কারেন্ট অ্যাফেয়ার্স ৩১ অক্টোবর ২০২১

389
0
Current Affairs 25th November

আন্তর্জাতিক
  • রোমে জি ২০ বৈঠকে অন্যান্য রাষ্ট্রপ্রধানের সঙ্গে অংশগ্রহণ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। এই বৈঠকে ভরতের শেরপা হয়েছেন পীযূষ গয়াল। ২০৩০ সালের মধ্যে কার্বন নিঃসরণ ৫০ শতাংস কমাতে সক্ষম হয়েছে দেশগুলি।
  • জাপানের সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখল প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা নেতৃত্বাধীন লিবারাল ডেমোক্র্যাটিক পার্টি, সংসদের নিম্নকক্ষে ৪৬৫ আসনের মধ্যে তারা ২৪৭ টি আসনে জয়ী হল।
জাতীয়
  • দীপাবলির আগেই দিল্লি সংলগ্ন ১৪টি জেলায় বাজি পোড়ানো নিষিদ্ধ করল হরিয়ানা সরকার।
  • সম্প্রতি ক্রিকেটার মহম্মদ শামির বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করা হয়েছিল। সেই ঘটনা এবং অন্যান্য সাম্প্রদায়িক উসকানিমূলক মন্তব্য উদ্দেশ্যমূলকভাবে পাকিস্তান থেকে ছড়িয়ে দেওয়া হচ্ছে বলে সতর্ক করলেন গোয়েন্দারা।
খেলা
  • টি টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ড হারিয়ে দিল ভারতকে। প্রথমে ব্যাট করে মাত্র ১১০ রান তুলেছিল ভারত। অন্য ম্যাচে ৬২ রানে নামিবিয়াকে পরাস্ত করল আফিগানিস্তান। এদিনই অবসর ঘোষমা করলেন প্রাক্তন আফগান অধিনায়ক আসগর আফগান। ৬টি টেস্ট, ১১৪টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খলেছেন তিনি।
বিবিধ
  • বাণিজ্যিক গ্যাসের দাম প্রতি সিলিন্ডারে ২৭০.৫০ টাকা বৃদ্ধি পেয়ে হল ২০৭৩.৫০ টাকা।
  • বৈদ্যুতিক গাড়িকে করমুক্ত ঘোষণা করল ওড়িশা সরকার।