কারেন্ট অ্যাফেয়ার্স ২৭ জুন ২০২১

488
0
daily current affairs
Courtesy: Hindustan Times

আন্তর্জাতিক
  • বাংলাদেশে বিস্ফোরণে মৃত্যু হল সাত জনের। ঢাকার মগ বাজারে পরমা হাউসে এই ঘটনা ঘটেছে। জখম হয়েছেন ৫০ জন। এটি নাশকতা না দুর্ঘটনা তা স্পষ্ট করতে পারেনি পুলিশ।
  • পদত্যাগ করলেন ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। কোভিড বিধি না মানায় ইস্তফা দিচ্ছেন বলে জানিয়েছেন তিনি। সম্প্রতি ‘দ্য সান’ পত্রিকায় প্রকাশিত একটি ছবির কারণেই অস্বস্তিতে পড়েন ম্যাট। সহকর্মী জিনা কোলাড্যাকেলোর সঙ্গে ঘনিষ্ঠতার ওই ছবি প্রকাশ্যে আসতেই লেবার পার্টির মধ্যেই কঠোরভাবে সমালোচিত হন।
  • নিউ মেক্সিকোর আলবুকার্ক শহরে হাওয়া বেলুন দুর্ঘটনায় ৫ জন পর্যটকের  মৃত্যু হল। শহরটি পর্যটনের জন্য বিখ্যাত। ২০০৮ সাল থেকে বারো বার প্রাণঘাতী দুর্ঘটনা ঘটল সেখানে।
জাতীয়
  • জম্মুর সাতওয়াড়িতে বিমান ঘাঁটিতে ভারতীয় বায়ুসেনার বিমানঘাঁটিতে ড্রোনের সাহায্যে বিস্ফোরণ ঘটানো হল। এই বিস্ফোরণে দুজন বায়ুসেনা জখম হয়েছেন। ভারতে এই প্রথম ড্রোনের সাহায্যে সামরিক বাহিনীর ওপর হামলা চালানো হল। এই বিমানঘাঁটি নিয়ন্ত্রণরেখা থেকে ১৪ কিমি দূরে। গোয়েন্দাদের ধারণা সীমান্তের ওপার থেকে পাক জঙ্গিরা চালকবিহীন আকাশযানের সাহায্যে বিস্ফোরক ছুড়েই আকাশযানটিকে ফিরিয়ে নিয়ে যেতে সমর্থ হয়েছে। গভীর রাতে এই হামলা চালানো হয়।
  • পুদুচেরির ৫ জন মন্ত্রী দায়িত্বভার গ্রহণ করলেন। গত ৭ মে এন রঙ্গস্বামী মুখ্যমন্ত্রী পথে শপথ নেওয়ার পর এতদিনেও অন্য কোনো মন্ত্রী শপথ নেননি। চান্দিরা প্রিয়াঙ্গা নামে একজন মহিলা নেত্রীও মন্ত্রী হলেন। ৪১ বছর পর ফের কোনো মহিলা মন্ত্রী হলেন পুদুচেরিতে।
  • দেশে চলতি বছরের মধ্যে সব প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে করোনা প্রতিষেধক দেওয়া হবে বলে জানাল কেন্দ্রীয় মন্ত্রক।
বিবিধ
  • আন্তর্জাতিক বিজ্ঞান বিষয়ক ‘কারেন্ট বায়োলজি’ পত্রিকায় দাবি করা হল, কুড়ি হাজার বছর আগেও পূর্ব এশিয়া নামক ভূখণ্ডে সক্রিয় ছিল করোনা ভাইরাস। অস্ট্রেলীয় ও মার্কিন বিজ্ঞানীরা জনগোষ্ঠীর ২৫০০ মানুষের জিনের গঠনগত বৈশিষ্ট্য পরীক্ষা করে এই এই সিদ্ধান্তে এসেছেন। কুড়ি হাজার বছর আগেও মহামারী ডেকে এনেছিল এই ভাইরাস।
খেলা
  • প্যারিসে তিরন্দাজি বিশ্বকাপ প্রতিযোগিতার ব্যক্তিগত ও দলগত বিভাগ মিলিয়ে তিনটি সোনার পদক জিতলেন ভারতের দীপিকা কুমারী। মেয়েদের রিকার্ভ ব্যক্তিগত, রিকার্ভ দলগত এবং মিক্সড টিম বিভাগে সোনা জিতেছেন তিনি। তাঁর সঙ্গী ছিলেন তাঁর স্বামী অতনু দাস। এর আগে ভারতের অভিষেক বর্মা সোনা জিতেছিলেন।
  • ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন পর্তুগাল (০-১ গোলে) পরাস্ত হল বেলজিয়ামের কাছে।
  • ইংল্যান্ড সিরিজ মেয়েদের একদিনের ক্রিকেটে ইংল্যান্ড সিরিজের প্রথম ম্যাচেই ভারতকে ৮ উইকেটে হারিয়ে দিল।