কারেন্ট অ্যাফেয়ার্স ৫ অক্টোবর ২০২২

269
0
daily current affairs
Courtesy: Gulte

আন্তর্জাতিক 
  • গাম্বিয়ায় শিশু মৃত্যুর ঘটনায় জড়িয়ে গেল ভারতের নাম । ভারতের মেইডেন ফার্মাসিউটিক্যালসের তৈরি ওষুধ খেয়ে অন্তত ৬৬টি শিশুর মৃত্যু হয়েছে সেখানে । মূলত কিডনি বিকল হয়েই শিশুগুলির মৃত্যু হয়েছে গাম্বিয়ায়। প্রাথমিক তদন্তের পর মনে করা হচ্ছে,ভারতের মেইডেন ফার্মাসিউটিক্যালসের তৈরি চারটি সিরাপই পাঁচ বছরের কম বয়সি ওই শিশুদের কিডনি বিকল হওয়ার কারণ। ওই চার সিরাপ নিয়ে ইতিমধ্যেই একটি সতর্কবার্তা জারি করেছে হু। প্রস্তুতকারক সংস্থা এবং ভারতের ওষুধ নিয়ামক সংস্থার সঙ্গে যৌথ ভাবে তদন্তও শুরু করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও ।

 

জাতীয়
  • হিমাচল প্রদেশের বিলাসপুরে এমস হাসপাতালের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, ২৪৭ একর জমিতে ওই এমস গড়ে উঠেছে। এতে রয়েছে ৭৫০টি সাধারণ শয্যা ও ৬৪টি আইসিইউ শয্যা। হাসাপাতালটি নির্মাণে খরচ হয়েছে ১৪৭০ কোটি টাকা।
  • পশ্চিমবঙ্গে দুর্গা প্রতিমা বিসর্জনের সময় ঘটে গেল দুর্ঘটনা । বিসর্জনের সময়ই নদীতে আকস্মিক বন্যার তোড়ে ভেসে গেলেন অনেকে । জলপাইগুড়ির মালবাজারে মাল নদীতে এই বিপর্যয়ে প্রাণ হারালেন  ৮ জন । দশমীর সন্ধ্যায় মাল নদীতে এই আচমকা হড়পা বানে আসে । বেশ কয়েক জন নিখোঁজ বলে জানা গেছে।

 

খেলা 
  • পরের কমনওয়েলথ গেমসে শুটিং ইভেন্ট ফিরিয়ে আনা হচ্ছে। ২০২৬ সালে অস্ট্রেলিয়ার ভিকটোরিয়ায় যে কমনওয়েলথ গেমস হবে সেখান থেকে বাদ যাচ্ছে  কুস্তি এবং ফিরে আসছে শুটিং। প্রসঙ্গত , ভারত এযাবৎ কালে কমনওয়েলথ গেমস থেকে  কুস্তিতে ১১৪ টি পদক ও শুটিং  থেকে ১৩৫টি পদক জিতেছে।
  • মহিলাদের বিশ্ব টেবিল টেনিস এর প্রি কোয়ার্টার ফাইনালে চিনা তাইপেই এর কাছে হেরে গেল ভারত।

 

বিবিধ 
  • দ্বিতীয় বারের জন্য নোবেল পুরস্কার পাচ্ছেন ব্যারি শার্পলেস। ২০০১ সালে অনুঘটক বিক্রিয়ার জন্য তিনি নোবেল পেয়েছিলেন। ২০২২ সালে রসায়নে নোবেল পুরস্কার পাচ্ছেন তিনজন। তাঁরা হলেন মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের  ক্যারোলিন বার্তোজ্জি, ক্রিপস রিসার্চের ব্যারি শার্পলেস এবং ডেনমার্কে কোপেনহাগেন বিশ্ববিদ্যালয়ের মর্টেন মেলডাল। অণু-পরমাণু জুড়ে জুড়ে নতুন পদার্থ তৈরি করা বা অনুকে অন্য অনুর সঙ্গে জুড়ে দেওয়ার গবেষণায় তাঁরা এই পুরস্কার পাচ্ছেন। অনু পরমাণু জোড়া দেওয়ার কৌশলের নাম ক্লিক কেমিস্ট্রি।

কারেন্ট অ্যাফেয়ার্স ৪ অক্টোবর ২০২২