কারেন্ট অ্যাফেয়ার্স ২৯ জানুয়ারি ২০২৩

238
0
daily current affairs
Courtesy: HinduPost

আন্তর্জাতিক 

  • পাকিস্তানের বালুচিস্তানের লাসবেলায় বাস দুর্ঘটনায় প্রাণ হারালেন ৩৯ জন। ৪৮ জন যাত্রী নিয়ে বাসটি কোয়েটা প্রদেশ থেকে করাচি যাচ্ছিল। লাসবেলার কাছে গভীর রাতে একটি খরস্রোতা নদীর সেতুর উপরে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। বাসটি সেতুর রেলিং ভেঙে আছড়ে পড়ে নদীর জলে এবং তাতে আগুন ধরে যায়।
  • ২০২৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি পদের দৌড়ে নেমে পড়লেন ডোনাল্ড ট্রাম্প। শনিবার নিউ হ্যাম্পশিয়র এবং সাউথ ক্যারোলিনায় প্রচার সারেন তিনি।তবে তিনি চাইলেও ট্রাম্প প্রার্থী হতে পারবেন কীনা তা নিয়ে সংশয় রয়েছে । ফ্লোরিডার গভর্নর রোন ডি’স্যান্টিস, প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এবং সাউথ ক্যারোলিনার প্রাক্তন গভর্নর নিকি হ্যালেরাও রাষ্ট্রপতি পদের দৌড়ে আছেন ।
  • ভূমিকম্প অনুভূত হল পাকিস্তানে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৩। প্রাণহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের উৎস তাজিকিস্তানে বলে জানা গেছে।ইরান, তুরস্কেও কম্পন টের পাওয়া গেছে।
জাতীয়
  • ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী নবকিশোর দাসকে গুলি করে হত্যা করল ওড়িশা পুলিশেরই একজন কর্মী। ওড়িশার ঝাড়সুগুড়া জেলার ব্রজরাজনগরে গান্ধি চকে সরকারি অনুষ্ঠানে যাওয়ার পথে একজন পুলিশকর্মী পর পর দু’বার গুলি ছোড়েন তাঁর দিকে। গুলি লাগে নবকিশোরের বুকে। গুরুতর জখম স্বাস্থ্যমন্ত্রীকে  ঝাড়সুগুড়া বিমানবন্দরে নিয়ে যাওয়া হয় , সেখান থেকে বিমানে চাপিয়ে ভুবনেশ্বরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় । সেখানে তাঁকে বাঁচানো সম্ভব হয়নি । অভিযুক্ত অ্যাসিস্ট্যান্ট  সাব ইনস্পেক্টরকে ( নাম গোপাল দাস) গ্রেপ্তার করা হয়েছে। নবকিশোরের মৃত্যুর ঘটনায় রাজ্যের অপরাধ দমন শাখাকে তদন্ত করার নির্দেশ দিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক ।
  • কংগ্রেস নেতা রাহুল গান্ধির নেতৃত্বে “ভারত জোড়ো” যাত্রা সমাপ্ত হল। কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত ৩৮৫০ কিলোমিটার দীর্ঘ ছিল এই পদযাত্রা।
 খেলা
  • হকি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হল জার্মানি। ওড়িশার কলিঙ্গ স্টেডিয়ামে ফাইনালে তারা সাডেন ডেথে ৫-৪ গোলে হারিয়ে দিল বেলজিয়ামকে। ১৭ বছর পর ফের বিশ্বচ্যাম্পিয়ন হল জার্মানি। এটি তাদের তৃতীয়বার বিশ্বকাপ জয়।
  • এক বছর আগের ঘটনা । অস্ট্রেলিয়ায় পৌঁছেও নোভাক জোকোভিচ নামতে পারেননি কোর্টে। কোভিড প্রতিষেধক নিতে রাজি না হওয়ায় টানা দু’সপ্তাহ সরকারের সঙ্গে আইনি লড়াই চলার পর একটি ম্যাচও না খেলে ওই দেশ ছাড়তে হয়েছিল তাঁকে। ২০২৩ সালে চোট উপেক্ষা করে দাপটের সঙ্গে অস্ট্রেলিয়ান ওপেন জিতে তারই মধুর প্রতিশোধ নিলেন নোভাক জোকোভিচ। ফাইনালে তিনি স্টেফানোস চিচিপাসকে হারালেন ৬-৩, ৭-৬ (৭-৪), ৭-৬ (৭-৫) গেমে।এই নিয়ে দশম অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন সার্বিয়ার খেলোয়াড় নোভাক । এটি তাঁর ২২তম গ্র্যান্ড স্ল্যাম খেতাব। তিনি ছুঁয়ে ফেললেন রাফায়েল নাদালকে। বিশ্বে পুরুষদের সর্বোচ্চ গ্র্যান্ডস্লাম জয়ী এখন তাঁরা দুজন। একই সঙ্গে টেনিসের ক্রমতালিকায় কার্লোস আলকারাজকে সরিয়ে ফিরে পেলেন শীর্ষস্থান।
  • অনুর্ধ ১৯ বছর মেয়েদের বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হল ভারত। উল্লেখ্য, গত বছর ফেব্রুয়ারিতে ছেলেদের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। এবার মেয়েদের বিভাগেও বিশ্বচ্যাম্পিয়ন হল দেশ । এবছরই প্রথম আয়োজিত হচ্ছে এই প্রতিযোগিতা। ফলে পুরুষদের টি টোয়েন্টি বিশ্বকাপ এবং ছেলে ও মেয়েদের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ – এর প্রথম জয়ী দল হল ভারত। এদিন ফাইনালে শেফালি বর্মারা ৭ উইকেটে হারালেন ইংল্যান্ডকে। প্রথম ব্যাট করে ইংল্যান্ড ১৭.১ ওভারে করে ৬৮ রান। জবাবে ভারত ১৪ ওভারে করল ৩ উইকেটে ৬৯ রান। । ইংল্যান্ডের ব্যাটার দের ত্রাস হয়ে উঠলেন বাংলার পেস বোলার তিতাস সাধু। ৪ ওভার বল করে মাত্র ৬ রান দিয়ে ২ উইকেট নিলেন তিনি। হুগলির চুঁচুড়ার বাসিন্দা তিতাসই  ম্যাচের সেরা নির্বাচিত হলেন।
  • লখনোউতে ভারত নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ৬ উইকেটে জ্যু হল ভারত। তিন ম্যাচের সিরিজ এখন হল ১-১ ।  এদিন প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড করে ৯৯ রান। জবাবে ১৯.৫ ওভারে ভারত করল ৪ উইকেটে ১০১ রান। ম্যাচের চতুর্থ ওভারেই ফিন অ্যালেনকে ফিরিয়ে দেন যুজবেন্দ্র চহাল। এ দিনই দলে ফিরেছেন তিনি। ভারতের হয়ে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেট পাওয়ার রেকর্ড গড়লেন তিনি। টপকে গেলেন ভুবনেশ্বর কুমারকে।

 

বিবিধ
  • প্রকাশিত হল প্রাক্তন আমলা ও দেশের বর্তমান বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের লেখা বই “দ্য ইন্ডিয়া ওয়ে : স্ট্র্যাটেজিক ফর অ্যান আনসার্টেন ওয়ার্ল্ড”।  এই অনুষ্ঠানে পুনেতে  বক্তব্য রাখতে গিয়ে বিদেশমন্ত্রী বলেন, তাঁর মতে, শ্রীকৃষ্ণ এবং হনুমান ছিলেন ভারতের সর্বশ্রেষ্ঠ কূটনীতিবিদ। যদি আমরা হনুমানের দিকে তাকাই, তিনি কূটনীতির ঊর্ধ্বে উঠে গিয়েছিলেন। তিনি সীতার সঙ্গেও যোগাযোগ রেখেছিলেন আবার লঙ্কায়ও আগুন লাগিয়েছিলেন।
  • মার্কিন শেয়ার গবেষণা সংস্থা হিন্ডেনবার্গ – এর রিপোর্ট প্রকাশের পর আদানি গোষ্ঠীর সাতটি সংস্থার শেয়ার দর কমতে শুরু করেছে। এদিন তারা হিন্ডেনবার্গ রিপোর্ট নিয়ে ৪১৩ পাতার জবাব দিল। গোটা বিষয়টি খারাপ উদ্দেশ্য নিয়ে তৈরি বলে তারা মন্তব্য করল।