। সুস্থ হয়ে উঠেছেন ৯৫,৫০,৭১২ জন।

 

বিবিধ

  • ১৭৩১ গ্রাম। এই পরিমাণ চাঁদের পাথরকণা সংগ্রহ করে এনেছে চিনের মহাকাশযান চ্যাং ই৫।
  • বিশ্বের কনিষ্ঠতম ফ্যাশন ডিজাইনার হিসাবে আত্মপ্রকাশ করল বিধি কারওয়া। পুণের এই বালিকার বয়স ৯ বছর। দুবাইয়ে বিশ্ব ফ্যাশন সপ্তাহে আত্মপ্রকাশ করে নজর কেড়েছে বিধি।

 

খেলা

  • জার্মানির কোলনে বিশ্বকাপ বক্সিংয়ে পুরুষদের ৫২ কেজি বিভাগে সোনা জিতলেন ভারতের অমিত পাঙ্গাল। ৯১ কেজি বিভাগে রুপো জিতলেন সতীশ কুমার।
  • নতুন রেকর্ড গড়লেন লিওনেল মেসি। বালেন্সিয়ার বিরুদ্ধে একটি গোল করার পর বার্সেলোনার হয়ে তাঁর গোলসংখ্যা হল ৬৪৩। কোনো একটি ক্লাবের হয়ে সর্বোচ্চ গোল করায় তিনি পেলের রেকর্ড ছুঁলেন।
  • অ্যাডিলেডে দিনরাতের টেস্টে ৮ উইকেটে জয়ী হল অস্ট্রেলিয়া। মাত্র আড়াই দিনেই তারা ভারতকে পরাস্ত করল। ভারতের দ্বিতীয় ইনিংস ২১.২ ওভারে ৩৬ রানে শেষ হল। ভারতের ৮৮ বছরে টেস্টক্রিকেটের ইতিহাসে এটাই ভারতের সর্বনিম্ন স্কোর। এই প্রথম একজন ক্রিকেটার বা অতিরিক্ত রানও ১০-এর ঘরে পৌঁছল না। ভারতীয়দের রান যথাক্রমে ৪, ৯, ২, ০, ৪, ০, ৮, ৪, ০, ৪ এবং ১।

 

লাইভ টিভি দেখুন:   https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল