কারেন্ট অ্যাফেয়ার্স ২৭ সেপ্টেম্বর ২০২২

367
0
daily current affairs
Courtesy: India Today

আন্তর্জাতিক
  • ইতালির প্রথম মহিলা প্রধানমন্ত্রী হচ্ছেন জর্জিয়া মেলোনি। তিনি ব্রাদার্স অব ইতালি দলের নেত্রী। সাধারণ নির্বাচনে ব্রাদার্স অব ইতালি দলের নেতৃত্বে যে জোট হয়েছিল তারা সেনেটে ১১৪টি আসন জিতেছে। সরকার গঠন করতে দরকার ১০৪ টি আসন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম ডানপন্থী দল এই সাফল্য পেল ইতালিতে।
  • পাকিস্তানে এক শিখ শিক্ষিকাকে অপহরণ ও জোর করে ধর্মান্তরিত করার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে পাকিস্তান সরকারের কাছে চিঠি লিখলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

জাতীয়

  • সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চের মামলার শুনানির লাইভ স্ট্রিমিং বা সরাসরি সম্প্রচার হল এদিন। এই প্রথম সুপ্রিম কোর্টের কোনও মামলার শুনানির লাইভ স্ট্রিমিং বা সরাসরি সম্প্রচার করা হল।
  • পশ্চিমবঙ্গের স্কুলগুলোতে নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষক , গ্রুপ সি ,গ্রুপ ডি মিলিয়ে নতুন শূন্যপদ সৃষ্টি হয়েছে ১৬৩৮৬টি। সেখানে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে বলে জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
খেলা
  • তিন দেশের ফুটবল টুর্নামেন্ট হাং থিং এ ভারত ০-৩ গোলে হেরে গেল ভিয়েতনামের কাছে। প্রথম ম্যাচে সিঙ্গাপুরের সঙ্গে ভারতের ম্যাচ অমীমাংসিত ছিল।
  • গার্ডেনরিচে বিএনআর ইন্ডোর স্পোর্টস কমপ্লেক্সের উদ্বোধন করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
 বিবিধ
  • পৃথিবীকে মহাজাগতিক বস্তুর আঘাত থেকে রক্ষা করার জন্য দীর্ঘ দিন গবেষণা চালিয়ে যাচ্ছে নাসা। গত নভেম্বরে মহাকাশে ডার্ট বা ডাবল অ্যাস্টরয়েড রিডিরেকসন টেস্ট মহাকাশ যান পাঠিয়েছিল তারা।এদিন পূর্বনির্ধারিত সূচী অনুসারে ১ কোটি ৯ লক্ষ কিলোমিটার দূরে ডাইমরফস নামে একটি গ্রহানুকে ধাক্কা দিল ডার্ট। এর ফলে গ্রহানুকে তার কক্ষচ্যুত করা গেছে কীনা তা জানা অবশ্য সময়সাপেক্ষ।
  • এদিন ডলারের সাপেক্ষে টাকার দাম আরও ১৪ পয়সা হ্রাস পেল। তা হয়েছে রেকর্ড ৮১.৫৩ টাকা প্রতি ডলার। গত এক বছরে ডলারের সাপেক্ষে টাকার দাম ১২ % হ্রাস পেয়েছে।
  • ২০২০ সালের দাদা সাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন আশা পারেখ। অভিনেত্রী আশা ১৯৯২ সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন। তাঁর প্রথম ছবি দিল দে কে দেখো। কাটি পতঙ্গ , তিসরি মঞ্জিল, কারাভান , আন মিলো সজনা প্রভৃতি ৯৫টি হিন্দি ছবিতে তিনি অভিনয় করেছিলেন , অধিকাংশই মুখ্য ভূমিকায় । ছয় সাতের দশকে তাঁকে বলা হত ড্রিম গার্ল।
  • জাপানের নারা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সর্বোচ্চ পুরস্কার (গোল্ডেন গ্লোব) পেল প্রসূন বন্দ্যোপাধ্যায় পরিচালিত বাংলা ছবি দোস্তজি।

কারেন্ট অ্যাফেয়ার্স ২৬ সেপ্টেম্বর ২০২২