কারেন্ট অ্যাফেয়ার্স ১৭ অক্টোবর ২০২২

408
0
Current Affairs 12th March
Courtesy: The Hindu

আন্তর্জাতিক 
  • মৃত্যুদণ্ডের আগেই আত্মঘাতী হলেন একজন আফগান তরুণী। পছন্দের পুরুষকে বিয়ে করবেন বলে ঘর ছেড়েছিলেন তিনি। কিন্তু তালিবান বাহিনীর হাতে ধরা পড়ে যান। তাঁর পুরুষ সঙ্গীকে ফাঁসিতে ঝোলানো হয়েছে। পরের শুক্রবার পাথর ছুঁড়ে হত্যা করার কথা ছিল তাঁকে। তার আগেই তিনি আত্মঘাতী হলেন। আফগানিস্তানের ঘোর প্রদেশের ঘটনা এটি।
  • পাকিস্তানের উপনির্বাচনে ভাল ফল করল ইমরান খানের দল তেহরিক ই ইনসাফ পাকিস্তান।
  • ডেনমার্কে আগামী বছর সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে সিনথেটিক পার্টি। এই নতুন রাজনৈতিক দল পরিচালিত হয় কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে।

জাতীয়

  • দেশের ৫০ তম প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়কে নিযুক্ত করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু । তিনি বিচারপতি ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়কে ৯ নভেম্বর শপথ বাক্য পাঠ করাবেন। ২০২৪ সালের ১০ নভেম্বর পর্যন্ত তাঁর কাজের মেয়াদ। বিচারপতি ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়কে ভারতের প্রাক্তন অতিরিক্ত সলিসিটর জেনারেল । তিনি হলেন ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি  যশবন্ত বিষ্ণু চন্দ্রচূড় – এর পুত্র। বাবা ও ছেলে দুজনেই প্রধান বিচারপতি হচ্ছেন, দেশে এই প্রথম এমন দৃষ্টান্ত স্থাপিত হল।
  • ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি পদে নির্বাচন সম্পন্ন হল। দলের ৯৯১৫ জন সদস্যের মধ্যে ৯৪৯৭ জন ভোট দিলেন। এই নির্বাচনে প্রার্থী হয়েছেন দুজন , মল্লিকার্জুন খাগড়ে ও শশী থারুর। শেষবার ২০০০ সালে কংগ্রেসের সভাপতি পদে নির্বাচন হয়েছিল। সেবার দুজন প্রার্থীর মধ্যে সোনিয়া গান্ধি ৭৪৪৮টি ভোট ও জিতেন্দ্র প্রসাদ ৯৪টি ভোট পেয়েছিলেন।
খেলা 
  • ২০২১-২২ মরসুমে ব্যালন ডি’ওর ট্রফি জিতেছিলেন ফরাসি ফুটবলার করিম বেনজেমা। এদিন তাঁর হাতে ট্রফি তুলে দিলেন জিনেদিন জিদান। রিয়াল মাদ্রিদের অষ্টম ফুটবলার হিসেবে এই ট্রফি জিতলেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের হয়ে ৪৬ ম্যাচে ৪৪টি গোল করেছেন তিনি , ইউরো কাপে দেশের হয়ে করেছেন ৪টি গোল।
  • ভুবনেশ্বরে অনূর্ধ্ব ১৭ বছর মহিলাদের বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় ব্রাজিল ৫-০ গোলে হারিয়ে দিল ভারতকে। কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল।
  • ওভালে টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে অঘটন অব্যাহত। এদিন স্কটল্যান্ড ৪২ রানে হারিয়ে দিল দুবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে। গতকাল নামিবিয়া হারিয়ে দিয়েছিল শ্রীলঙ্কাকে।
 বিবিধ
  • গত ১৫ বছরে ভারতে গরিব মানুষের সংখ্যা কমেছে ৪১ কোটি ৫০ লক্ষ। ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম এবং অক্সফোর্ড প্রভার্টি এন্ড হিউম্যান ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ এর যৌথ উদ্যোগে যে বহুমুখী দারিদ্র্য সূচক প্রকাশ করা হয়েছে তাতে এই তথ্য জানানো হয়েছে। তবে গরিব মানুষের সংখ্যাও সবথেকে বেশি ভারতে। ভারতে দরিদ্র মানুষের সংখ্যা ২২ কোটি ৮৯ লক্ষ। তারপরের স্থান নামিবিয়ার।

কারেন্ট অ্যাফেয়ার্স ১৬ অক্টোবর ২০২২