কারেন্ট অ্যাফেয়ার্স ২৮ জানুয়ারি ২০২৩

251
0
12th August Current Affairs
Courtesy: Hindustan Times

আন্তর্জাতিক
  • বিমান চলাচল বিঘ্নিত হল নেপালে। এদিন কাঠমান্ডুর ত্রিভুবন দাস আন্তর্জাতিক বিমানবন্দরের সব উড়ান বাতিল করা হয়। বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, যান্ত্রিক গোলযোগের কারণেই এই সিদ্ধান্ত।
  • আবারও পুলিশের অত্যাচারে কৃষাঙ্গ মানুষের মৃত্যুর ঘটনা ঘটল মার্কিন যুক্তরাষ্ট্রে। নিহতের নাম টায়ার নিকোলস। ওই কৃষ্ণাঙ্গ ব্যক্তি পুলিশের হাতে বেধড়ক মার খেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন,  সেই ঘটনার ভিডিও চিত্র প্রকাশ্যে এসেছে । ঘটনাস্থলে মেম্ফিস। টায়ারকে রাস্তায় ফেলে তাঁর মুখে বার বার ঘুষি মারছিলেন মেম্ফিসের পুলি‌শ আধিকারিকেরা । এই ঘটনায় মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন টায়ারের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। টায়ারের মা ওয়েলসের সঙ্গে  কথা বলেছেন বাইডেন।

 

 জাতীয়
  • ভারতীয় বায়ুসেনার গোয়ালিয়র বিমানঘাঁটি থেকে ওড়ার পর ভেঙে পড়ল দুটি যুদ্ধবিমান। একটি মিরাজ ২০০০ ও অন্যটি সুখোই ৩০। অনুমান করা হচ্ছে, আকাশে বিমান দুটির মধ্যে সংঘর্ষ হয় থাকতে পারে। একজন বিমান চালকের প্রাণহানি হয়েছে। দুজন প্যারাসুট ব্যবহার করে নিরাপদে নেমে আসতে পারেন।
  • রাষ্ট্রপতি ভবন প্রাঙ্গণের মুঘল উদ্যানের নাম বদলে নতুন নাম অমৃত উদ্যান রাখল কেন্দ্রীয় সরকার। ১৯১৭ সালে এই উদ্যান গড়ার পরিকল্পনা করেছিলেন স্যার এডুইন লটিয়েন্স। ১৫ একর জমির উপর এটি নির্মিত। মূলত মুঘলদের উদ্যান রীতি মেনে তৈরি করা হয়েছিল এটি।

 

খেলা
  • আরিনা সার্বালঙ্কা অস্ট্রেলীয় ওপেনের মহিলাদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হলেন। এটাই তাঁর প্রথম গ্র্যান্ডস্লাম জয়। তিনি নিরপেক্ষ দেশের হয়ে খেলে এই ট্রফি জিতলেন। আদতে আরিনা বেলারুশের মানুষ। কিন্তু ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ঘটনায় বেলারুশ ক্রীড়া দুনিয়া থেকে বহিষ্কৃত হয়েছে। তাই তাঁকে খেলতে হল নিরপেক্ষ দেশের হয়েই। কাজাখস্তানের এলিনা রেবকিনাকে পরাস্ত করে তিনি চ্যাম্পিয়ন হলেন।
  • বিশ্বকাপ হকির ফাইনালে উঠল বেলজিয়াম ও জার্মানি। এদিন ভারত ৫-২ গোলে পরাস্ত করল দক্ষিণ আফ্রিকাকে। ফলে ঘরের মাঠে বিশ্বকাপে ভারতের অভিযান শেষ হল নবম স্থান পেয়ে।
  • অস্ট্রেলিয়া বনাম পাকিস্তানের মেয়েদের টি-টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়ার ন’জন বোলার বল করলেন। কেবল বল করেননি উইকেটরক্ষক বেথ মুনি এবং অধিনায়ক মেগ ল্যানিং। দলের বাকি সকলকে দিয়েই বল করানো হয়। ম্যাচ যেতে অস্ট্রেলিয়া।
  • এমরসুমের কন্যাশ্রী কাপে চ্যাম্পিয়ন হল ইস্টবেঙ্গল। কিশোরভারতী স্টেডিয়ামে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে হারিয়ে দিল ইস্টবেঙ্গলের মেয়েরা ।
বিবিধ
  • ১৯৯১ সালে পোট্রেট আঁকার সময় ব্রিটেনের যুবরানি ডায়ানা একটি বেগুনি রংয়ের গাউন পরেছিলেন। ৬ বছর পর একটি ম্যাগাজিনের জন্য ছবি তোলার সময় পুনরায় সেটি পরেছিলেন তিনি। সেই বেগুনি রংয়ের গাউন নিউইয়র্কের সদবি নিলাম কেন্দ্রে বিপুল মূল্যে বিক্রি হল। ভারতীয় মুদ্রায় দাম উঠল ৪ কোটি ৯০ লক্ষ টাকা।