কারেন্ট অ্যাফেয়ার্স ৪ এপ্রিল ২০২২

428
0
daily current affairs
Courtesy: Times of India

আন্তর্জাতিক
  • ইউক্রেনের রাজধানী বুচা শহরটি পুনর্দখল করেছে ইউক্রেনের সেনা। তারপরই সামনে এসেছে সেখানে কী নারকীয় অত্যাচার চালিয়েছে রুশ সেনারা, তার বাস্তব চিত্র। মহিলা ও শিশুদের ওপর নৃশংস অত্যাচার চালিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ। রাশিয়া অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে।
  • হাঙ্গেরির প্রধানমন্ত্রী পদে পুনর্নির্বাচিত হলেন ভিক্টর ওরবান। ৫৮ বছরের ওরবান এই নিয়ে চতুর্থবার এই পদে বসলেন।
  • টিপ পরেছেন বলে ঢাকার রাস্তায় লতা সমাদ্দার নামে একজন অধ্যাপিকাকে হেনস্থা করেছিল পুলিশ কনস্টেবল। নাজমুল তারেক নামে ওই কনস্টেবলকে চিহ্মিত করে মামলা করা হয়েছে বলে জানাল ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

 

জাতীয়
  • দেশে দৈনিক কোভিড সংক্রমণ হাজারের নীচে নামল। এদিন ৯১৩ জন সংক্রমিত হয়েছেন যা গত ৭১৫ দিনের মধ্যে সর্বনিম্ন। দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৬৩৬।
  • চলতি মাসের ৩০ তারিখে হর্ষবর্ধন শ্রিংলা বিদেশ সচিব পদ থেকে অবসর নেওয়ার পর ওই পদে বসবেন বর্তমানে নেপালে ভারতের রাষ্ট্রদূত হিসাবে কর্মরত বিনয় মোহন কোয়তেরা।

 

খেলা
  • আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন রস টেলর। ২০০৬ সালে নিউজিল্যান্ডের হয়ে অভিষেক হয়েছিল তাঁর। ১১২টি টেস্টে শতরান সহ ৭৬৮৩ রান, ২৩৬টি একদিনের ম্যাচে ৮৫৯৩ এবং ১০২টি টি২০ ম্যাচে ১৯০৯ রান আছে তাঁর।
  • ডারবানে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে ২২০ রানে জয়লাভ করল দক্ষিণ আফ্রিকা।

 

বিবিধ
  • এইচডিএফসি ব্যাঙ্কের সঙ্গে সংযুক্ত হয়ে যাবে গৃহঋণ সংসস্থা এইচডিএফসি। সংযুক্তিকরণের পর তারা ভারতের দ্বিতীয় বৃহত্তম ব্যাঙ্কে (এসবিআইয়ের পর) পরিণত হবে। বেসরকারি ব্যাঙ্কগুলির মধ্যে ভারতে তারাই হবে বৃহত্তম।