ইপিএফও-তে ২৮৫৯ শূন্যপদে গ্রুপ সি কর্মী নিয়োগ

2461
0
epfo job vacancy 2023

এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনে ২৮৫৯টি শূন্যপদে সোশ্যাল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এবং স্টেনোগ্রাফার নিয়োগ করা হবে (epfo job vacancy 2023)।

বয়সসীমা: বয়স হতে হবে ১৮-২৭ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

শূন্যপদ: সোশ্যাল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট: ২৬৭৪, স্টেনোগ্রাফার: ১৮৫।

যোগ্যতা: সোশ্যাল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর ডিগ্রি।

এবং কম্পিউটারে ইংরেজিতে প্রতি মিনিটে ৩৫ শব্দের গতিতে অথবা হিন্দিতে প্রতি মিনিটে ৩০ শব্দের গতিতে টাইপিং স্পিড থাকতে হবে।

স্টেনোগ্রাফার: কোনো স্বীকৃত বোর্ড থেকে দ্বাদশ শ্রেণি পাশ। স্কিল টেস্টে প্রতি মিনিটে ৮০ শব্দের গতিতে ১০ মিনিটে ডিকটেশন নিতে হবে

এবং কম্পিউটারে ইংরেজিতে ৫০ মিনিটে/ হিন্দিতে ৬৫ মিনিটে ট্রান্সক্রাইপ করতে হবে।

রাজ্যে মাধ্যমিক যোগ্যতায় ১৪২০ লেডি কনস্টেবল নিয়োগের বিস্তারিত খবরটি দেখতে ক্লিক করুন

বেতনক্রম: সোশ্যাল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে লেভেল ৫ অনুযায়ী ২৯২০০-৯২৩০০ টাকা

এবং স্টেনোগ্রাফার পদে লেভেল ৪ অনুযায়ী ২৫৫০০-৮১১০০ টাকা।

আবেদনের ফি: ৭০০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী, প্রাক্তন সেনাকর্মী এবং মহিলা প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে না।

আবেদনের পদ্ধতি: www.epfindia.gov.in অথবা http://recruitment.nta.nic.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।

অনলাইন আবেদন করা যাবে ২৬ এপ্রিল ২০২৩ তারিখ পর্যন্ত। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে (epfo job vacancy 2023)।

নোটিসটি দেখতে ক্লিক করুন