কারেন্ট অ্যাফেয়ার্স ২ জানুয়ারি ২০২১

830
0

আন্তর্জাতিক

  • আফগানিস্তানের ঘোর প্রদেশে গুলি করে হত্যা করা হল একজন সাংবাদিককে। তাঁর নাম বিসমিল্লা আদিল হায়মাক। তিনি আফগান রেডিও সদা-ই-ঘোরের আঞ্চলিক প্রধান। মাসখানেক আগেও তাঁকে একবার হতার চেষ্টা হয়েছিল। গত ২ মাসে অন্তত ৬ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে আফগানিস্তানে। প্রসঙ্গত, জার্নালিস্ট উইদাউট বর্ডার্সের মতে, পৃথিবীর সব থেকে বিপজ্জনক দেশ আফগানিস্তান।’ এদিকে তালিবান জঙ্গিরা বিবৃতি দিয়েছে, আদিল হত্যায় তাদের কোনো দায় নেই বলে।
  • মুম্বই হামলার মূলচক্রী লস্কর–ই-তৈবা কম্যান্ডার জাকিউর রহমান লকভিকে গ্রেপ্তার করল পাকিস্তানের সন্ত্রাসদমন বিভাগ। আন্তর্জাতিক চাপেই তাকে গ্রেপ্তার করতে তাঁরা বাধ্য হন বলে মনে করা হচ্ছে। রাষ্ট্রসঙ্ঘ ঘোষিত আন্তর্জাতিক জঙ্গি হল লকভি।

 

জাতীয়

  • প্রয়াত হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বুটা সিং (৮৬), দিল্লিতে। কেন্দ্রীয় সরকারের রেল, স্বরাষ্ট্র, বাণিজ্য, কৃষি ও ক্রীড়া মন্ত্রী ছিলেন তিনি। পশ্চিমবঙ্গ ও বিহারের রাজ্যপালের দায়িত্বও সামলেছেন।
  • এবার কোভিড প্রতিষেধক `কোভ্যাক্সিন’-কে জরুরি ভিত্তিতে ছাড়পত্র দিল বিশেষজ্ঞ কমিটি। ভারতীয় সংস্থা হয়দরাবাদের `ভারত বায়োটেক’-এর তৈরি এই দেশজ টিকা। ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত স্ংস্থাটির কাছে এখন ১৬০টি পেটেন্ট রয়েছে।

 

বিবিধ

  • দেশে ডিজিটাল মাধ্যমে আর্থিক লেনদেনের অগ্রগতির হার মাপতে নতুন একটি সূচক তৈরি করল ভারতের রিজার্ভ ব্যাঙ্ক। ২০১৮ সালকে ভিত্তিবর্ষ ধরে তা তৈরি করা হয়েছে। ২০১৯ এবং ২০২০ সালে সূচক হয়েছে যথাক্রমে ১৫৩.৪৭ এবং ২০৭.৮৪।

 

খেলা

  • সৌরভ গঙ্গোপাধ্যায় হৃদ্‌রোগে আক্রান্ত হলেন। বিসিসিআই সভাপতি তথা প্রাক্তন ক্রিকেটার সৌরভের বয়স ৪৮। কলকাতার উডল্যান্ডস হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর।
  • আইএসএলে মুম্বই সিটি এফসি ২-০ গোলে হারাল কেরল ব্লাস্টার্সকে। পয়েন্টের বিচারে লিগ টেবিলের শীর্ষে চলে গেল তারা।
  • `বর্তমান পাকিস্তান দলে যেসব পেস বোলার খেলছেন তাঁদের বয়স ভাঁড়ানো। অন্তত ৮-৯ বছর বেশি বয়স তাঁদের।’— অভিযোগে করলেন প্রাক্তন পাক ক্রিকেটার মহম্মদ আসিফ।

 

লাইভ টিভি দেখুন:   https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল