১০% সংরক্ষণে স্থগিতাদেশ নয়, তবে সংরক্ষণের বৈধতা বিচার হবে

569
0
Court Clerk Job 2024

সমাজের উচ্চবর্ণের মধ্যে থেকে আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা শ্রেণির জন্য সরকারি চাকরি ও উচ্চশিক্ষায় ১০% সংরক্ষণ চালু হচ্ছে কেন্দ্রীয় চাকরির আসন্ন বিজ্ঞপ্তিগুলি থেকেই। রেলে যে আরও আড়াই লক্ষ চাকরি আগামী ২ বছরের মধ্যে হবে তাতেও এই সংরক্ষণ থাকবে বলে রেলমন্ত্রী জানিয়েছেন। এদিকে এই অতিরিক্ত সংরক্ষণের বিরুদ্ধে স্থগিতাদেশ চেয়ে আনা মামলায় স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। তবে প্রস্তাবিত এই সংরক্ষণের বৈধতা পরীক্ষা করা হবে বলে জানানো হয়েছে। এই সংরক্ষণকে চ্যালেঞ্জ জানিয়ে যে রিট পিটিশনগুলি জমা পড়েছে তার শুনানির জন্য আবার কেন্দ্রকে আদালতে উপস্থিত হতে হবে আগামী ৪ সপ্তাহের মধ্যে। পিটিশনে বলা হয়েছে, ১১৯২ সালের মণ্ডল কমিশনের রিপোর্ট অনুযায়ী আর্থিক ভিত্তিতে সংরক্ষণ সংবিধান সম্মত নয়। তাছাড়া সুপ্রিম কোর্টের পূর্ববর্তী রায় অনুযায়ী সংরক্ষণ কোনোভাবেই ৫০%-এর মধ্যে সীমিত থাকা দরকার। নতুন ১০% যোগ হলে শীর্ষ আদালতের সেই নির্দেশও লঙ্ঘিত হবে। যাইহোক, আপাতত অতিরিক্ত ১০% সংরক্ষণ চালু করতে বাধা রইল না।