কারেন্ট অ্যাফেয়ার্স ২৯ ডিসেম্বর ২০২২

214
0
daily current affairs
Courtesy: The Indian Express

আন্তর্জাতিক
  • ইজরায়েলের প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন বেঞ্জামিন নেতানিয়াহু। এই নিয়ে তিনি তৃতীয় বার ইজরায়েলের প্রধানমন্ত্রী পদে বসলেন। লিকুদ পার্টির নেতা, ৭৩ বছরের বেঞ্জামিন নেতানিয়াহু এর আগে ১২ বছর দায়িত্ব সালমেছেন। এদিন তিনি ইজরায়েলের সংসদে আস্থা ভোটে নির্বাচিত হয়েছেন।
  • ব্রিটেনের সাংসদদের বিদেশ সফরে সাংসদদের গুরুতর অনৈতিক আচরণের অভিযোগ নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক। বিশেষত অল পার্টি পার্লামেন্টারি গ্রুপস এর বিভিন্ন দেশে সফর নিয়ে একের পর এক অভিযোগ উঠেছে।
  • ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন স্থানে ১২০টির বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালালো রাশিয়া। এই হামলার ফলে কিয়েভের ৪০ শতাংশ এলাকা বিদ্যুৎ হীন হয়ে পড়েছে।
 জাতীয়
  • জি ২০ সভাপতি পদে বসার আগে থেকেই আন্তর্জাতিক ক্ষেত্রে শান্তি প্রতিষ্ঠার জন্য ভারত লাগাতার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই প্রচেষ্টাকে তুলে ধরেই রাষ্ট্রসঙ্ঘে ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কম্বোজ এদিন বললেন, ‘‘রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ থামাতে ধারাবাহিক ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারত।’’
  • করোনা প্রতিরোধে কড়া ব্যবস্থা নিল ভারত। এখন থেকে চিনসহ পাঁচটি দেশ থেকে ভারতে আসার আগে জমা করতে হবে করোনার পরীক্ষার রিপোর্ট। নতুন বছর থেকে চালু হচ্ছে নতুন নিয়ম। চিন, হংকং ,জাপান,দক্ষিণ কোরিয়া,সিঙ্গাপুর ও থাইল্যান্ড থেকে ভারতে এলে করোনা নেগেটিভ হলে তবেই ভারতে প্রবেশ করা যাবে।
  • পশ্চিমবঙ্গের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যানপালন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী সুব্রত সাহা (৬৯) প্রয়াত হলেন। তিনি ছিলেন মুর্শিদাবাদের সাগরদীঘির বিধায়ক। টানা তিনবার ওই বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছিলেন। অতীতে তিনি পূর্ত দপ্তরের রাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও পালন করেছিলেন।
  • উজবেকিস্তানে ১৮ টি শিশু মৃত্যুর ঘটনায় ভারতে তৈরি ওষুধের কোন ভূমিকা আছে কিনা তা প্রমাণিত হয়নি। গাম্বিয়ার ঘটনার সঙ্গে উজবেকিস্তানের ঘটনারও কোন মিল নেই। এদিন এই মন্তব্য করেছেন ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি।
খেলা
  • ফুটবল সম্রাট পেলে প্রয়াত হলেন। অন্ত্রের ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন তিনি । ভর্তি ছিলেন সাও পাওলোর একটি হাসপাতালে। ১৯৪০ সালের ২৩ অক্টোবর ব্রাজিলের ট্রেস করাসোয়েস এলাকায় জন্ম হয় তাঁর। তাঁর মধ্যে ফুটবলের বিস্ময়কর প্রতিভার সন্ধান পান ফুটবলার ডি ব্রিটও। তাঁর উদ্যোগেই সও পাওলো বাউরু অ্যাথলেটিক ক্লাবে খেলা শুরু করেন পেলে। পেলের আসল নাম এডসন অ্যারান্তেস ন‍্যাসিমেন্তো। ব্রাজিলের হয়ে ৯২টি আন্তর্জাতিক ম্যাচে ৭৭টি গোল করেছেন তিনি। ১৯৫৮, ১৯৬২, ১৯৭০ সালের বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন ব্রাজিল দলের সদস্য ছিলেন তিনি। চারটি বিশ্বকাপে খেলেন, একমাত্র ১৯৬৬ সালে খেতাব জেতেননি। বিশ্বকাপে তাঁর ৬টি গোল আছে। ক্লাবের হয়ে ৭২০ ম্যাচে ৬৮০টি গোল করেছেন পেলে। এর মধ্যে স্যান্টোসের হয়ে ৬৫৬ ম্যাচে ৬৪৩ টি গোলের রেকর্ড আছে তাঁর। সবমিলিয়ে ১৩৬৩ টি ম্যাচে ১২৭৯টি গোল করেছেন তিনি। ১৯৭৭ সালে কলকাতায় এসে ইডেন গার্ডেনসে কসমসের হয়ে মোহনবাগানের সঙ্গে খেলেছিলেন পেলে।
  • পাকিস্তানের বিরুদ্ধে টেস্টে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন দ্বিশতরান করলেন। প্রথম ইনিংসে ব্যাট করে পাকিস্তান তোলে ৪৩৮ রান।
  • মেলবোর্নে বক্সিং ডে টেস্টে দক্ষিণ আফ্রিকাকে ইনিংস ও ১৮২ রানে হারিয়ে দিল অস্ট্রেলিয়া।
 বিবিধ
  • নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের শতবর্ষ উদযাপনের সমাপ্তি উৎসব অনুষ্ঠিত হল কলকাতায়। রাজ্যপাল সি ভি আনন্দ কুমার, লোকসভার প্রাক্তন অধ্যক্ষ মীরা কুমার, অভিনেত্রী শর্মিলা ঠাকুর, বিজ্ঞানী বিকাশ সিং প্রমুখ ব্যক্তি উপস্থিত ছিলেন সমাপ্তি অধিবেশনে । প্রসঙ্গত, ১৯২২ সালে সুরেন্দ্রনাথ সেন বঙ্গ সাহিত্য সমাজ উৎসব শুরু করেন। ১৯২৩ সালে কাশীতে সম্মেলনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন রবীন্দ্রনাথ ঠাকুর। ১৯৫৩ সালে সম্মেলনের নাম রাখা হয়, নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন।
  • স্টিমবোট উইকলি – এর মিকি মাউস – এর কপিরাইট উঠে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ম অনুযায়ী কোনও ফিল্ম ৯৫ বছর পূর্ণ করলে তার আর কপিরাইট থাকে না। স্টিমবোট উইকলি – এর মিকি মাউস – এর ৯৫ বছর হয়ে যাবে নতুন বছরে।