কারেন্ট অ্যাফেয়ার্স ৯ জুলাই ২০২২

380
0
daily current affairs
Courtesy: The Hollywood reporter

আন্তর্জাতিক
  • শ্রীলঙ্কার রাজনৈতিক পরিস্থিতি হয়ে উঠল গভীর উদ্বেগজনক । এদিন রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষের সরকারি বাসভবন দখল করে বিক্ষোভ দেখান অসংখ্য মানুষ। হাজার হাজার উত্তেজিত জনতার দখলে চলে যায় রাষ্ট্রপতি ভবন । এই বিক্ষোভ আঁচ করে তিনি আগেই সরকারি বাসভবন ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন । কলম্বো বন্দর থেকে তিনি নৌবাহিনীর এস এল এন এস গজবাহু রণতরীতে চেপে মাঝ সমুদ্রে নিরাপদ স্থানে অপেক্ষা করছেন বলে জানা গেছে । তিনি ইস্তফা দেননি । জানিয়েছেন, পরিস্থিতি নিরাপদ হলে তবে তিনি দেশে ফিরবেন । পরে অবশ্য শোনা যায় যে তিনি ১৩ জুলাই ইস্তফা দেবেন বলে জানিয়েছেন । প্রধানমন্ত্রী রনিল  বিক্রমসিংঘে জনবিক্ষোভকে কার্যত সমর্থন করে ও নতুন সর্বদলীয় সরকার গঠনের পথ তৈরি করতে নিজেই ইস্তফা দিয়েছেন । গত ৯ মে মহিন্দা রাজাপক্ষে পদত্যাগ করার পর তিনি দায়িত্ব নিয়েছিলেন । এদিন ৯টি প্রদেশে কারফিউ জারি করেও উত্তেজিত জনতাকে হটাতে পারেনি প্রশাসন । এদিকে বিক্ষোভকারী জনতার পাশে থাকার বার্তা  দিলেন প্রাক্তন ক্রিকেটার সনৎ জয়সূর্য ।
  • চিন ও জাপান এর মধ্যে সম্পর্ক বরাবরই আদায় কাঁচকলায় । জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে নিহত হওয়ার ঘটনায় তা আবার সামনে চলে এল । শিনজো আবে নিহত হওয়ার ঘটনা নিয়ে সেখানে কেউ কেউ উল্লাস করেছেন । অনেকেই শিনজো আবের হত্যাকারীকে বীরের মতো বন্দনা করেছেন । অস্ট্রেলিয়া নিবাসী জনৈক চিনা নাগরিক তথা কাটুর্নিস্ট বাদিউচাও চিনের সোশ্যাল মিডিয়ার বিভিন্ন স্ক্রিনশট প্রকাশ করেছেন যেখানে এই বিষয়টি জানা গেছে । চিনের সরকারি প্রচার মাধ্যমে অবশ্য শিনজো আবে নিহত হওয়ার ঘটনায় নিন্দা করা হয়েছে ।
  • ডিক্রি জারি করে পাঁচটি দেশের রাষ্ট্রদূতদের বরখাস্ত করলেন ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলেনস্কি । জার্মানি , ভারত, নরওয়ে , হাঙ্গেরি ও চেক প্রজাতন্ত্রে কর্মরত রাষ্ট্রদূতদের বরখাস্ত করার কারণ জানানো হয়নি ।
জাতীয়
  • জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী , নিহত শিনজো আবের স্মৃতিতে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হল ভারতে । শিনজো আবের স্মৃতিতে একটি ব্লগ লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার নাম ‘মাই ফ্রেন্ড , আবে সান’ । জাপানি ভাষায় সান কথাটি সম্মানীয় সম্বোধন অৰ্থে ব্যবহৃত হয় ।
  • সমাজবাদী পার্টির প্রধান মুলায়াম সিং যাদবের স্ত্রী সাধনা গুপ্তা প্রয়াত হলেন । তিনি মুলায়াম সিং যাদবের দ্বিতীয় স্ত্রী এবং প্রতীক যাদবের মা ।
  • হরিয়ানার নতুন বিধানসভা ভবন নির্মাণের জন্য চন্ডীগড়ে জমি অনুমোদন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । তবে এই ঘটনায় ক্ষোভের সৃষ্টি হয়েছে পাঞ্জাবে । পাঞ্জাবও দীর্ঘদিন একই দাবিতে সরব ছিল ।
  • মণিপুরের নোনে জেলায় ধসে মৃতের সংখ্যা বেড়ে হল ৫০ । এখনও নিখোঁজ ১১ জন ।

 

খেলা
  • এজবাস্টনে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে ৪৯ রানে জয়ী হল ভারত । পরপর দুটি ম্যাচ জিতে সিরিজ জয়ও নিশ্চিত করল ভারত । ম্যান অব দ্য ম্যাচ হলেন ভুবনেশ্বর কুমার ।
  • উইম্বলডনে মেয়েদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হলেন এলেনা রেবাকিনা । জন্ম রাশিয়ায় হলেও রেবাকিনা কাজাখস্তানের হয়ে খেলছেন ২০১৮ থেকে । এই প্রথম কাজাখস্তানের কেউ গ্র্যান্ডস্লাম খেতাব জিতলেন । তাঁর বয়স ২৩ বছর। ২০১১ সালে গারবাইন মুগুরুজার পর কনিষ্ঠ খেলোয়াড় হিসেবে তিনি উইম্বলডনে চ্যাম্পিয়ন হলেন । অন্যদিকে ঘাসের মাঠে ওনস জাবেরয়ের টানা ১২ ম্যাচ জেতার দৌড়ও থামালেন রেবাকিনা ।
বিবিধ
  • হলিউডের প্রবীণ অভিনেতা টনি সিরিকো প্রয়াত হলেন । তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর । প্রথম জীবনে তিনি নিউ ইয়র্ক শহরতলিতে নানা অপরাধমূলক কাজে জড়িয়ে পড়েছিলেন । দুবার জেলে যেতে হয় । সেখানেই একদল বন্দির করা নাটক দেখেই তাঁর জীবন বদলে যায় ।
  • টুইটার কেনার সিদ্ধান্ত থেকে সরে এলেন মার্কিন ধন কুবের এলেন মাস্ক । তাঁর দাবি , স্প্যাম ও ভুয়ো একাউন্ট বিষয়ে তথ্য চেয়ে এখনো জবাব পাননি , তাই ওই চুক্তি বাতিল করা হচ্ছে । এই সিদ্ধান্তের পরই টুইটারের শেয়ার ৭% পড়ে যায় । টুইটার কর্তৃপক্ষের বক্তব্য , ৪৪০০ কোটি ডলারের চুক্তি থেকে সরে এলে বিপুল ক্ষতিপূরণ (১০০ কোটি ডলার ) দিতে হবে মাস্ককে ।