কারেন্ট অ্যাফেয়ার্স ৭ ফেব্রুয়ারি ২০২৩

277
0
Current Affairs 7th October
Courtesy: NPR

আন্তর্জাতিক
  • তুরস্ক এবং সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা ৭২০০ পেরিয়ে গেল। আহত প্রায় ২০ হাজার।মাত্র ২৪ ঘন্টা আগে সেখানে প্রবল ভূকম্পন অনুভূত হয়েছিল। রিখটার স্কেলে তার তীব্রতা ছিল ৭.৮। তারপর থেকে অসংখ্য অনুকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে ৩টি কম্পন ছিল বেশ তীব্র। রিখটার স্কেলে তাদের তীব্রতা ছিল যথাক্রমে ৭.৬, ৬.০ ও ৫.৬। উদ্বেগ বাড়াচ্ছে তুরস্কের প্রবল ঠান্ডা। সেখানকার উষ্ণতা হিমাঙ্কের নীচে। পূর্বাভাস রয়েছে তুষার ঝড়েরও। এই পরিস্থিতিতে উদ্ধারকাজ চালানোও কঠিন হয়ে পড়ছে। রাতারাতি ঘর হারিয়ে বহু মানুষকে ঠান্ডায় সারা রাত খোলা আকাশের নীচে কাটাতে হচ্ছে । ঠান্ডাতেও প্রাণহানি ঘটতে পারে বলে আশঙ্কা। উদ্ধারকারীরা মনে করছেন, এই ঠান্ডার কারণে ধ্বংসস্তূপের নীচে যারা আটকে আছে তাদের বাঁচার আশা ক্রমশ কমে যাচ্ছে। ভূমিকম্পের কেন্দ্র বিন্দুতে থাকা গাজিয়ানটেপ, কাহরামানমারাস   শহর এখন কার্যত ধুলোয় মিশে গিয়েছে। একটি বহুতলও মাথা তুলে দাঁড়িয়ে নেই। ঐতিহাসিক গাজিয়ানটেপ দুর্গও ভেঙে পড়েছে বলে জানা গেছে। ভারতসহ ৭০টি দেশ সিরিয়া ও তুরস্কের পাশে দাঁড়িয়েছে। তুরস্কের ১০টি শহরকে বিপর্যস্ত বলে ঘোষণা করা হয়েছে।
জাতীয়
  • দিল্লিতে শ্রদ্ধা ওয়ালকর হত্যা মামলার চার্জশিট পেশ করল দিল্লি পুলিশ। ৬ হাজার ৬০০ পাতার চার্জশিটে বিশদে জানানো হয়েছে আফতাব আমিন পুনাওয়ালার নৃশংস হত্যার বিবরণ। মহারাষ্ট্রের পালঘরের তরুণী শ্রদ্ধা বাড়ির অমতেই আফতাবকে জীবনসঙ্গী হিসাবে বেছে নিয়েছিলেন। সেই আফতাবই ২০২২ সালের ১৮ মে শ্রদ্ধাকে খুন করেন ।এবং শ্রদ্ধাকে খুনের পর তাঁর দেহ ৩৫ টুকরো করেছিলেন আফতাব। শ্রদ্ধার নামে নিখোঁজ ডায়েরি করেন তাঁর বাবা বিকাশ ওয়ালকর। তারপরই এই ভয়াবহ হত্যাকাণ্ডের খবর প্রকাশ্যে আসে গত বছরের নভেম্বর মাসে।
  • চলতি অর্থবর্ষে একশো দিনের কাজে মহিলাদের অংশগ্রহণের হার ৫১.২১ শতাংশ। এই হার গত দশ বছরের মধ্যে সবচেয়ে বেশি।
 খেলা
  • অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ আন্তর্জাতিক ক্রিকেট খেলা থেকে অবসর ঘোষণা করলেন। ২০১১ সালে অভিষেক হয়েছিল তাঁর। ১০৩ টি টি টোয়েন্টি, ১৪৬টি একদিনের ও ৫টি টেস্ট ম্যাচে তাঁর রান যথাক্রমে ৩১২০, ৫৪০৬ ও ২৭৮।
  • ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন পাকিস্তানের প্রাক্তন উইকেটরক্ষক-ব্যাটার কামরান আকমল। তিনি সম্পর্কে পাক ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজমের দাদা হন। পাকিস্তান জাতীয় ক্রিকেট দলে গত পাঁচ বছরে সুযোগ পাননি তিনি। পাকিস্তানের হয়ে ৫৩টি টেস্ট, ১৫৭টি এক দিনের ম্যাচ এবং ৫৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন কামরান। তিন ধরনের আন্তর্জাতিক ক্রিকেটে তিনি করেছেন যথাক্রমে ২৬৪৮, ৩২৩৬ এবং ৯৮৭ রান। আন্তর্জাতিক ক্রিকেটে ১১টি শতরান এবং ২৭টি অর্ধশতরান রয়েছে তাঁর।
 বিবিধ
  • প্রকাশিত হল সলমন রুশদির উপন্যাস ‘ভিকট্রি সিটি’। গত ১২ আগস্ট নিউইয়র্কে আততায়ীর হামলায় আহত হওয়ার পর এদিনই প্রথম প্রকাশ্যে এলেন ৭৫ বছর বয়সী লেখক। আততায়ী হাদি মাতার এখন জেলবন্দি। আক্রান্ত হওয়ার পর সলমন রুশদি এদিনই প্রথম সাক্ষাৎকার দিলেন নিউইয়র্কার পত্রিকাকে।