কারেন্ট অ‍্যাফেয়ার্স ২১ নভেম্বর ২০২১

490
0

আন্তর্জাতিক
  • টিভি নাটকে নারীদের উপস্থিতি নিষিদ্ধ করল তালেবান সরকার। নতুন আইন করে এই সিদ্ধান্ত। এমনকী নতুন নিয়ম অনুযায়ী নারী সাংবাদিক ও উপস্থাপকদের টেলিভিশন পর্দায় হিজাব পরে উপস্থিত হতে হবে। এমনকী পুরুষদেরও অনবৃত হয় অনুষ্ঠান করা যাবে না।
  • অচিরেই দুর্ভিক্ষ দেখা দেবে আফগানিস্তানে এমনই আশঙ্কা রাষ্ট্রপুঞ্জের। আফগানিস্তানে এই মুহূর্তে তালেবান সরকার। কিন্তু তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি আমেরিকা সহ বেশ কিছু সাহায্যকারী দেশ। ফলে সেখানে চরম দারিদ্র শুরু হয়েছে। রাষ্ট্রপুঞ্জের পরিসংখ্যান জানাচ্ছে, বর্তমানে ১ কোটি ৮৮লক্ষ আফগান রোজকারের খাবার জোগাড করতে পারছেন না।
  • ইউরোপে পুনরায় করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় নতুন করে লকডাউন ঘোষণা করার কথা জানানো হয়। এতে ক্ষুব্ধ হয়ে বিভিন্ন অঞ্চলে জনতা পুলিশকে লক্ষ্য করে আক্রমণ করেছে। বেশকিচু পুলিশ আহত। পুলিশ গুলি চালায়। বিশ্বস্বাস্থ্য সংস্থা ইউরোপে করোনা ভাইরাস আক্রমণের বৃদ্ধিতে আতঙ্কিত।

 

জাতীয়
  • পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি গেলেন। তিন দিনের সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও দেখা করার কথা রয়েছে তাঁর।
  • ত্রিপুরার আসন্ন পুরসভা ভোট নিয়ে উত্তপ্ত ত্রিপুরা। পুরভোটের প্রচার ঘিরে বিজেপি-তৃণমূল সংঘর্ষে আগরতলা সহ বিভিন্ন স্থানে পরিবেশ উত্তপ্ত। এ রাজ্য থেকে বেশ কচু তৃণমূল নেতা সেখান প্রচারে গিয়েছেন। অভিনেত্রী তৃণমূল কর্মী সায়নী ঘোষকে ত্রিপুরা পুলিশ জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তার করেছে।
  • দেশের পুলিশি কাজে তৃণমূল স্তর থেকেই আধুনিক প্রযুক্তির ব্যবহারে গুরুত্ব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে গড়া হবে পুলিশ প্রযুক্তি মিশন। টানা দুদিন ডিজি সম্মেলনে এ কথা বললেন তিনি লখনউতে।
  • দীর্ঘদিন স্কুল বন্ধ থাকার পর স্কুল খুলেছে। নবম-দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের ছদিনের পরিবর্তে আসার দিন ভাগ করে দিল শিক্ষা দপ্তর। শহরে স্কুল শুরু হবে ১০টা ৫০ থেকে ছুটি বিকেল সাডে ৪ টেয়। নতুন সূচি অনুযায়ী সোম, বুধ, শুক্র ক্লাস করবে দশম শ্রেণির ছাত্রছাত্রীরা।নবম শ্রেণি ক্লাস করবে মঙ্গল, বৃহস্পতি ও শনি।
  • দূষিত বাতাসের কারণে দিল্লিতে স্কুলের পঠন-পাঠন আপাতত অনলইনেই হবে বলে জানিয়েছে দিল্লি সরকার। পরিবেশমন্ত্রক সতর্ক বার্তা দিয়েছে।
খেলা
  • ভারত–নিউজিল্যান্ড টি টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচ হল ইডেন গার্ডেন্সে। ভারত নিউজিল্যান্ডকে হারিয়ে দিল। সিরিজের তিনটি ম্যাচেই জয় পেল ভারত। উল্লেখ্য, কোচ মেন্টর রাহুল দ্রাবিড় ও অধিনায়ক হিসেবে শর্মার নেতৃত্বে এই প্রথম ম্যাচ খেলল ভারতীয় দল। এই ম্যাচের সেরা হয়েছেন অক্ষর প্যাটেল। এই বাঁ-হাতি স্পিনার তিন ওভারে মাত্র ৯ রান দিয়ে তিন উইকেটে নিয়ে ম্যাচের সেরা হয়েছেন।
  • আইএসএলে এসসি ইস্টবেঙ্গল ও জামশেদপুর এসসি ম্যাচ ১-১ গোলে ড্র হল। দু দলই একটি করে গোল করেছে।
  • দাবা থেকে এখনই অবসর নেবেন না বলে জানালেন বিশ্বনাথন আনন্দ। বর্তমানে তাঁকে দাবা ভাষ্যকার ও মেন্টর রূপেও দেখা যাচ্ছে।
বিবিধ
  • কোথায় কত বেআইনি মোবাইল টাওয়ার রয়েছে তার কোনো তথ্য নেই পুরসভার কাছে। সারা রাজ্যেই এই অবস্থা।
  • সেনসেক্স পড়ল ১৭১০ পয়েন্ট।
  • ২৫ নভেম্বর থেকে মেট্রোয় পুনরায় টোকেন ব্যবহার করে যাত্রীরা যাতায়াত করতে পারবেন।