ইসিআইএলে ৩৫০ টেকনিক্যাল অফিসার নিয়োগ

1137
0
ECIL Apprentice Recruitment

ইলেক্ট্রনিয়ক্স কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেডে ৩৫০ জন টেকনিক্যাল অফিসার নিয়োগ করা হবে ৯ মাসের চুক্তিতে৷ বিজ্ঞপ্তি নম্বর: ২৬/২০২০৷

জোনাল অফিস অনুযায়ী শূন্যপদ: কলকাতা: ২০ (অসংরক্ষিত ১০, ইডব্লুএস ১, ওবিসি ৫, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ১)৷ হায়দরাবাদ (হেডকোয়ার্টার): শূন্যপদ ২০০ (অসংরক্ষিত ৯১, ইডব্লুএস ৯, ওবিসি ৫১, তপশিলি জাতি ৩৩, তপশিলি উপজাতি ১৬)৷  নতুন দিল্লি: ৪০ (অসংরক্ষিত ১৮, ইডব্লুএস ২, ওবিসি ১০, তপশিলি জাতি ৭, তপশিলি উপজাতি ৩)৷ বেঙ্গালুরু: ৫০ (অসংরক্ষিত ২৩, ইডব্লুএস ২, ওবিসি ১৪, তপশিলি জাতি ৮, তপশিলি উপজাতি ৩)৷ মুম্বই: ৪০ (অসংরক্ষিত ১৮, ইডব্লুএস ২, ওবিসি ১০, তপশিলি জাতি ৭, তপশিলি উপজাতি ৩)৷ যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ ইলেক্ট্রিক্যাল ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং/ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং/ কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং/ ইনফরমেশন টেকনোললজিতে প্রথম শ্রেণির ইঞ্জিনিয়ারিং ডিগ্রি সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছরের অভিজ্ঞতা৷

পারিশ্রমিক: প্রতি মাসে ২৩০০০ টাকা৷

প্রার্থী বাছাই পদ্ধতি: মেধাতালিকার ভিত্তিতে বাছাই প্রার্থীদের নথিপত্র যাচাইয়ের মাধ্যমে নিয়োগ করা হবে৷

বয়সসীমা: ৩১ জুলাই ২০২০ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর (জন্মতারিখ ৩১ জুলাই ১৯৯০-র পরে হতে হবে)৷ সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন৷

আবেদনের পদ্ধতি: www.ecil.co.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে৷ বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ অনলাইন আবেদন করা যাবে আগামী ৩০ আগস্ট দুপুর ২টো পর্যন্ত৷

http://careers.ecil.co.in/app/ADVT_26_2020.pdf  লিঙ্কে বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে৷

লাইভ টিভি দেখুন : https://chetana.tv/
বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল