কারেন্ট অ্যাফেয়ার্স ১৬ মার্চ ২০২২

267
0
daily current affairs

আন্তর্জাতিক
  • শক্তিশালী ভূমিকম্প অনুভূত হল টোকিও সহ উত্তর -পূর্ব জাপানে। রিখটার স্কেল অনুযায়ী ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.৩। টোকিওর সাত লক্ষ বাড়িতে বিদ্যুৎ নেই। সুনামি আসার সতর্কবার্তা জারি করা হয়েছে।
  • মার্কিন কংগ্রেস সংসদের সদস্যদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করে ইউক্রেনের পাশে থাকার আবেদন জানালেন ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলেনস্কি।
  • দক্ষিণ কোরিয়ায় এক দিনে ৪ লক্ষ ৭৪১ জন করোনা ভাইরাসে সংক্রমিত হলেন সেখানকার সর্বোচ্চ দৈনিক সংক্রমণ। সংক্রমণ বাড়ছে মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মান, ভিয়েতনামে। জানুয়ারি মাসে সংক্রমণ নিম্নমুখী হলেও ৭-১৩ মার্চের সপ্তাহে বিশ্বজুড়ে ৮ শতংশ সংক্রমণ বেড়েছে বলে জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
জাতীয়
  • পাঞ্জাবের খাটকাই কালাম গ্রাম হল ভগৎ সিং এর জন্ম ও বেড়ে ওঠার এলাকা। সেই গ্রামে এক অনাড়ম্বর অনুষ্ঠানে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন আম আদমি পার্টির নেতা ভগবন্ত মান।
  • ১২-১৪ বছর বয়সের শিশুদের কোভিড টিকা কার্বোভ্যাক্স দেওয়ার কর্মসূচি শুরু হল দেশে। দেশে এই বয়সে ৫ কোটি শিশু রয়েছে।
খেলা
  • মেয়েদের বিশ্বকাপ ক্রিকেটে ইংল্যান্ডের কাছে হারল ভারত। প্রথমে ব্যাট করে ভারতের সংগ্রহ ১৩৪ রান।  ২০০৫  সালের পর ভারতের মেয়েদের  সর্বনিম্ন স্কোর। ভারত হারলেও একটি বিশ্ব রেকর্ড করলেন ঝুলন গোস্বামী। নিজের ১৯৯ তম ম্যাচে ইংল্যান্ডের কানিং বিউমন্টকে আউট করে তিনি ২৫০ তম উইকেট পেলেন। মেয়েদের একদিনের ক্রিকেটে তিনি প্রথমঢ় এই মাইলফলক স্পর্শ করলেন।
  • অষ্টম আই এস এল এর ফাইনালে উঠল হায়দরাবাদ এফসি। দুই পর্বের সেমিফাইনালে তারা ৩-২ ব্যবধানে হারিয়েছে এটিকে মোহনবাগানকে।
বিবিধ
  • বঙ্গোপসাগরে ২১ মার্চ একটি নিম্নচাপ ঘূর্ণিঝড়ের চেহারা ধারণ করবে বলে জানাল আবহাওয়া দপ্তর। মৌসম ভবনের  তালিকা অনুযায়ী তার নাম হবে ‘ সিত্রাং’। এই নামটি থাইল্যান্ডের দেওয়া।